ETV Bharat / sports

জেতার পর নোংরামি করেছে বাংলাদেশ : প্রিয়ম গর্গ - bangladeshs reaction was dirty after win

প্রথমবার বিশ্বকাপ জয়ের আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নোংরামি করেছে বাংলাদেশ ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালের পর দুই পক্ষের ক্রিকেটারদের হাতাহাতিতে জড়িয়ে পড়ার ঘটনায় এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ ৷

priyam-garg
প্রিয়ম গর্গ
author img

By

Published : Feb 10, 2020, 5:06 PM IST

পোচেস্ট্রুম, 10 ফেব্রয়ারি : ম্যাচ জেতার পর রীতিমতো "নোংরামি" করেছে বাংলাদেশের ক্রিকেটাররা ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালের পর বিতর্কিত ঘটনা সম্পর্কে এই মন্তব্য করলেন ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ ৷

ক্রিকেটে হালকা স্লেজিং, কটূক্তি চললেও হাতাহাতিতে জড়িয়ে পড়ার নজির খুবই কম ৷ কিন্তু ক্রিকেট যে জেন্টেলসম্যান গেম তা অনেক সময় ভুলে যান ক্রিকেটাররা ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালের পর তেমনই হয় ৷ বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ৷ ম্যাচ চলাকালীন ক্রমাগত ভারতীয় ব্যাটসম্যানদের স্লেজিং করে চলেছিল বাংলাদেশি বোলাররা ৷ যশস্বী জয়সওয়ালকে আউট করার পর শরিফুল ইসলাম তাঁকে সেন্ড অফ জানান ৷ মাঝে মধ্যে আম্পায়ারকেও হস্তক্ষেপ করতে হয় ৷ তবে বাংলাদেশ ম্যাচ জেতার পর মাত্রা ছাড়িয়ে যায় ৷ ভারতীয় দলের বক্তব্য, তিন উইকেটে থ্রিলার ম্যাচে হারের পর প্রিয়ম গর্গরা করমর্দন করতে গেলে সামান্য সৌজন্য দেখায়নি বাংলাদেশি ক্রিকেটাররা ৷ উলটে তাঁরা কটূ মন্তব্য করতে থাকে ৷ তা নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি শুরু হয় ৷ ক্রিকেটের মতো খেলায় এমন নজিরবিহীন ঘটনায় হতবাক ক্রিকেট জগত ৷

বিষয়টি নিয়ে ভারত অধিনায়ক প্রিয়ম বলেন, "আমরা স্বাভাবিক ছিলাম ৷ হার-জিত তো খেলারই অংশ ৷ কিন্তু ওরা (বাংলাদেশি ক্রিকেটাররা) নোংরামি শুরু করে ৷ এটা মোটেও হওয়া উচিত ছিল না ৷" দলের ক্রিকেটারদের আচরণে বাংলাদেশের অধিনায়ক আকবর আলি ক্ষমা চেয়েছেন ৷

পোচেস্ট্রুম, 10 ফেব্রয়ারি : ম্যাচ জেতার পর রীতিমতো "নোংরামি" করেছে বাংলাদেশের ক্রিকেটাররা ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালের পর বিতর্কিত ঘটনা সম্পর্কে এই মন্তব্য করলেন ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ ৷

ক্রিকেটে হালকা স্লেজিং, কটূক্তি চললেও হাতাহাতিতে জড়িয়ে পড়ার নজির খুবই কম ৷ কিন্তু ক্রিকেট যে জেন্টেলসম্যান গেম তা অনেক সময় ভুলে যান ক্রিকেটাররা ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালের পর তেমনই হয় ৷ বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ৷ ম্যাচ চলাকালীন ক্রমাগত ভারতীয় ব্যাটসম্যানদের স্লেজিং করে চলেছিল বাংলাদেশি বোলাররা ৷ যশস্বী জয়সওয়ালকে আউট করার পর শরিফুল ইসলাম তাঁকে সেন্ড অফ জানান ৷ মাঝে মধ্যে আম্পায়ারকেও হস্তক্ষেপ করতে হয় ৷ তবে বাংলাদেশ ম্যাচ জেতার পর মাত্রা ছাড়িয়ে যায় ৷ ভারতীয় দলের বক্তব্য, তিন উইকেটে থ্রিলার ম্যাচে হারের পর প্রিয়ম গর্গরা করমর্দন করতে গেলে সামান্য সৌজন্য দেখায়নি বাংলাদেশি ক্রিকেটাররা ৷ উলটে তাঁরা কটূ মন্তব্য করতে থাকে ৷ তা নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি শুরু হয় ৷ ক্রিকেটের মতো খেলায় এমন নজিরবিহীন ঘটনায় হতবাক ক্রিকেট জগত ৷

বিষয়টি নিয়ে ভারত অধিনায়ক প্রিয়ম বলেন, "আমরা স্বাভাবিক ছিলাম ৷ হার-জিত তো খেলারই অংশ ৷ কিন্তু ওরা (বাংলাদেশি ক্রিকেটাররা) নোংরামি শুরু করে ৷ এটা মোটেও হওয়া উচিত ছিল না ৷" দলের ক্রিকেটারদের আচরণে বাংলাদেশের অধিনায়ক আকবর আলি ক্ষমা চেয়েছেন ৷

Nagpur (Maharashtra), Feb 10 (ANI): Dr Anup Marar, Director, Orange City Hospital and Research Center, Nagpur informed that 24-yr-old female lecturer who was set ablaze, died today due to septicemic shock."The patient was declared dead at 6.55am today. The probable cause of death was Septicemic shock. Her body has been handed over to police authorities for postmortem," said Dr Anup Marar. The 24-year-old woman lecturer who was set ablaze near Hinganghat in Wardha district on 3rd February has succumbed to her injuries today.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.