কলকাতা, 2 ফেব্রুয়ারি : করোনা মহামারির কারণে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ৷ ‘অযাচিত ঝুঁকি’ না নেওয়ার কথা জানিয়ে এই সফর বাতিল করার কথা জানিয়েছে তারা ৷ প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকাতে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়েছে ৷ যা আরও বেশি ভয়ঙ্কর চেহারা নিয়েছে ৷ গত এক মাসের মধ্যে সে দেশে প্রায় 15 লক্ষ মানুষ করোনার নয়া এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 44 হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন ৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ‘‘এটা পরিষ্কার যে, এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়া বর্তমান পরিস্থিতিতে খুবই বিপজ্জনক ৷ বিশেষ করে প্লেয়ার, কোচিং স্টাফ ও অন্যান্য সদস্যদের স্বাস্থ্য় ও সুরক্ষার ক্ষেত্রে খুব বড় ঝুঁকির বিষয় ৷’’ এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী প্রধান নিক হকলে ৷ এই সিদ্ধান্তকে কোনও মতেই হালকাভাবে নিচ্ছেন না নিক ৷ তিনি জানিয়েছেন, ‘‘এই সিদ্ধান্ত কোনও মতেই হালকাভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তাই আমরা খুবই মর্মাহত ৷ বিশেষ করে যখন আন্তর্জাতিক ক্রিকেটকে এই সময় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছি ৷’’
-
Today we informed Cricket South Africa that we believe we have no choice but to postpone the forthcoming Qantas Tour of South Africa due to the coronavirus pandemic. Full statement 👇 pic.twitter.com/mYjqNpkYjp
— Cricket Australia (@CricketAus) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today we informed Cricket South Africa that we believe we have no choice but to postpone the forthcoming Qantas Tour of South Africa due to the coronavirus pandemic. Full statement 👇 pic.twitter.com/mYjqNpkYjp
— Cricket Australia (@CricketAus) February 2, 2021Today we informed Cricket South Africa that we believe we have no choice but to postpone the forthcoming Qantas Tour of South Africa due to the coronavirus pandemic. Full statement 👇 pic.twitter.com/mYjqNpkYjp
— Cricket Australia (@CricketAus) February 2, 2021
আরও পড়ুন : করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে স্থগিত
তবে, তা সত্ত্বেও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টি বোর্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তাই বায়ো সিকিউরিটি বাবল থাকা সত্ত্বেও, কোনও ঝুঁকির রাস্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া হাঁটতে চাইছে না ৷