কলকাতা, 25 এপ্রিল: পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে । এই কোরোনা বিদ্ধ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে তাই মুসলিম বেশে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি । মনোজের এই অভিনব শুভেচ্ছা জানানোর পদ্ধতি অনেকের ভাল লাগলেও সেই সংখ্যাটা কম । বরং এই কায়দাকে বেশিরভাগ মানুষই বাঁকা চোখে দেখলেন । আর তার জেরেই সোশাল মিডিয়ায় চরম বিদ্রুপের শিকার হয়েছিলেন । শনিবার সেই সমালোচকদের পাল্টা জবাব দিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক ।
শেরওয়ানি ও মাথায় টুপি পরে আল্লার কাছে দোয়া চাওয়ার ভঙ্গিতে একটি ছবি দিয়ে রমজানের শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ । তা দেখে একের পর এক বিদ্রুপজনক মন্তব্যে ভরে যায় বাংলার ক্রিকেটারের কমেন্ট বক্স । একজন লেখেন, "যতই দোয়া করো, IPL-এ এবারও তোমাকে কেউ কিনবে না ।" কেউ কেউ তো রাজনীতির প্রসঙ্গও টেনে আনেন । এরপরই শনিবার আরও কয়েকটি ছবি টুইট করে পাল্টা জবাব দেন মনোজ ।
দেখা যাচ্ছে সেই টুইটে শুধু মুসলিম নয় একসময় ভারতীয় দলে প্রতিনিধিত্ব করা মনোজ তিওয়ারি বিভিন্ন ধর্মের পোশাকে ধরা দিয়েছেন । সঙ্গে ক্যাপশনে একটি হিন্দি কবিতার কয়েকটি লাইন । যার তর্জমা করলে দাঁড়ায়, "হিন্দু-মুসলিম ভেদাভেদ ছেড়ে দরিদ্রদের দিকে তাকাও । তাহলেই বুঝবে তুমি কোথায় এখনও আটকে রয়েছ । হিন্দু-মুসলিমের মধ্যে সমস্যা তৈরি করাকে তোমরা দেশভক্তি মনে করলে তুমি নিশ্চিত পথ হারিয়ে ফেলেছ ।"
-
छोड़ कर ये हिन्दू मुस्लिम,
— MANOJ TIWARY (@tiwarymanoj) April 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ग़रीबी भी देखलो,
कहा तुम अब तक अटके हुए हौ !!
हिंदू , मुस्लिम को लड़ाने को तुम,
देशभक्ति कहते हो,
शायद तुम कहि भटकें हुए हो !!
Respect every Religion
If u r a human being
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/BkIDkJiUsk
">छोड़ कर ये हिन्दू मुस्लिम,
— MANOJ TIWARY (@tiwarymanoj) April 25, 2020
ग़रीबी भी देखलो,
कहा तुम अब तक अटके हुए हौ !!
हिंदू , मुस्लिम को लड़ाने को तुम,
देशभक्ति कहते हो,
शायद तुम कहि भटकें हुए हो !!
Respect every Religion
If u r a human being
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/BkIDkJiUskछोड़ कर ये हिन्दू मुस्लिम,
— MANOJ TIWARY (@tiwarymanoj) April 25, 2020
ग़रीबी भी देखलो,
कहा तुम अब तक अटके हुए हौ !!
हिंदू , मुस्लिम को लड़ाने को तुम,
देशभक्ति कहते हो,
शायद तुम कहि भटकें हुए हो !!
Respect every Religion
If u r a human being
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/BkIDkJiUsk
একদম শেষে বাংলার এই ক্রিকেটার লেখেন, যদি তুমি প্রকৃত মানুষ হও তবে সব ধর্মকে সম্মান করতে শেখো ।