কলকাতা , 22 ফেব্রুয়ারি : সার্ভিসেসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় বদলে দিয়েছে বাংলার ড্রেসিংরুমের ছবি । মঙ্গলবার বাংলার প্রতিপক্ষ চণ্ডীগড় । শেষ ম্যাচে তারাও অনায়াসে জয় পেয়েছে । প্রতিপক্ষের ভুল ত্রুটি ইতিমধ্যে বাংলার থিঙ্কট্যাঙ্কের নোটবুকে উঠে পড়েছে ।
তবুও অধিনায়ক অনুষ্টুপ বলছেন, কঠিন লড়াই অপেক্ষা করছে । তবে যে কোনও চ্যালেঞ্জ সামলাতে তৈরি বাংলা । শেষ ম্যাচে স্কোরবোর্ডে তিনশো রান তুলেছিল বাংলা । কোচ অরুণলাল এবং তার ডেপুটিরা মনে করছেন ফের একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে ।
তবে অনুষ্টুপ জানিয়েছেন টস জিতে তারা বোলিং করতে চান । "সকালের দিকে উইকেটে বল সুইং করছে । তাই আমরা পরে ব্যাট করতে চাই । " বলেছেন বাংলার অধিনায়ক । সার্ভিসেস ম্যাচে নিজে রান পেয়েছেন । শুধু তিনি নয় কাইফের আহমেদের ঝোড়ো 75 এবং বাকিদের ভালো ব্যাটিং বাংলাকে তিনশো প্লাস রান তুলতে সাহায্য করেছিল । বল হাতে ইশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ এবং বাহাতি স্পিনার শাহবাজ আহমেদ নিয়ন্ত্রিত বোলিং করেছেন ।
আরও পড়ুন : এগোল রিয়াল, আটকে গেল বার্সা
এদিকে চণ্ডীগড়ের মনন ভোরা শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন । শিবম ভাণ্ডারী, এ কৌশিক ব্যাট হাতে ভালো ছন্দে রয়েছেন । তাদের পরীক্ষা নেওয়ার জন্য বাংলার বোলাররা যেমন তৈরি তেমনই চণ্ডীগড়ের জগজিৎ সিং এবং গুরিন্দর সিংরাও তাল ঠুকছেন । অভিমন্যু ঈশ্বরন, সুদীপ চ্যাটার্জিদের জন্য কঠিন প্রশ্নপত্র অপেক্ষা করছে। তাই মঙ্গলবার ইডেনের বাইশ গজে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা ।