ETV Bharat / sports

দলে ফিরতে হলে দিন্দাকে ক্ষমা চাইতে হবে : অরুণ লাল

author img

By

Published : Jan 5, 2020, 12:04 AM IST

নিজের আচরণের জন্য ক্ষমা চাইলে বাংলা দলের দরজা খোলা দিন্দার জন্য ৷ বললেন কোচ অরুণ লাল ৷

bengal vs gujrat
বাংলা বনাম গুজরাত

কলকাতা, 4 জানুয়ারি : অশোক দিন্দা যদি তাঁর আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে বাংলার সাজঘরে তিনি স্বাগত । শনিবার বৃষ্টি বিঘ্নিত বাংলা বনাম গুজরাতের রণজি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে এই কথা বলেন বাংলার কোচ অরুণ লাল ।

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামার 24 ঘণ্টা আগে টিম মিটিং চলাকালীন আকস্মিকভাবে বাংলার বোলিং কোচের প্রতি কটূক্তি করেছিলেন অশোক দিন্দা । সিনিয়র পেসারের অপমানজনক আচরণের প্রতিবাদ করেছিল টিম ম্যানেজমেন্ট । এবং দিন্দাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । তারপর গুজরাত ম্যাচের জন্য দল নির্বাচনী সভায় অশোক দিন্দার নাম বিবেচনা করা হয়নি । CAB যুগ্মসচিব অভিষেক ডালমিয়া জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের মনোভাব জেনে ও পরিস্থিতি বিচার করে দিন্দার নাম বিবেচিত হয়নি ।

শনিবার বৃষ্টি ও আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন অরুণ লাল । তিনি বলেন, অশোক দিন্দা বাংলার ক্রিকেটের কিংবদন্তি । কিন্তু তাঁর উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তাঁর আচরণের জন্যে । নিজের আচরণের জন্যে যদি দিন্দা ক্ষমা প্রার্থনা করেন তাহলে তাঁকে দলে না নেওয়ার কোনও কারণ নেই । তবে এই বিষয়ে টিম ম্যানেজমেন্ট কোনওভাবে ঢুকবে না । পুরো বিষয়টি নির্বাচকদের বিবেচনাধীন ।

শনিবার মধ্যাহ্নভোজের পরে 12টা 55 মিনিটে খেলা শুরু হয়ে দুপুর একটা আটত্রিশ মিনিটে খেলা বন্ধ হয়ে যায় । 103 মিনিটে কুড়ি ওভারের বেশি খেলা হয়নি । টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ । মেঘলা আকাশ, ভেজা আবহাওয়া কাজে লাগিয়ে গুজরাতকে ব্যাকফুটে ঠেলে দেন বাংলার পেসার ঈশান পোড়েল । গুজরাত ওপেনার কাথান ডি প্যাটেলকে মাত্র 12 রানে ফেরত পাঠান । ঈশান পোড়েল ভালো বল করলেও মুকেশ কুমার, আকাশ দীপ পেস বোলিং সহায়ক পরিবেশ কাজে লাগাতে ব্যর্থ । তাঁদের অগোছালো বোলিং গুজরাতকে ধাক্কা সামলাতে সাহায্য করে । আলোর অভাবে খেলা বন্ধ না হওয়া পর্যন্ত গুজরাত এক উইকেট হারিয়ে 46 রান তুলেছে । এই ম্যাচে বাংলা দলে অভিষেক হয়েছে ঋত্বিক রায় চৌধুরির । তাঁর হাতে বাংলার টুপি তুলে দেন কোচ অরুণ লাল ।

দু'দিন খেলা কার্যত না হওয়ায় হতাশ দুই দল । বাংলার কোচ বলেন, চারদিনের মধ্যে দু'দিন নষ্ট হওয়ার পরে ম্যাচের ভাগ্য নির্ধারণ কঠিন হয়ে দাঁড়ায় । তবে বাকি দু'দিন যদি পুরো ওভার খেলা হয় তাহলে অন্তত তিন পয়েন্টের জন্যে ঝাঁপাবেন । রণজি ট্রফির উপরের দিকে জায়গা করতে হলে গুজরাত ম্যাচের সাফল্য দরকার ছিল বলে মনে করেন অরুণ লাল । তবে হাল না ছেড়ে তাঁরা বাকি ম্যাচ থেকে বেশি পরিমাণে পয়েন্ট তোলার চেষ্টা করবেন।

বাংলার পরের ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে। তবে ওই ম্যাচে ঈশান পোড়েলকে পাবে না বাংলা ৷ ভারতীয় এ দলের হয়ে নিউজ়িল্যান্ড সফরে যাচ্ছেন তিনি । এই অবস্থায় বাংলার পেস আক্রমণের হাল ধরতে দিন্দার মতো অভিজ্ঞ ক্রিকেটারের দরকার । কিন্তু দিন্দা কি ক্ষমা চাইবেন? কিংবা বঙ্গ টিম ম্যানেজমেন্ট দিন্দা ইশুতে নমনীয় হবে? দুই দিকের মনোভাবের দিকে তাকিয়ে সবাই।

কলকাতা, 4 জানুয়ারি : অশোক দিন্দা যদি তাঁর আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে বাংলার সাজঘরে তিনি স্বাগত । শনিবার বৃষ্টি বিঘ্নিত বাংলা বনাম গুজরাতের রণজি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে এই কথা বলেন বাংলার কোচ অরুণ লাল ।

অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামার 24 ঘণ্টা আগে টিম মিটিং চলাকালীন আকস্মিকভাবে বাংলার বোলিং কোচের প্রতি কটূক্তি করেছিলেন অশোক দিন্দা । সিনিয়র পেসারের অপমানজনক আচরণের প্রতিবাদ করেছিল টিম ম্যানেজমেন্ট । এবং দিন্দাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । তারপর গুজরাত ম্যাচের জন্য দল নির্বাচনী সভায় অশোক দিন্দার নাম বিবেচনা করা হয়নি । CAB যুগ্মসচিব অভিষেক ডালমিয়া জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের মনোভাব জেনে ও পরিস্থিতি বিচার করে দিন্দার নাম বিবেচিত হয়নি ।

শনিবার বৃষ্টি ও আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন অরুণ লাল । তিনি বলেন, অশোক দিন্দা বাংলার ক্রিকেটের কিংবদন্তি । কিন্তু তাঁর উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তাঁর আচরণের জন্যে । নিজের আচরণের জন্যে যদি দিন্দা ক্ষমা প্রার্থনা করেন তাহলে তাঁকে দলে না নেওয়ার কোনও কারণ নেই । তবে এই বিষয়ে টিম ম্যানেজমেন্ট কোনওভাবে ঢুকবে না । পুরো বিষয়টি নির্বাচকদের বিবেচনাধীন ।

শনিবার মধ্যাহ্নভোজের পরে 12টা 55 মিনিটে খেলা শুরু হয়ে দুপুর একটা আটত্রিশ মিনিটে খেলা বন্ধ হয়ে যায় । 103 মিনিটে কুড়ি ওভারের বেশি খেলা হয়নি । টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ । মেঘলা আকাশ, ভেজা আবহাওয়া কাজে লাগিয়ে গুজরাতকে ব্যাকফুটে ঠেলে দেন বাংলার পেসার ঈশান পোড়েল । গুজরাত ওপেনার কাথান ডি প্যাটেলকে মাত্র 12 রানে ফেরত পাঠান । ঈশান পোড়েল ভালো বল করলেও মুকেশ কুমার, আকাশ দীপ পেস বোলিং সহায়ক পরিবেশ কাজে লাগাতে ব্যর্থ । তাঁদের অগোছালো বোলিং গুজরাতকে ধাক্কা সামলাতে সাহায্য করে । আলোর অভাবে খেলা বন্ধ না হওয়া পর্যন্ত গুজরাত এক উইকেট হারিয়ে 46 রান তুলেছে । এই ম্যাচে বাংলা দলে অভিষেক হয়েছে ঋত্বিক রায় চৌধুরির । তাঁর হাতে বাংলার টুপি তুলে দেন কোচ অরুণ লাল ।

দু'দিন খেলা কার্যত না হওয়ায় হতাশ দুই দল । বাংলার কোচ বলেন, চারদিনের মধ্যে দু'দিন নষ্ট হওয়ার পরে ম্যাচের ভাগ্য নির্ধারণ কঠিন হয়ে দাঁড়ায় । তবে বাকি দু'দিন যদি পুরো ওভার খেলা হয় তাহলে অন্তত তিন পয়েন্টের জন্যে ঝাঁপাবেন । রণজি ট্রফির উপরের দিকে জায়গা করতে হলে গুজরাত ম্যাচের সাফল্য দরকার ছিল বলে মনে করেন অরুণ লাল । তবে হাল না ছেড়ে তাঁরা বাকি ম্যাচ থেকে বেশি পরিমাণে পয়েন্ট তোলার চেষ্টা করবেন।

বাংলার পরের ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে। তবে ওই ম্যাচে ঈশান পোড়েলকে পাবে না বাংলা ৷ ভারতীয় এ দলের হয়ে নিউজ়িল্যান্ড সফরে যাচ্ছেন তিনি । এই অবস্থায় বাংলার পেস আক্রমণের হাল ধরতে দিন্দার মতো অভিজ্ঞ ক্রিকেটারের দরকার । কিন্তু দিন্দা কি ক্ষমা চাইবেন? কিংবা বঙ্গ টিম ম্যানেজমেন্ট দিন্দা ইশুতে নমনীয় হবে? দুই দিকের মনোভাবের দিকে তাকিয়ে সবাই।

Intro:অশোক দিন্দা যদি তার আচরনের জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে বাংলার সাজঘরে তিনি স্বাগত।শনিবার বৃষ্টি বিঘ্নিত বাংলা বনাম গুজরাটের রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে এই কথা বলেছেন অরুনলাল। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে টিম মিটিং চলাকালীন আকস্মিকভাবে বাংলার বোলিং কোচের প্রতি কটুক্তি করেছিলেন অশোক দিন্দা।সিনিয়র পেসারের অপমানজনক আচরনের প্রতিবাদ করেছিল বঙ্গ টিম ম্যানেজমেন্ট।এবং দিন্দাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।তারপর গুজরাট ম্যাচের জন্য দল নির্বাচনী সভায় অশোক দিন্দার নাম বিবেচনা করা হয়নি। সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট এর মনোভাব জেনে ও পরিস্থিতি বিচার করে দিন্দার নাম বিবেচিত হয়নি। শনিবার বৃষ্টি ও আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন অরুনলাল।তিনি জানান অশোক দিন্দা বাংলার ক্রিকেটের কিংবদন্তি।কিন্তু তার ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা তার আচরনের জন্যে।নিজের আচরনের জন্যে যদি দিন্দা ক্ষমা প্রার্থনা করেন তাহলে তাকে দলে না নেওয়ার কোনও কারন নেই।তবে এই বিষয়ে টিম ম্যানেজমেন্ট কোনও ভাবে ঢুকবে না। পুরো বিষয়টি নির্বাচকদের বিবেচনাধীন।গুজরাটের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টি বিঘ্নিত।শনিবার মধ্যাহ্ন ভোজের পরে 12টা55 মিনিটে খেলা শুরু হয়ে দুপুর একটা আটত্রিশ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়।103মিনিটে কুড়ি ওভারের বেশি খেলা হয়নি।টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। মেঘলা আকাশ, ভেজা আবহাওয়া কাজে লাগিয়ে গুজরাটকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন বাংলার পেসার ঈশান পোড়েল।গুজরাট ওপেনার কাথান ডি প্যাটেল কে মাত্র 12রানে ফেরত পাঠান।ঈশান পোড়েল ভালো বল করলেও মুকেশ কুমার, আকাশ দীপ পেস বোলিং সহায়ক পরিবেশ কাজে লাগাতে ব্যর্থ।তাদের অগোছালো বোলিং গুজরাটকে ধাক্কা সামলাতে সাহায্য করে।আলোর অভাবে খেলা বন্ধ না হওয়া পর্যন্ত গুজরাট এক উইকেট হারিয়ে 46রান তুলেছে।এই ম্যাচে বাংলা দলে অভিষেক হল ঋত্বিক রায় চৌধুরীর।তার হাতে বাংলার টুপি তুলে দেন কোচ অরুনলাল।
দুদিন খেলা কার্যত না হওয়ায় দুই দল।বাংলার কোচ অরুনলাল বলেছেন চারদিনের মধ্যে দুদিন নষ্ট হওয়ার পরে ম্যাচের ভাগ্য নির্ধারণ কঠিন হয়ে দাড়ায়।তবে বাকি দুদিন যদি পুরো ওভার খেলা হয় তাহলে অন্তত তিন পয়েন্টের জন্যে ঝাপাবেন।রঞ্জি ট্রফির ওপরের দিকে জায়গা করতে হলে গুজরাট ম্যাচের সাফল্য দরকার ছিল বলে মনে করেন অরুনলাল।তবে হাল না ছেড়ে তারা বাকি ম্যাচ থেকে বেশি পরিমাণে পয়েন্ট তোলার চেষ্টা করবেন।
বাংলার পরের ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে।তবে ওই ম্যাচে ঈশান পোড়েল কে পাবে না ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন তিনি।এই অবস্থায় বাংলার পেস ডিপার্টমেন্টের হাল ধরতে দিন্দার মত অভিঞ্জ ক্রিকেটারের দরকার।কিন্তু দিন্দা কি ক্ষমা চাইবেন?কিংবা বঙ্গ টিম ম্যানেজমেন্ট দিন্দা ইস্যুতে নমনীয় হবেন?দুই দিকের মনোভাবের দিকে তাকিয়ে সবাই।




Body:বাংলা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.