ETV Bharat / sports

কোরোনার জের, সমস্ত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত BCCI-এর

BCCI আগেই 2020-র IPL 15 এপ্রিল পর্যন্ত স্থগিত থাকার কথা জানিয়েছে । এবার সমস্ত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করল BCCI ।

BCCI
বিসিসিআই
author img

By

Published : Mar 14, 2020, 9:35 PM IST

দিল্লি, 14 মার্চ : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা আতঙ্ক । ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে সমস্ত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করল BCCI । আগাম নোটিস না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে সমস্ত খেলা ।

BCCI আগেই 2020-র IPL 15 এপ্রিল পর্যন্ত স্থগিত থাকার কথা জানিয়েছে । পাশাপাশি 15 ও 18 মার্চ দর্শকশূন্য মাঠে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ়ও বাতিল করা হয় ।

BCCI একটি বিবৃতিতে জানায়, "নভেল কোরোনা ভাইরাসের জন্য ইরানি কাপ, মহিলাদের একদিনের নক আউট ম্যাচ, ভিজ্জি ট্রফি, মহিলাদের একদিনের চ্যালেঞ্জার, মহিলা অনূর্ধ্ব-19-এর একদিনের নক আউট, মহিলা অনূর্ধ্ব-19-এর টি টোয়েন্টি লিগ, সুপার লিগ ও নক আউট, মহিলা অনূর্ধ্ব-19 টি টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, মহিলা অনূর্ধ্ব-23 নক আউট, মহিলা অনূর্ধ্ব-23 একদিনের চ্যালেঞ্জার-সহ সমস্ত ম্যাচ আগাম নোটিস না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে । "

IPL-এর মালিকদের সঙ্গে মুম্বইয়ে বোর্ড হেড কোয়ার্টারে বৈঠক করা হয় BCCI-র তরফে । সেখানে কোরোনা ভাইরাসের ফলে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতে এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা করা হয় ।

কোরোনা ভাইরাসে এখনও পর্যন্ত 5000 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে । বিশ্বজুড়ে বিভিন্ন খেলাকে স্থগিত বা বাতিল করে দেওয়া হয়েছে । ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের দুটো ওয়ান ডে ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে । শুক্রবার টেস্ট সিরিজ়ের জন্য শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরও বাতিল হয়েছে ।

দিল্লি, 14 মার্চ : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে কোরোনা আতঙ্ক । ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে সমস্ত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করল BCCI । আগাম নোটিস না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে সমস্ত খেলা ।

BCCI আগেই 2020-র IPL 15 এপ্রিল পর্যন্ত স্থগিত থাকার কথা জানিয়েছে । পাশাপাশি 15 ও 18 মার্চ দর্শকশূন্য মাঠে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে সিরিজ়ও বাতিল করা হয় ।

BCCI একটি বিবৃতিতে জানায়, "নভেল কোরোনা ভাইরাসের জন্য ইরানি কাপ, মহিলাদের একদিনের নক আউট ম্যাচ, ভিজ্জি ট্রফি, মহিলাদের একদিনের চ্যালেঞ্জার, মহিলা অনূর্ধ্ব-19-এর একদিনের নক আউট, মহিলা অনূর্ধ্ব-19-এর টি টোয়েন্টি লিগ, সুপার লিগ ও নক আউট, মহিলা অনূর্ধ্ব-19 টি টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, মহিলা অনূর্ধ্ব-23 নক আউট, মহিলা অনূর্ধ্ব-23 একদিনের চ্যালেঞ্জার-সহ সমস্ত ম্যাচ আগাম নোটিস না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে । "

IPL-এর মালিকদের সঙ্গে মুম্বইয়ে বোর্ড হেড কোয়ার্টারে বৈঠক করা হয় BCCI-র তরফে । সেখানে কোরোনা ভাইরাসের ফলে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতে এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা করা হয় ।

কোরোনা ভাইরাসে এখনও পর্যন্ত 5000 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে । বিশ্বজুড়ে বিভিন্ন খেলাকে স্থগিত বা বাতিল করে দেওয়া হয়েছে । ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও নিউজ়িল্যান্ডের দুটো ওয়ান ডে ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে । শুক্রবার টেস্ট সিরিজ়ের জন্য শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরও বাতিল হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.