ETV Bharat / sports

করোনা মহামারির জের, দক্ষিণ আফ্রিকা সফর বাতিল অস্ট্রেলিয়ার - সফর বাতিল

দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সে দেশে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ভয়াবহ আকার নেওয়ার কারনেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ৷

australia-pull-out-of-south-africa-cricket-tour-over-coronavirus
কোরোনা মহামারির জের, দক্ষিণ আফ্রিকা সফর বাতিল অস্ট্রেলিয়ার
author img

By

Published : Feb 2, 2021, 8:01 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : করোনা মহামারির কারণে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ৷ ‘অযাচিত ঝুঁকি’ না নেওয়ার কথা জানিয়ে এই সফর বাতিল করার কথা জানিয়েছে তারা ৷ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকাতে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়েছে ৷ যা আরও বেশি ভয়ঙ্কর চেহারা নিয়েছে ৷ গত এক মাসের মধ্যে সে দেশে প্রায় 15 লক্ষ মানুষ করোনার নয়া এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 44 হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ‘‘এটা পরিষ্কার যে, এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়া বর্তমান পরিস্থিতিতে খুবই বিপজ্জনক ৷ বিশেষ করে প্লেয়ার, কোচিং স্টাফ ও অন্যান্য সদস্যদের স্বাস্থ্য় ও সুরক্ষার ক্ষেত্রে খুব বড় ঝুঁকির বিষয় ৷’’ এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী প্রধান নিক হকলে ৷ এই সিদ্ধান্তকে কোনও মতেই হালকাভাবে নিচ্ছেন না নিক ৷ তিনি জানিয়েছেন, ‘‘এই সিদ্ধান্ত কোনও মতেই হালকাভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তাই আমরা খুবই মর্মাহত ৷ বিশেষ করে যখন আন্তর্জাতিক ক্রিকেটকে এই সময় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছি ৷’’

  • Today we informed Cricket South Africa that we believe we have no choice but to postpone the forthcoming Qantas Tour of South Africa due to the coronavirus pandemic. Full statement 👇 pic.twitter.com/mYjqNpkYjp

    — Cricket Australia (@CricketAus) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে স্থগিত

তবে, তা সত্ত্বেও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি বোর্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তাই বায়ো সিকিউরিটি বাবল থাকা সত্ত্বেও, কোনও ঝুঁকির রাস্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া হাঁটতে চাইছে না ৷

কলকাতা, 2 ফেব্রুয়ারি : করোনা মহামারির কারণে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ৷ ‘অযাচিত ঝুঁকি’ না নেওয়ার কথা জানিয়ে এই সফর বাতিল করার কথা জানিয়েছে তারা ৷ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকাতে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়েছে ৷ যা আরও বেশি ভয়ঙ্কর চেহারা নিয়েছে ৷ গত এক মাসের মধ্যে সে দেশে প্রায় 15 লক্ষ মানুষ করোনার নয়া এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 44 হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন ৷

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ‘‘এটা পরিষ্কার যে, এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়া বর্তমান পরিস্থিতিতে খুবই বিপজ্জনক ৷ বিশেষ করে প্লেয়ার, কোচিং স্টাফ ও অন্যান্য সদস্যদের স্বাস্থ্য় ও সুরক্ষার ক্ষেত্রে খুব বড় ঝুঁকির বিষয় ৷’’ এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী প্রধান নিক হকলে ৷ এই সিদ্ধান্তকে কোনও মতেই হালকাভাবে নিচ্ছেন না নিক ৷ তিনি জানিয়েছেন, ‘‘এই সিদ্ধান্ত কোনও মতেই হালকাভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তাই আমরা খুবই মর্মাহত ৷ বিশেষ করে যখন আন্তর্জাতিক ক্রিকেটকে এই সময় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছি ৷’’

  • Today we informed Cricket South Africa that we believe we have no choice but to postpone the forthcoming Qantas Tour of South Africa due to the coronavirus pandemic. Full statement 👇 pic.twitter.com/mYjqNpkYjp

    — Cricket Australia (@CricketAus) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে স্থগিত

তবে, তা সত্ত্বেও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি বোর্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তাই বায়ো সিকিউরিটি বাবল থাকা সত্ত্বেও, কোনও ঝুঁকির রাস্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া হাঁটতে চাইছে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.