ETV Bharat / sports

বয়সের ভুল স্বীকারে শাস্তি নয়, নতুন স্কিম BCCI-র - ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর রাহুল দ্রাবিড়

ভুয়ো শংসাপত্র দিয়ে যাঁরা বয়সের ভুল তথ্য দিয়েছেন, নতুন স্কিমের অধীনে তাঁরা স্বেচ্ছায় তা স্বীকার করলে শাস্তি থেকে ছাড়া পাবেন ৷ এবং তাঁদের বর্তমান বয়স অনুযায়ী বিভাগে খেলা চালিয়ে যেতে পারবেন ৷ অথবা তাঁরা ধরা পড়লে 2 বছরের নির্বাসনে যেতে হবে ৷

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Aug 4, 2020, 12:32 AM IST

মুম্বই, 3 অগাস্ট : ঘরোয়া ক্রিকেটে বয়স ভাঁড়ানো বন্ধ করতে নতুন নীতি আনল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৷ এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভলেন্টারি ডিসকোর্স স্কিম বা VDS ৷ যেসব ক্রিকেটাররা নিজেদের বয়স লুকিয়ে খেলছেন এই স্কিম তাঁদের জন্য ৷

ভুয়ো শংসাপত্র দিয়ে যারা বয়সের ভুল তথ্য দিয়েছেন, নতুন স্কিমের অধীনে তাঁরা স্বেচ্ছায় তা স্বীকার করলে শাস্তি থেকে ছাড়া পাবেন ৷ এবং তাঁদের বর্তমান বয়স অনুযায়ী বিভাগে খেলা চালিয়ে যেতে পারবেন ৷ অথবা ধরা পড়লে 2 বছরের নির্বাসনে যেতে হবে ৷

সোমবার একটি বিবৃতি দিয়ে BCCI জানায়, ‘‘এই স্কিমের অধীনে যারা স্বেচ্ছায় বয়সের হেরফের করার কথা স্বীকার করবে, তাদের সাসপেন্ড করা হবে না ৷ তারা তাদের সঠিক বয়স বিভাগে খেলা চালিয়ে যেতে পারবে ৷ চলতি বছরের 15 সেপ্টেম্বরে মধ্যে BCCI এর বয়স ভেরিফিকেশন বিভাগে চিঠি অথবা ই-মেলের মাধ্যমে তা জানাতে হবে ৷’’

এরপরও যদি কেউ বয়স ভাঁড়িয়ে থাকে, তাহলে তাঁকে 2 বছরের সমস্ত BCCI ও এর রাজ্য সংস্থার সমস্ত ইভেন্ট থেকে নির্বাসন করা হবে ৷ এছাড়া আবাসিক জালিয়াতির জন্যও নতুন গাইডলাইন প্রকাশ করেছে BCCI ৷

আরও পড়ুন :- দখলে একাধিক রেকর্ড, জন্মদিনে সুনীল ছেত্রী

বিবৃতিতে BCCI আরও জানায়, ‘‘যে সমস্ত ক্রিকেটার আবাসিক জালিয়াতি করেছে, তাদের 2 বছরের নির্বাসন দেওয়া হবে ৷ তাদের ক্ষেত্রে VDS স্কিম প্রযোজ্য হবে না ৷ এছাড়া BCCI-এর অনূর্ধ্ব 16 টুর্নামেন্টের জন্য শুধুমাত্র 14-16 বছরের ক্রিকেটাররাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে ৷’’

ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ আমরা সমস্ত বয়স ভিত্তিক টুর্নামেন্টে স্বচ্ছতা আনতে চাই ৷ বয়স ভাঁড়ানো রুখতে BCCI নানা পদক্ষেপ করছে ৷ এবং আগামী মরশুমের জন্য নিয়ম আরও কঠোর করা হবে ৷ যারা নিজেদের দোষ স্বীকার করবে না, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷’’

আরও পড়ুন :- কার্গিল যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়তে কাউন্টির চুক্তি বাতিল করেছিলাম : শোয়েব

ভারতীয় ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর রাহুল দ্রাবিড় ৷ তিনি বলেন, ‘‘ ক্রিকেটের স্বাস্থ্যের জন্য বয়স ভাঁড়ানো একটি ক্ষতিকর বিষয় ৷ অনেক ইয়ংস্টারই বয়স ভাঁড়ানোর জাঁতাকলে পড়ে নিজেদের বয়স ভিত্তিক টুর্নামেন্টে খেলার সুযোগ পান না ৷ এখন BCCI কঠিন পদক্ষেপ করছে ৷ তাই সব ক্রিকেটারের কাছে আমার উপদেশ, এগিয়ে এসে দোষ স্বীকার করে নাও ৷’’

মুম্বই, 3 অগাস্ট : ঘরোয়া ক্রিকেটে বয়স ভাঁড়ানো বন্ধ করতে নতুন নীতি আনল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৷ এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভলেন্টারি ডিসকোর্স স্কিম বা VDS ৷ যেসব ক্রিকেটাররা নিজেদের বয়স লুকিয়ে খেলছেন এই স্কিম তাঁদের জন্য ৷

ভুয়ো শংসাপত্র দিয়ে যারা বয়সের ভুল তথ্য দিয়েছেন, নতুন স্কিমের অধীনে তাঁরা স্বেচ্ছায় তা স্বীকার করলে শাস্তি থেকে ছাড়া পাবেন ৷ এবং তাঁদের বর্তমান বয়স অনুযায়ী বিভাগে খেলা চালিয়ে যেতে পারবেন ৷ অথবা ধরা পড়লে 2 বছরের নির্বাসনে যেতে হবে ৷

সোমবার একটি বিবৃতি দিয়ে BCCI জানায়, ‘‘এই স্কিমের অধীনে যারা স্বেচ্ছায় বয়সের হেরফের করার কথা স্বীকার করবে, তাদের সাসপেন্ড করা হবে না ৷ তারা তাদের সঠিক বয়স বিভাগে খেলা চালিয়ে যেতে পারবে ৷ চলতি বছরের 15 সেপ্টেম্বরে মধ্যে BCCI এর বয়স ভেরিফিকেশন বিভাগে চিঠি অথবা ই-মেলের মাধ্যমে তা জানাতে হবে ৷’’

এরপরও যদি কেউ বয়স ভাঁড়িয়ে থাকে, তাহলে তাঁকে 2 বছরের সমস্ত BCCI ও এর রাজ্য সংস্থার সমস্ত ইভেন্ট থেকে নির্বাসন করা হবে ৷ এছাড়া আবাসিক জালিয়াতির জন্যও নতুন গাইডলাইন প্রকাশ করেছে BCCI ৷

আরও পড়ুন :- দখলে একাধিক রেকর্ড, জন্মদিনে সুনীল ছেত্রী

বিবৃতিতে BCCI আরও জানায়, ‘‘যে সমস্ত ক্রিকেটার আবাসিক জালিয়াতি করেছে, তাদের 2 বছরের নির্বাসন দেওয়া হবে ৷ তাদের ক্ষেত্রে VDS স্কিম প্রযোজ্য হবে না ৷ এছাড়া BCCI-এর অনূর্ধ্ব 16 টুর্নামেন্টের জন্য শুধুমাত্র 14-16 বছরের ক্রিকেটাররাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে ৷’’

ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ আমরা সমস্ত বয়স ভিত্তিক টুর্নামেন্টে স্বচ্ছতা আনতে চাই ৷ বয়স ভাঁড়ানো রুখতে BCCI নানা পদক্ষেপ করছে ৷ এবং আগামী মরশুমের জন্য নিয়ম আরও কঠোর করা হবে ৷ যারা নিজেদের দোষ স্বীকার করবে না, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷’’

আরও পড়ুন :- কার্গিল যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়তে কাউন্টির চুক্তি বাতিল করেছিলাম : শোয়েব

ভারতীয় ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর রাহুল দ্রাবিড় ৷ তিনি বলেন, ‘‘ ক্রিকেটের স্বাস্থ্যের জন্য বয়স ভাঁড়ানো একটি ক্ষতিকর বিষয় ৷ অনেক ইয়ংস্টারই বয়স ভাঁড়ানোর জাঁতাকলে পড়ে নিজেদের বয়স ভিত্তিক টুর্নামেন্টে খেলার সুযোগ পান না ৷ এখন BCCI কঠিন পদক্ষেপ করছে ৷ তাই সব ক্রিকেটারের কাছে আমার উপদেশ, এগিয়ে এসে দোষ স্বীকার করে নাও ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.