ETV Bharat / sports

পাকিস্তানে এশিয়া কাপে অনিশ্চয়তা, বৈঠকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল - এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে

আসন্ন এশিয়া কাপ নিয়ে বৈঠকে বসতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ এবারের এশিয়া কাপের আসর বসার কথা ছিল পাকিস্তানে ৷ কিন্তু পাকিস্তানে খেলতে যেতে নারাজ ভারত ৷

image
এশিয়া কাপ
author img

By

Published : Jan 29, 2020, 12:41 PM IST

দিল্লি, 29 জানুয়রি : চলতি বছরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে ৷ কিন্তু নিজেদের আগের অবস্থান ধরে রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা BCCI জানিয়ে দেয় কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানে খেলতে যাবে না ভারত ৷ এমতাবস্থায় পাকিস্তানে এশিয়া কাপ নিয়ে ঘোর অনিশ্চিয়তা দেখা দেয় ৷

এবার এই ইশুতে নতুন সম্ভাবনা দেখা গেল ৷ সূত্রের খবর, আসন্ন ফ্রেব্রুয়ারি মাসে এই বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ACC ৷ পাকিস্তান এবারের এশিয়া কাপের আয়োজক তাই তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে ৷ পাকিস্তানই ঠিক করবে কোথায় এশিয়া কাপ হবে ৷

আসন্ন টি-20 বিশ্বকাপ মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-20 ফরম্যাটে ৷ ফলে বিশ্বকাপের আগে অনুশীলনের সুযোগ পাবে দলগুলি ৷

দিল্লি, 29 জানুয়রি : চলতি বছরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে ৷ কিন্তু নিজেদের আগের অবস্থান ধরে রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা BCCI জানিয়ে দেয় কেন্দ্র সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানে খেলতে যাবে না ভারত ৷ এমতাবস্থায় পাকিস্তানে এশিয়া কাপ নিয়ে ঘোর অনিশ্চিয়তা দেখা দেয় ৷

এবার এই ইশুতে নতুন সম্ভাবনা দেখা গেল ৷ সূত্রের খবর, আসন্ন ফ্রেব্রুয়ারি মাসে এই বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ACC ৷ পাকিস্তান এবারের এশিয়া কাপের আয়োজক তাই তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে ৷ পাকিস্তানই ঠিক করবে কোথায় এশিয়া কাপ হবে ৷

আসন্ন টি-20 বিশ্বকাপ মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে টি-20 ফরম্যাটে ৷ ফলে বিশ্বকাপের আগে অনুশীলনের সুযোগ পাবে দলগুলি ৷

Patna (Bihar), Jan 29 (ANI): Media manhandled by police at Patna Airport, while Jawaharlal Nehru University (JNU) student Sharjeel Imam was being taken to Delhi on transit remand on January 29. Four media personnel got injured in the incident which also included ANI's cameraperson. Imam was booked for sedition charges by police. Imam sparked controversy with his "cut off Assam from India" remark.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.