ETV Bharat / sports

অরুণ লালের হাতেই ফের বাংলা দলের দায়িত্ব - CAB

নতুন মরসুমে আরও ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য। কোচ অরুণ লাল তার পরিকল্পনা অনুসারে দল সাজাবেন। জানালেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৷

arun lal
arun lal
author img

By

Published : Jun 1, 2020, 11:07 PM IST

কলকাতা,1 জুন : অরুণ লালের হাতেই ফের বাংলার সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল CAB। সোমবার বঙ্গ ক্রিকেটের হেড কোয়ার্টারে নতুন মরসুমের বিষয়ে আলোচনায় বসেছিলেন CAB-র কর্তারা। বৈঠকে ছিলেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, দুই সচিব স্নেহাশীষ গাঙ্গুলি এবং দেবব্রত দাস। বৈঠকে ছিলেন অরুণ লাল।

গত মরসুমে অরুণ লালের প্রশিক্ষণাধীনে বাংলা রানার্স হয়েছিল। মরসুম জুড়ে বাংলা দলের দাপুটে ক্রিকেটের সামনে শক্তিশালী প্রতিপক্ষরা হার মানতে বাধ্য হয়েছিল। এদিনে বৈঠকে অরুণ লালকে ফের কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি বোলিং কোচ হিসেবে নাম ঘোষণা করা হয় রনদেব বসু এবং স্পিনারদের কোচ হিসেবে উৎপল চ্যাটার্জি দায়িত্ব সামলাবেন বলেও ঘোষণা করা হয় ।

লকডাউনের ফলে এখন ক্রিকেট বন্ধ। এই অবস্থায় কোরোনা পরবর্তী সময়ে ক্রিকেটে অনেক বদল আসছে। বিশেষ করে বলে লালা এবং ঘামের ব্যবহার করা যাবে না। ফলে নতুনভাবে সবকিছুতে অভ্যস্ত হতে হবে। প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ CAB, এবার উইকেটকিপারদের জন্য ক্লিনিক করবে। এই কাজের জন্য দীপ দাশগুপ্তকে বলা হবে। সাত থেকে দশ দিনের জন্য স্পিনারদের জন্য শিবির করা হবে। পাশাপাশি ফিটনেসের ওপর বাড়তি গুরুত্বের কথাও এই বৈঠকে বলা হয়েছে।

ব্যাটিং শক্তি বাড়ানোর পাশাপাশি বোলারদের ব্যাটিং নৈপুণ্য বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। আলোচনার পরে CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, "বিশদে বাংলা দলের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। নতুন মরসুমে আরও ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য। কোচ অরুণ লাল তার পরিকল্পনা অনুসারে দল সাজাবেন। তবে অনুশীলন কবে থেকে শুরু হবে তা ঠিক করা হয়নি।"

কলকাতা,1 জুন : অরুণ লালের হাতেই ফের বাংলার সিনিয়র ক্রিকেট দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল CAB। সোমবার বঙ্গ ক্রিকেটের হেড কোয়ার্টারে নতুন মরসুমের বিষয়ে আলোচনায় বসেছিলেন CAB-র কর্তারা। বৈঠকে ছিলেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, দুই সচিব স্নেহাশীষ গাঙ্গুলি এবং দেবব্রত দাস। বৈঠকে ছিলেন অরুণ লাল।

গত মরসুমে অরুণ লালের প্রশিক্ষণাধীনে বাংলা রানার্স হয়েছিল। মরসুম জুড়ে বাংলা দলের দাপুটে ক্রিকেটের সামনে শক্তিশালী প্রতিপক্ষরা হার মানতে বাধ্য হয়েছিল। এদিনে বৈঠকে অরুণ লালকে ফের কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি বোলিং কোচ হিসেবে নাম ঘোষণা করা হয় রনদেব বসু এবং স্পিনারদের কোচ হিসেবে উৎপল চ্যাটার্জি দায়িত্ব সামলাবেন বলেও ঘোষণা করা হয় ।

লকডাউনের ফলে এখন ক্রিকেট বন্ধ। এই অবস্থায় কোরোনা পরবর্তী সময়ে ক্রিকেটে অনেক বদল আসছে। বিশেষ করে বলে লালা এবং ঘামের ব্যবহার করা যাবে না। ফলে নতুনভাবে সবকিছুতে অভ্যস্ত হতে হবে। প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ CAB, এবার উইকেটকিপারদের জন্য ক্লিনিক করবে। এই কাজের জন্য দীপ দাশগুপ্তকে বলা হবে। সাত থেকে দশ দিনের জন্য স্পিনারদের জন্য শিবির করা হবে। পাশাপাশি ফিটনেসের ওপর বাড়তি গুরুত্বের কথাও এই বৈঠকে বলা হয়েছে।

ব্যাটিং শক্তি বাড়ানোর পাশাপাশি বোলারদের ব্যাটিং নৈপুণ্য বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। আলোচনার পরে CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, "বিশদে বাংলা দলের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। নতুন মরসুমে আরও ভালো পারফরম্যান্স করাই লক্ষ্য। কোচ অরুণ লাল তার পরিকল্পনা অনুসারে দল সাজাবেন। তবে অনুশীলন কবে থেকে শুরু হবে তা ঠিক করা হয়নি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.