মুম্বই, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ এমন পরিস্থিতিতে এগিয়ে এল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ BCCI-র তরফে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 51 কোটি টাকা দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
কোরোনা ভাইরাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজোটে লড়াইয়ের ডাক দিয়েছেন । নাগরিক সচেতনতা, চিকিৎসার ক্ষেত্রে দেশের উদ্যোগ সর্বাত্মক চেষ্টায় সর্বস্তরের মানুষ হাত বাড়িয়েছেন । এবার সেই উদ্যোগে যোগ দিল দেশের ক্রিকেট বোর্ড ৷
সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, বোর্ডের পদাধিকারীরা এবং রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা একযোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করার সিদ্ধান্ত নেন । মোট 51 কোটি টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও ব্যক্তিগতভাবে সাহায্য করার কথা জানিয়েছেন । ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তাদের দেওয়া অর্থ এই কঠিন সময়ে ব্যয় করার আর্জি জানিয়েছে । ভারতীয় বোর্ড তাদের অনুমোদিত সংস্থাগুলিকেও সংশ্লিষ্ট রাজ্য সরকারের পাশে থেকে সাহায্য করার নির্দেশ দিয়েছে ।