পোচেস্ট্রুম, 10 ফেব্রয়ারি : ম্যাচ জেতার পর রীতিমতো "নোংরামি" করেছে বাংলাদেশের ক্রিকেটাররা ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালের পর বিতর্কিত ঘটনা সম্পর্কে এই মন্তব্য করলেন ভারত অধিনায়ক প্রিয়ম গর্গ ৷
ক্রিকেটে হালকা স্লেজিং, কটূক্তি চললেও হাতাহাতিতে জড়িয়ে পড়ার নজির খুবই কম ৷ কিন্তু ক্রিকেট যে জেন্টেলসম্যান গেম তা অনেক সময় ভুলে যান ক্রিকেটাররা ৷ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালের পর তেমনই হয় ৷ বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ৷ ম্যাচ চলাকালীন ক্রমাগত ভারতীয় ব্যাটসম্যানদের স্লেজিং করে চলেছিল বাংলাদেশি বোলাররা ৷ যশস্বী জয়সওয়ালকে আউট করার পর শরিফুল ইসলাম তাঁকে সেন্ড অফ জানান ৷ মাঝে মধ্যে আম্পায়ারকেও হস্তক্ষেপ করতে হয় ৷ তবে বাংলাদেশ ম্যাচ জেতার পর মাত্রা ছাড়িয়ে যায় ৷ ভারতীয় দলের বক্তব্য, তিন উইকেটে থ্রিলার ম্যাচে হারের পর প্রিয়ম গর্গরা করমর্দন করতে গেলে সামান্য সৌজন্য দেখায়নি বাংলাদেশি ক্রিকেটাররা ৷ উলটে তাঁরা কটূ মন্তব্য করতে থাকে ৷ তা নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি শুরু হয় ৷ ক্রিকেটের মতো খেলায় এমন নজিরবিহীন ঘটনায় হতবাক ক্রিকেট জগত ৷
বিষয়টি নিয়ে ভারত অধিনায়ক প্রিয়ম বলেন, "আমরা স্বাভাবিক ছিলাম ৷ হার-জিত তো খেলারই অংশ ৷ কিন্তু ওরা (বাংলাদেশি ক্রিকেটাররা) নোংরামি শুরু করে ৷ এটা মোটেও হওয়া উচিত ছিল না ৷" দলের ক্রিকেটারদের আচরণে বাংলাদেশের অধিনায়ক আকবর আলি ক্ষমা চেয়েছেন ৷