ETV Bharat / sports

IPL-এ বাংলার ক্রিকেটারদের নজরে রাখবেন অরুণ লাল - আইপিএলে বাংলার ক্রিকেটার

IPL-এর ওয়ান লাইনার ডিভাইডেড বাই টিম ইউনাইটেড বাই ক্রিকেট । বাংলার দৃষ্টিকোণে পাঁচ ক্রিকেটারের ওয়ানলাইনার ডিভাইডেড বাই থ্রি টিমস ইউনাইটেড বাই বেঙ্গল ক্রিকেট ।

IplIpl
IplIpl
author img

By

Published : Sep 19, 2020, 10:23 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : এবারের IPL- এ একঝাঁক বাংলার মুখ । মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ । টিভির পর্দায় IPL দেখবেন তো বটেই । তার সঙ্গে বাংলার এই পাঁচ ক্রিকেটার এর দিকে বাড়তি নজর থাকবে বাংলার হেড স্যার অরুণ লালের ।

এবছরের সানরাইজ়ার্স হায়দরাবাদের দলে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা এবং শ্রীবৎস গোস্বামী । কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন মহম্মদ শামি এবং ঈশান পোড়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন শাহবাজ আহমেদ । অরুণ লালের কথায়, “শামি, ঋদ্ধি, ঈশান, শ্রীবৎস, শাহবাজ প্রত্যেকে ভীষণ প্রতিভাবান । শামি, ঋদ্ধি তো ইতিমধ্যে আর্ন্তজাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত । ইশান, শ্রীবৎস, শাহবাজ কতটা সফল হয় সেটা দেখার । সবচেয়ে আগে দেখতে হবে ওদের নিয়ে তাদের দলের টিম ম্যানেজমেন্ট কি ভাবছে ।" বাংলা দলের কোচ আরও বললেন, “IPL একটা চরম পেশাদারিত্বের জায়গা । সেখানে বাংলা কিংবা অন্য কোনও রাজ্যের আবেগ কাজ করে না । চরম ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জগৎ IPL । তুমি যদি পারফরম্যান্স কর তাহলে থাকবে । না হলে ডাগআউট তোমার জন্য ঠিকানা ।"

নিজে খেলোয়াড়ি জীবনে কড়া মানসিকতায় ক্রিকেট খেলেছেন । জীবন যুদ্ধ সামলেছেন একইরকম কঠিন মানসিকতায় । কোরোনা পরিস্থিতির মধ্যেও মানসিকভাবে নিজেকে শক্ত রেখেছেন । নিউ নর্মাল লাইফে ক্রিকেটকে ধরেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাঁর চোখে । তাই আরব্য রজনীতে IPL-এর মোহময়ী পরিবেশে ব্যাট-বলের যুদ্ধ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ।লকডাউনের গুমোট অস্বস্তিকর পরিবেশ সরিয়ে বিশ্বের তাবড় ক্রিকেটাররা তাঁদের পুরানো ছন্দের প্রকাশ ঘটাতে পারেন কি না তা দেখতে চান । একই সঙ্গে দেখতে চান নিউ নর্মালে বাংলার ক্রিকেটাররা কতটা সফল হন ।

IPL-এর ওয়ান লাইনার ডিভাইডেড বাই টিম ইউনাইটেড বাই ক্রিকেট । বাংলার দৃষ্টিকোণে পাঁচ ক্রিকেটারের ওয়ানলাইনার ডিভাইডেড বাই থ্রি টিমস ইউনাইটেড বাই বেঙ্গল ক্রিকেট । এখন প্রশ্ন হল বাংলার পাঁচ ক্রিকেটারের প্রথম একাদশে নিয়মিত জায়গা পাওয়ার সম্ভাবনা কতটা । অরুণ লাল বলেছেন, "এই বিষয়ে বলা কঠিন । বলতে পারি বাংলার ক্রিকেটাররা সকলেই যেকোনও চ্যালেঞ্জ নিতে তৈরি । শামি তার দলের প্রধান বোলার । ওর মানের ক্রিকেটার যেকোনও পরিস্থিতিতে প্রমাণ করার ক্ষমতা ধরে । অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা এখানেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন । তাই শামিকে নতুনভাবে দেখার অপেক্ষায় থাকব ।"

সানরাইজার্স হায়দরাবাদের কোচ ট্রেভর বেইলিস, অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মেন্টর ভিভিএস লক্ষ্মণ । দলে জন বেয়ারস্টোর মত উইকেটকিপার ব্যাটসম্যান রয়েছেন । ফলে প্রথম একাদশে ঋদ্ধিমানের জায়গা পাওয়া কঠিন । সাদা পোশাকের ক্রিকেটে বঙ্গ উইকেটকিপার ম্যানেজমেন্টের অটোমেটিক চয়েস হলেও রঙিন ক্রিকেটে তিনি আস্থা অর্জনে ব্যর্থ । পিঙ্ক বল টেস্ট খেলতে এসে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যা বলেছিলেন তার সারমর্ম হল ঘরোয়া টি টোয়েন্টি কিংবা ওয়ানডে ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করলেই ঋদ্ধিমান ভারতীয় দলের সীমিত ক্রিকেটের দলে নিয়মিত হবেন তা ভাবার কারণ নেই ।কারণ ওর জায়গায় সফল ক্রিকেটার জাতীয় দলে ইতিমধ্যে রয়েছে । হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট ঋদ্ধিমানের ক্রিকেট নৈপুন্য নিয়ে নিশ্চিত । তবে প্রথম একাদশে জন বেয়ারস্টো প্রথম পছন্দ তা বুঝিয়ে দিয়েছেন । শ্রীবৎসকে বাংলা দলে খুব কাছ থেকে দেখেন ভিভিএস লক্ষ্মণ । তিনি বাংলার উইকেটরক্ষকের ক্ষমতা প্রতিভা সম্পর্কে জানেন । তাই ঋদ্ধিমানই যদি দলের দ্বিতীয় পছন্দ হন তাহলে শ্রীবৎসের সম্ভাবনা ক্ষীণ । "ওরা দুজনেই কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে সফল। IPL- এ খেলেছেন । তবুও প্রমাণ করার চ্যালেঞ্জ ওদের সামনে । আগেই বলেছি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওয়ার্ল্ড IPL," জানিয়েছেন অরুণ লাল ।

শাহবাজ আহমেদ এবং ঈশান পোড়েলকে নিয়ে বাংলা দলের কোচ আশাবাদী। আগেও বলেছেন এখনও আবার বলছেন, পোড়েল দেশের সেরা পেসারদের মধ্যে অন্যতম । তাঁর কথায়, "গত মরশুমে পোড়েল দারুণ বল করেছে । পুরো বদলে যাওয়া ক্রিকেটার । IPL এই ইয়ং ট্যালেন্টের জন্য সেরা সুযোগ । শামি সহ একাধিক ভালো পেসারের সঙ্গে নেট করার সুযোগ পাবে । আমার মনে এবারের IPL ঈশানকে নতুনভাবে মেলে ধরতে সাহায্য করবে । আমি ঈশানকে নিয়ে আশাবাদী।"

এবারের IPL স্পিনারদের চ্যালেঞ্জ হতে চলেছে । মরুদেশের গরম, পিচের শুষ্কভাব, বলের শক্তভাব সামলে ব্যাটসম্যানদের আটকে রাখা তাদের আউট করা, স্পিনারদের পরীক্ষা হতে চলেছে । অরুণ লাল বলছেন, "ঈশানের মত শাহবাজের সামনেও এবারের IPL লার্নিং এক্সপিরিয়েন্স হতে চলেছে । বিরাট কোহলির সঙ্গে সাজঘরে কাটানোর সুযোগ শাহবাজকে আরও জাহাবাজ ক্রিকেটারে পরিণত করবে ।" এবারের IPL তাই বাংলার ক্রিকেটারদের সামনে নিজেদের অন্যভাবে মেলে ধরার সুযোগ।

কলকাতা, 19 সেপ্টেম্বর : এবারের IPL- এ একঝাঁক বাংলার মুখ । মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ । টিভির পর্দায় IPL দেখবেন তো বটেই । তার সঙ্গে বাংলার এই পাঁচ ক্রিকেটার এর দিকে বাড়তি নজর থাকবে বাংলার হেড স্যার অরুণ লালের ।

এবছরের সানরাইজ়ার্স হায়দরাবাদের দলে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা এবং শ্রীবৎস গোস্বামী । কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলবেন মহম্মদ শামি এবং ঈশান পোড়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন শাহবাজ আহমেদ । অরুণ লালের কথায়, “শামি, ঋদ্ধি, ঈশান, শ্রীবৎস, শাহবাজ প্রত্যেকে ভীষণ প্রতিভাবান । শামি, ঋদ্ধি তো ইতিমধ্যে আর্ন্তজাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত । ইশান, শ্রীবৎস, শাহবাজ কতটা সফল হয় সেটা দেখার । সবচেয়ে আগে দেখতে হবে ওদের নিয়ে তাদের দলের টিম ম্যানেজমেন্ট কি ভাবছে ।" বাংলা দলের কোচ আরও বললেন, “IPL একটা চরম পেশাদারিত্বের জায়গা । সেখানে বাংলা কিংবা অন্য কোনও রাজ্যের আবেগ কাজ করে না । চরম ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জগৎ IPL । তুমি যদি পারফরম্যান্স কর তাহলে থাকবে । না হলে ডাগআউট তোমার জন্য ঠিকানা ।"

নিজে খেলোয়াড়ি জীবনে কড়া মানসিকতায় ক্রিকেট খেলেছেন । জীবন যুদ্ধ সামলেছেন একইরকম কঠিন মানসিকতায় । কোরোনা পরিস্থিতির মধ্যেও মানসিকভাবে নিজেকে শক্ত রেখেছেন । নিউ নর্মাল লাইফে ক্রিকেটকে ধরেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাঁর চোখে । তাই আরব্য রজনীতে IPL-এর মোহময়ী পরিবেশে ব্যাট-বলের যুদ্ধ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ।লকডাউনের গুমোট অস্বস্তিকর পরিবেশ সরিয়ে বিশ্বের তাবড় ক্রিকেটাররা তাঁদের পুরানো ছন্দের প্রকাশ ঘটাতে পারেন কি না তা দেখতে চান । একই সঙ্গে দেখতে চান নিউ নর্মালে বাংলার ক্রিকেটাররা কতটা সফল হন ।

IPL-এর ওয়ান লাইনার ডিভাইডেড বাই টিম ইউনাইটেড বাই ক্রিকেট । বাংলার দৃষ্টিকোণে পাঁচ ক্রিকেটারের ওয়ানলাইনার ডিভাইডেড বাই থ্রি টিমস ইউনাইটেড বাই বেঙ্গল ক্রিকেট । এখন প্রশ্ন হল বাংলার পাঁচ ক্রিকেটারের প্রথম একাদশে নিয়মিত জায়গা পাওয়ার সম্ভাবনা কতটা । অরুণ লাল বলেছেন, "এই বিষয়ে বলা কঠিন । বলতে পারি বাংলার ক্রিকেটাররা সকলেই যেকোনও চ্যালেঞ্জ নিতে তৈরি । শামি তার দলের প্রধান বোলার । ওর মানের ক্রিকেটার যেকোনও পরিস্থিতিতে প্রমাণ করার ক্ষমতা ধরে । অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা এখানেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন । তাই শামিকে নতুনভাবে দেখার অপেক্ষায় থাকব ।"

সানরাইজার্স হায়দরাবাদের কোচ ট্রেভর বেইলিস, অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মেন্টর ভিভিএস লক্ষ্মণ । দলে জন বেয়ারস্টোর মত উইকেটকিপার ব্যাটসম্যান রয়েছেন । ফলে প্রথম একাদশে ঋদ্ধিমানের জায়গা পাওয়া কঠিন । সাদা পোশাকের ক্রিকেটে বঙ্গ উইকেটকিপার ম্যানেজমেন্টের অটোমেটিক চয়েস হলেও রঙিন ক্রিকেটে তিনি আস্থা অর্জনে ব্যর্থ । পিঙ্ক বল টেস্ট খেলতে এসে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যা বলেছিলেন তার সারমর্ম হল ঘরোয়া টি টোয়েন্টি কিংবা ওয়ানডে ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করলেই ঋদ্ধিমান ভারতীয় দলের সীমিত ক্রিকেটের দলে নিয়মিত হবেন তা ভাবার কারণ নেই ।কারণ ওর জায়গায় সফল ক্রিকেটার জাতীয় দলে ইতিমধ্যে রয়েছে । হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট ঋদ্ধিমানের ক্রিকেট নৈপুন্য নিয়ে নিশ্চিত । তবে প্রথম একাদশে জন বেয়ারস্টো প্রথম পছন্দ তা বুঝিয়ে দিয়েছেন । শ্রীবৎসকে বাংলা দলে খুব কাছ থেকে দেখেন ভিভিএস লক্ষ্মণ । তিনি বাংলার উইকেটরক্ষকের ক্ষমতা প্রতিভা সম্পর্কে জানেন । তাই ঋদ্ধিমানই যদি দলের দ্বিতীয় পছন্দ হন তাহলে শ্রীবৎসের সম্ভাবনা ক্ষীণ । "ওরা দুজনেই কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে সফল। IPL- এ খেলেছেন । তবুও প্রমাণ করার চ্যালেঞ্জ ওদের সামনে । আগেই বলেছি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওয়ার্ল্ড IPL," জানিয়েছেন অরুণ লাল ।

শাহবাজ আহমেদ এবং ঈশান পোড়েলকে নিয়ে বাংলা দলের কোচ আশাবাদী। আগেও বলেছেন এখনও আবার বলছেন, পোড়েল দেশের সেরা পেসারদের মধ্যে অন্যতম । তাঁর কথায়, "গত মরশুমে পোড়েল দারুণ বল করেছে । পুরো বদলে যাওয়া ক্রিকেটার । IPL এই ইয়ং ট্যালেন্টের জন্য সেরা সুযোগ । শামি সহ একাধিক ভালো পেসারের সঙ্গে নেট করার সুযোগ পাবে । আমার মনে এবারের IPL ঈশানকে নতুনভাবে মেলে ধরতে সাহায্য করবে । আমি ঈশানকে নিয়ে আশাবাদী।"

এবারের IPL স্পিনারদের চ্যালেঞ্জ হতে চলেছে । মরুদেশের গরম, পিচের শুষ্কভাব, বলের শক্তভাব সামলে ব্যাটসম্যানদের আটকে রাখা তাদের আউট করা, স্পিনারদের পরীক্ষা হতে চলেছে । অরুণ লাল বলছেন, "ঈশানের মত শাহবাজের সামনেও এবারের IPL লার্নিং এক্সপিরিয়েন্স হতে চলেছে । বিরাট কোহলির সঙ্গে সাজঘরে কাটানোর সুযোগ শাহবাজকে আরও জাহাবাজ ক্রিকেটারে পরিণত করবে ।" এবারের IPL তাই বাংলার ক্রিকেটারদের সামনে নিজেদের অন্যভাবে মেলে ধরার সুযোগ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.