ETV Bharat / sports

কোরোনা আক্রান্ত পাকিস্তান ক্রিকেট দলের 8 সদস্য

14 দিনের আইসোলশনে থাকার তৃতীয় ও ষষ্ঠ দিনে ক্রিকেটার ও স্টাফেদের কোরোনা পরীক্ষা করা হয় ৷ পাকিস্তান দলের প্রত্যেক সদস্যকে প্রথম তিনদিন নিজেদের হোটেল রুমে থাকার নির্দেশ দেওয়া ছিল ৷

পাকিস্তান ক্রিকেট বোর্ড
পাকিস্তান ক্রিকেট বোর্ড
author img

By

Published : Dec 2, 2020, 12:14 PM IST

ওয়েলিংটন (নিউজ়িল্যান্ড), 2 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত নিউজ়িল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের 8 সদস্য ৷ আগেই 7 জন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ আজ আরও একজনের কোরোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে ৷

কোরোনার সংক্রমণ নিয়ে নিউজ়িল্যান্ড স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই খবর নিশ্চিত করা হয় ৷ নিউজ়িল্যান্ড সফরের জন্য 53 জনের দল পাঠায় পাকিস্তান ৷ গত সপ্তাহে নিউজ়িল্যান্ডে পৌঁছায় দল ৷ তখনই 6 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ কয়েকদিন পরই আরও একজনের কোরোনা আক্রান্ত হওয়ার কথা সামনে আসে ৷ আজ দলের অষ্টম সদস্য কোরোনায় আক্রান্ত হলেন ৷

14 দিনের আইসোলশনে থাকার তৃতীয় ও ষষ্ঠ দিনে ক্রিকেটার ও স্টাফেদের কোরোনা পরীক্ষা করা হয় ৷ পাকিস্তান দলের প্রত্যেক সদস্যকে প্রথম তিনদিন নিজেদের হোটেল রুমে থাকার নির্দেশ দেওয়া ছিল ৷ কিন্তু হোটেলের CCTV-তে দেখা যায় করিডোরে সবাই একসঙ্গে আড্ডায় মেতেছেন ৷ খাবারও ভাগাভাগি করে খেতে দেখা যায় তাঁদের ৷ তারপর তাঁদের ট্রেনিংয়ের ছাড়পত্র দেয়নি নিউজ়িল্যান্ড সরকার ৷ তাঁদের সতর্কও করা হয় ৷ আর একবার কোরোনা প্রটোকল ভাঙলে নিউজ়িল্যান্ড থেকে বহিষ্কারের নির্দেশও দেওয়া হয় পাকিস্তান ক্রিকেট দলকে ৷

ওয়েলিংটন (নিউজ়িল্যান্ড), 2 ডিসেম্বর : কোরোনায় আক্রান্ত নিউজ়িল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান ক্রিকেট দলের 8 সদস্য ৷ আগেই 7 জন কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ আজ আরও একজনের কোরোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে ৷

কোরোনার সংক্রমণ নিয়ে নিউজ়িল্যান্ড স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই খবর নিশ্চিত করা হয় ৷ নিউজ়িল্যান্ড সফরের জন্য 53 জনের দল পাঠায় পাকিস্তান ৷ গত সপ্তাহে নিউজ়িল্যান্ডে পৌঁছায় দল ৷ তখনই 6 জনের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ৷ কয়েকদিন পরই আরও একজনের কোরোনা আক্রান্ত হওয়ার কথা সামনে আসে ৷ আজ দলের অষ্টম সদস্য কোরোনায় আক্রান্ত হলেন ৷

14 দিনের আইসোলশনে থাকার তৃতীয় ও ষষ্ঠ দিনে ক্রিকেটার ও স্টাফেদের কোরোনা পরীক্ষা করা হয় ৷ পাকিস্তান দলের প্রত্যেক সদস্যকে প্রথম তিনদিন নিজেদের হোটেল রুমে থাকার নির্দেশ দেওয়া ছিল ৷ কিন্তু হোটেলের CCTV-তে দেখা যায় করিডোরে সবাই একসঙ্গে আড্ডায় মেতেছেন ৷ খাবারও ভাগাভাগি করে খেতে দেখা যায় তাঁদের ৷ তারপর তাঁদের ট্রেনিংয়ের ছাড়পত্র দেয়নি নিউজ়িল্যান্ড সরকার ৷ তাঁদের সতর্কও করা হয় ৷ আর একবার কোরোনা প্রটোকল ভাঙলে নিউজ়িল্যান্ড থেকে বহিষ্কারের নির্দেশও দেওয়া হয় পাকিস্তান ক্রিকেট দলকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.