কলকাতা, 5 মার্চ : চাপের মুখে অনবদ্য ব্যাটিং ৷ আমেদাবাদে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ঋষভ পন্থের 101 রান ভারতের চাপ অনেকটাই কাটিয়ে দিতে পেরেছে ৷ তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের এই দায়িত্বজ্ঞান মুগ্ধ করেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷
শুক্রবার বিকেলে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বের অফিস থেকে ফিরছিলেন সৌরভ ৷ ফেরার সময় হাঁটতে হাঁটতে পন্থের প্রশংসাই করে গেলেন । দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যানের ক্রিকেটীয় দক্ষতার চিরকাল প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট । তার কথা যে অমূলক নয় তা প্রমাণিত হচ্ছে বারবার । এদিনও দলের ব্যাটিং ধসে শুধু বাধা দিলেন না, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করে দলকে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে এলেন ।
আরও পড়ুন : ছয় মেরে সেঞ্চুরি, ঋষভের ব্যাটে স্বস্তিতে ভারত
ঋষভের এই ইনিংসের প্রশংসায় সৌরভ বলেছেন, "অসাধারণ ব্যাট করেছে । এতে কোনও সন্দেহ নেই ৷ ও একাই ম্যাচ ঘুরিয়ে দিল ৷" ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে ভারত । এই টেস্ট ড্র করলেই লর্ডসের টিকিট পাকা । তবে যেভাবে আবার রাশ কোহলি ব্রিগেড তুলে নিয়েছে তাতে সাফল্য সময়ের অপেক্ষা । আত্মবিশ্বাস নিয়ে সৌরভ বলছেন, "ভারত এই টেস্ট জিতে যাবে ।" পরে ঋষভের প্রশংসা করে টুইটও করলেন ৷ লিখলেন, কী ভালোটাই না খেলল ৷ অবিশ্বাস্য ! চাপের মধ্যে কী সুন্দর ইনিংস খেলল ৷ তবে এমন ইনিংস ওর প্রথম নয় ৷ শেষ তো নয়ই ৷ আগামী দিনে সব ফরম্যাটের সেরা ক্রিকেটার হতে চলেছে ঋষভ ৷ এভাবেই আগ্রাসী ব্যাটিং করে যাও ৷ এই কারণেই ঋষভ সবসময় 'স্পেশাল' এবং 'ম্যাচ উইনার' ৷
-
How good is he? Unbelievable..what a knock under pressure...not the first time and won't be the last time..will be an all time great in all formats in the years to come.keep batting in this aggressive manner .thats why will be match winner and special..@bcci @RishabhPant17 pic.twitter.com/1cRmnSw5ZB
— Sourav Ganguly (@SGanguly99) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">How good is he? Unbelievable..what a knock under pressure...not the first time and won't be the last time..will be an all time great in all formats in the years to come.keep batting in this aggressive manner .thats why will be match winner and special..@bcci @RishabhPant17 pic.twitter.com/1cRmnSw5ZB
— Sourav Ganguly (@SGanguly99) March 5, 2021How good is he? Unbelievable..what a knock under pressure...not the first time and won't be the last time..will be an all time great in all formats in the years to come.keep batting in this aggressive manner .thats why will be match winner and special..@bcci @RishabhPant17 pic.twitter.com/1cRmnSw5ZB
— Sourav Ganguly (@SGanguly99) March 5, 2021
সারাদিন অফিস করার ফাঁকে নিয়মিত টেস্ট ম্যাচে চোখ রেখেছিলেন বোর্ড প্রেসিডেন্ট । ঋষভের প্রশংসার পাশাপাশি নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানালেন ৷ জানিয়ে দিলেন এখন তিনি সম্পূর্ণ সুস্থ ৷ তবে চিকিৎসকের অনুমতি পেলে তবেই মাঠে উপস্থিত হবেন । তাই মোতেরাতে যাওয়ার ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি । তাই টেলি কনফারেন্সে বোর্ডের যাবতীয় কাজ সারছেন ।