ETV Bharat / sports

শাহরুখের পর সলমনের পরিবার, লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনলেন সোহেল খান - শ্রীলঙ্কার টি-20 স্পেশালিস্ট কুশল মেন্ডিস

ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপের CEO মিস্টার অনিল খান বলেন, ‘‘বলিউড তারকা সোহেল খানকে সঙ্গে নিয়ে আমরা IPL-কে বিশ্বমানের টুর্নামেন্ট করতে চাই ৷ সোহেলের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা সবাই জানেন ৷ সোহেল শুধুমাত্র লিগে গ্ল্যামার যোগ করবে তাই নয় ও ক্রিকেটের প্রতিও খুব আবেগপ্রবণ ৷"

সলমন খান
সলমন খান
author img

By

Published : Oct 21, 2020, 5:16 PM IST

কলম্বো, 21 অক্টোবর : লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনলেন সলমন খানের ভাই সোহেল খান ৷ ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজ়ির মালিকানা সত্ব কিনলেন তিনি ৷ 21 নভেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত পাল্লেকেলে ও হামবানতোতায় অনুষ্ঠিত হবে এই লিগ ৷

সোমবারের নিলামে ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিস গেইল ও কুশল পেরেরাকে দলে নিয়েছে ৷ এছাড়া শ্রীলঙ্কার টি-20 স্পেশালিস্ট কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ ও ইংল্যান্ডের ডানহাতি ফাস্ট বোলার লাইম প্লাংকিটও ক্যান্ডি দলে আছেন ৷ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক হাসান তিলকরত্নে দলের কোচিং স্টাফে আছেন ৷

সোহেল খান
সোহেল খান

সোহেল খান বলেন, ‘‘লঙ্কা প্রিমিয়ার লিগের প্রচুর সম্ভবনা আছে ৷ এর অংশ হতে পেরে খুব আনন্দিত ৷ শ্রীলঙ্কার সমর্থকরা ক্রিকেটের প্রতি খুবই আবেগপ্রবণ ৷ এবং আমি নিশ্চিত তাঁরা দলকে সমর্থন করার জন্য এগিয়ে আসবেন ৷ ইউনিভার্সাল বস ক্রিস গেইল তো আছেই ৷ তবে শুধু ক্রিস একা নয় আমাদের ভালো দল আছে ৷ তারুণ্য ও অভিজ্ঞতার মিশলে আমাদের দলের বৈচিত্র খুব ভালো ৷ আমি চাই আমার দল ফাইনাল খেলুক ৷ ’’

ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপের CEO মিস্টার অনিল খান বলেন, ‘‘বলিউড তারকা সোহেল খানকে সঙ্গে নিয়ে আমরা IPL-কে বিশ্বমানের টুর্নামেন্ট করতে চাই ৷ সোহেলের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা সবাই জানেন ৷ সোহেল শুধুমাত্র লিগে গ্ল্যামার যোগ করবে তাই নয় ও ক্রিকেটের প্রতিও খুব আবেগপ্রবণ ৷ আমরা ওর থেকে ভালো পার্টনার পেতাম না ৷ ’’

কলম্বো, 21 অক্টোবর : লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনলেন সলমন খানের ভাই সোহেল খান ৷ ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজ়ির মালিকানা সত্ব কিনলেন তিনি ৷ 21 নভেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত পাল্লেকেলে ও হামবানতোতায় অনুষ্ঠিত হবে এই লিগ ৷

সোমবারের নিলামে ক্যান্ডি ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিস গেইল ও কুশল পেরেরাকে দলে নিয়েছে ৷ এছাড়া শ্রীলঙ্কার টি-20 স্পেশালিস্ট কুশল মেন্ডিস, নুয়ান প্রদীপ ও ইংল্যান্ডের ডানহাতি ফাস্ট বোলার লাইম প্লাংকিটও ক্যান্ডি দলে আছেন ৷ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক হাসান তিলকরত্নে দলের কোচিং স্টাফে আছেন ৷

সোহেল খান
সোহেল খান

সোহেল খান বলেন, ‘‘লঙ্কা প্রিমিয়ার লিগের প্রচুর সম্ভবনা আছে ৷ এর অংশ হতে পেরে খুব আনন্দিত ৷ শ্রীলঙ্কার সমর্থকরা ক্রিকেটের প্রতি খুবই আবেগপ্রবণ ৷ এবং আমি নিশ্চিত তাঁরা দলকে সমর্থন করার জন্য এগিয়ে আসবেন ৷ ইউনিভার্সাল বস ক্রিস গেইল তো আছেই ৷ তবে শুধু ক্রিস একা নয় আমাদের ভালো দল আছে ৷ তারুণ্য ও অভিজ্ঞতার মিশলে আমাদের দলের বৈচিত্র খুব ভালো ৷ আমি চাই আমার দল ফাইনাল খেলুক ৷ ’’

ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপের CEO মিস্টার অনিল খান বলেন, ‘‘বলিউড তারকা সোহেল খানকে সঙ্গে নিয়ে আমরা IPL-কে বিশ্বমানের টুর্নামেন্ট করতে চাই ৷ সোহেলের ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা সবাই জানেন ৷ সোহেল শুধুমাত্র লিগে গ্ল্যামার যোগ করবে তাই নয় ও ক্রিকেটের প্রতিও খুব আবেগপ্রবণ ৷ আমরা ওর থেকে ভালো পার্টনার পেতাম না ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.