দিল্লি, 26 জুলাই: দীর্ঘ লকডাউন ৷ গৃহবন্দী মানুষ ৷ এমতবস্থায় কীভাবে দিন কাটাচ্ছেন ক্রীড়াবিদরা ? দিনভর জিমে ওয়ার্কআউট, মাঠে অনুশীলন নিয়ে যারা থাকতেন তারাই বদ্ধ ঘরে আবদ্ধ ৷ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি জানালেন তিনি কীভাবে লকডাউন দিন কাটাচ্ছেন ৷
লকডাউনের সময়ই স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিন ছিল ৷ আর স্ত্রীর জন্মদিনে নিজের হাতেই কেক বানিয়েছেন বিরাট ৷ এটাই তাঁর প্রথম কেকে তৈরির প্রচেষ্টা, সেটাও জানাতে ভোলেননি বিরাট ৷
ভারতীয় ক্রিকট কন্ট্রোল বোর্ড সম্প্রতি একটি ভিডিয়ো টুইট করেছে ৷ সেখানে বিরাট কোহলি ও ময়ঙ্ক আগরওয়ালের কথপোকথন আছে ৷ সেখানে বিরাট বলেন,‘‘ আমি জীবনে প্রথমবার অনুষ্কার জন্মদিনের জন্য কেক বানালাম ৷ তাই এটা আমার কাছে সেরা কোয়ারানটিন গল্প ৷ আমি জীবনে কখনও কেক বানাইনি ৷ কিন্তু প্রথম প্রচেষ্টাতেই আমি সফল হয়েছি ৷ অনুষ্কা আমাকে বলেছে ওর কেকটা দারুন পছন্দ হয়েছে ৷ এটা একটা বিশেষ ব্যাপার ছিল ৷’’
-
From baking for his special someone in the lockdown to revealing the best smoothie makers in the team, @imVkohli answers it all on #OpenNetsWithMayank.
— BCCI (@BCCI) July 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Part 2 of the show coming up soon on https://t.co/Z3MPyesSeZ. Stay tuned 😊😊@mayankcricket pic.twitter.com/IuvdfOST0Y
">From baking for his special someone in the lockdown to revealing the best smoothie makers in the team, @imVkohli answers it all on #OpenNetsWithMayank.
— BCCI (@BCCI) July 26, 2020
Part 2 of the show coming up soon on https://t.co/Z3MPyesSeZ. Stay tuned 😊😊@mayankcricket pic.twitter.com/IuvdfOST0YFrom baking for his special someone in the lockdown to revealing the best smoothie makers in the team, @imVkohli answers it all on #OpenNetsWithMayank.
— BCCI (@BCCI) July 26, 2020
Part 2 of the show coming up soon on https://t.co/Z3MPyesSeZ. Stay tuned 😊😊@mayankcricket pic.twitter.com/IuvdfOST0Y
কোহলিকে লকডাউন থেকে কী শিখলেন জানতে চাওয়া হয় ৷ জবাবে বিরাট বলেন, ‘‘ এই সময়ে আমি বুঝতে পেরেছি জীবনে ফোকাস করা দরকার ৷ ক্রিকেট শুধুমাত্র এর একটা অংশ মাত্র ৷
আরও পড়ুন :- ক্লাবের স্বার্থ বিক্রি করে ইস্টবেঙ্গল ISL খেলবে না : সচিব
কথপোকথনে কোহলি জানান ভারতীয় দলে সেরা প্রোটিন শেক বানান ময়ঙ্ক আগরওয়াল ৷ এছাড়া নভদীপ সাইনিও ভালো প্রোটিন শেক বানান বলে জানান অধিনায়ক ৷ 2014 সাল থেকে এখনও পর্যন্ত টেস্টে 5 হাজার 174 রান করেছেন বিরাট ৷ খেলেছেন 108টি ইনিংস ৷ তাঁর গড় 52.90 ৷
UAE তে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ইন্ডিয়াল প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে ৷ বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন বিরাট ৷ অন্যদিকে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন ময়ঙ্ক আগরওয়াল ৷
বিশ্বজুড়ে কোহলি ও সচিন তেন্ডুলকরের মধ্যে তুলনা চলছেই ৷ অনেকেই বলছেন সচিনের রেকর্ড ভাঙতে পারেন বিরাটই ৷ 100টি শতরান করে ক্রিকেট কেরিয়ারের ইতি টানেন সচিন তেন্ডুলকর ৷ অন্যদিকে ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট মিলিয়ে ইতিমধ্যে 70টি শতরান করা হয়ে গেছে বিরাট কোহলির ৷ বর্তমানে ICC ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে একনম্বর স্থানে আছেন ভারত অধিনায়ক ৷ টেস্টেও তিনি বিশ্বের দুই নম্বর ব্যাটসম্যান ৷