ETV Bharat / sports

থুতনিতে 20টি সেলাই, ডোনাল্ডের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন আক্রম ! - পাক পেসার ওয়াসিম আক্রম

1989 সালের সেই ম্যাচ নিয়ে আক্রম জানান, সেই ম্যাচে ডোনাল্ডের বলে তাঁর থুতনি ফেটে যায় । 20টি সেলাই পড়ে । তিনি ঠিক করেন, এর প্রতিশোধ নেবেন ।

থুতনিতে 20টি সেলাই, প্রোটিয়া পেসারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন আক্রম
থুতনিতে 20টি সেলাই, প্রোটিয়া পেসারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন আক্রম
author img

By

Published : Jun 9, 2020, 1:55 PM IST

লাহোর, 9 জুন : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডের বাউন্সারের আঘাতে থুতনিতে 20টি সেলাই পড়েছিল ৷ সেই কারণে তাঁর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন ওয়াসিম আক্রম ৷ এই তথ্য সামনে আনলেন পাকিস্তানের এই প্রাক্তন বোলার ।

ক্রিকেট ইতিহাসে আক্রম এবং ডোনাল্ড উভয়কেই অন্যতম সেরা পেসার হিসেবে গণ্য করা হয় ৷ আক্রম যখন সুইংয়ের দিকে মনোনিবেশ করেছিলেন তখন বিপক্ষকে উৎখাতে নিজের বলের গতিকে কাজে লাগাতেন ডোনাল্ড ৷ 1989 সালের ঘটনা প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলেছেন, "150 কিমি প্রতি ঘণ্টায় ডোনাল্ড বল করত ৷ তখন আমি একেবারে নতুন ৷ ওর একটি শর্ট ডেলিভারি পুল করতে গেছিলাম ৷ কিন্তু ব্যাটের কানায় লেগে আমার থুতনিতেই এসে আঘাত করে বলটি ৷ থুতনির নিচে 20টি সেলাই পড়েছিল ৷"

এরপরই প্রোটিয়া পেসারের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন আক্রম ৷ তিনি জানান,, "এমনিতেই বোলারদের মনে প্রতিশোধ নেওয়ার প্রবণতা থাকে ৷ আমি তো ভেবেই নিয়েছিলাম একে কিছুতেই ছাড়ব না ৷ মুখের ভেতরে 10টি সেলাই আর বাইরে 10টি সেলাই পড়েছিল ৷ আমাকে কয়েকটা দিন বিশ্রাম নিতে বলা হয়েছিল ৷ কিন্তু আমি বল করতে নেমে পড়েছিলাম ৷ আমরা ম্যাচটা জিতেও গিয়েছিলাম ৷ কিন্তু ডোনাল্ড আমার ভয়ে ব্যাট করতে নামেনি ৷"

আক্রম ও ডোনাল্ড দু'জনেরই আন্তর্জাতিক কেরিয়ার বেশ উল্লেখযোগ্য ৷ কিন্তু অ্যালান ডোনাল্ডের চেয়ে ওয়াসিম আক্রম বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৷

লাহোর, 9 জুন : দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডের বাউন্সারের আঘাতে থুতনিতে 20টি সেলাই পড়েছিল ৷ সেই কারণে তাঁর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন ওয়াসিম আক্রম ৷ এই তথ্য সামনে আনলেন পাকিস্তানের এই প্রাক্তন বোলার ।

ক্রিকেট ইতিহাসে আক্রম এবং ডোনাল্ড উভয়কেই অন্যতম সেরা পেসার হিসেবে গণ্য করা হয় ৷ আক্রম যখন সুইংয়ের দিকে মনোনিবেশ করেছিলেন তখন বিপক্ষকে উৎখাতে নিজের বলের গতিকে কাজে লাগাতেন ডোনাল্ড ৷ 1989 সালের ঘটনা প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলেছেন, "150 কিমি প্রতি ঘণ্টায় ডোনাল্ড বল করত ৷ তখন আমি একেবারে নতুন ৷ ওর একটি শর্ট ডেলিভারি পুল করতে গেছিলাম ৷ কিন্তু ব্যাটের কানায় লেগে আমার থুতনিতেই এসে আঘাত করে বলটি ৷ থুতনির নিচে 20টি সেলাই পড়েছিল ৷"

এরপরই প্রোটিয়া পেসারের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন আক্রম ৷ তিনি জানান,, "এমনিতেই বোলারদের মনে প্রতিশোধ নেওয়ার প্রবণতা থাকে ৷ আমি তো ভেবেই নিয়েছিলাম একে কিছুতেই ছাড়ব না ৷ মুখের ভেতরে 10টি সেলাই আর বাইরে 10টি সেলাই পড়েছিল ৷ আমাকে কয়েকটা দিন বিশ্রাম নিতে বলা হয়েছিল ৷ কিন্তু আমি বল করতে নেমে পড়েছিলাম ৷ আমরা ম্যাচটা জিতেও গিয়েছিলাম ৷ কিন্তু ডোনাল্ড আমার ভয়ে ব্যাট করতে নামেনি ৷"

আক্রম ও ডোনাল্ড দু'জনেরই আন্তর্জাতিক কেরিয়ার বেশ উল্লেখযোগ্য ৷ কিন্তু অ্যালান ডোনাল্ডের চেয়ে ওয়াসিম আক্রম বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.