ETV Bharat / sports

শামির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেবে না BCCI - Arrest Warrent

আজ মহম্মদ শামি ও তাঁর ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কলকাতার আলিপুর কোর্ট । আদালতের তরফে জানানো হয়েছে, আগামী 15 দিনের মধ্যে শামিকে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানাতে হবে ।

শামি
author img

By

Published : Sep 2, 2019, 11:29 PM IST

মুম্বই, 2 সেপ্টেম্বর : চার্জশিটের কপি হাতে না পেয়ে ভারতীয় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে কোনওকরম ব্যবস্থা নেবে না BCCI । সাফ জানাল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ বর্তমানে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় সফরে রয়েছেন মহম্মদ শামি ৷ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম একাদশেও রয়েছেন ৷

আজ মহম্মদ শামি ও তাঁর ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কলকাতার আলিপুর কোর্ট । আদালতের তরফে জানানো হয়েছে, আগামী 15 দিনের মধ্যে শামিকে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানাতে হবে । এর আগে 29 অগাস্ট শামির বিরুদ্ধে আদালতে সমন জারির আবেদন জানিয়েছিলেন বিবি হাসিন জাহান ।

চলতি বছরের 14 মার্চ ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ ৷ বিবি হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে চার্জশিট দেওয়া হয় ৷ এরপর আদালতের তরফে বেশ কয়েকবার তলব করা হয় মহম্মদ শামি ও তাঁর ভাইকে । কিন্তু আদালতে হাজিরা না দেওয়ায় শামি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে জারি করা হল গ্রেপ্তারি পরোয়ানা ।

মুম্বই, 2 সেপ্টেম্বর : চার্জশিটের কপি হাতে না পেয়ে ভারতীয় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে কোনওকরম ব্যবস্থা নেবে না BCCI । সাফ জানাল ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ বর্তমানে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় সফরে রয়েছেন মহম্মদ শামি ৷ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম একাদশেও রয়েছেন ৷

আজ মহম্মদ শামি ও তাঁর ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কলকাতার আলিপুর কোর্ট । আদালতের তরফে জানানো হয়েছে, আগামী 15 দিনের মধ্যে শামিকে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানাতে হবে । এর আগে 29 অগাস্ট শামির বিরুদ্ধে আদালতে সমন জারির আবেদন জানিয়েছিলেন বিবি হাসিন জাহান ।

চলতি বছরের 14 মার্চ ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে আলিপুর আদালতে চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ ৷ বিবি হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে চার্জশিট দেওয়া হয় ৷ এরপর আদালতের তরফে বেশ কয়েকবার তলব করা হয় মহম্মদ শামি ও তাঁর ভাইকে । কিন্তু আদালতে হাজিরা না দেওয়ায় শামি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে জারি করা হল গ্রেপ্তারি পরোয়ানা ।

Pulwama (J-K), Sep 02 (ANI): It is said that if we love all religions equally then there will be no incidence of conflicts. These words were recently proved right during the funeral of a Kashmiri pandit, Rattan Lal, when his Muslim neighbours gathered at his residence in Murran village of Pulwama to perform his last rites. Around 2000 in number, they not just provided their condolences to the Lal's family but also did all the arrangements of his funeral that too in accordance with Hindu rituals, setting a great example of communal harmony. Besides doing all the arrangements, they even helped the Lal's family in carrying his body to the cremation pyre. One among the few Kashmiri pandit families who decided to stay back during the tumultuous years of nineties when all Pandits were leaving the region, Lal's family seems to have got the reward of their courage. Today all their Muslim neighbors are standing by them at their difficult times, no matter which community they belong to. It's due to the efforts of one family who showed courage at that time when others decided to quit, that we got witness such a beautiful example of love and brotherhood.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.