ETV Bharat / sports

বৃষ্টিতে ভেস্তে গেল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় তৃতীয় টেস্টের চতুর্থ দিন - ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ়

প্রথম টেস্ট জিতে আশা জাগিয়েছিল জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ় ৷ ম্যাঞ্চেস্টারে প্রথম ম্যাচে দলে ফিরেই রাশ হাতে নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৷ দুরন্ত ফর্মে ফের পাওয়া যায় অলরাউন্ডার বেন স্টোকসকে ৷

image
ইংল্যান্ড
author img

By

Published : Jul 28, 2020, 1:45 AM IST

ম্যাঞ্চেস্টার, 27 জুলাই : বৃষ্টিতে ভেস্তে গেল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় তৃতীয় টেস্টের চতুর্থ দিন । 399 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ইতিমধ্যে 2 উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা ৷

প্রথম টেস্ট জিতে আশা জাগিয়েছিল জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ় ৷ ইংল্যান্ডের মতো দলকে ব্যাটে বলে পর্যাদুস্ত করেছিল ক্যারিবিয়ানরা ৷ ম্যাঞ্চেস্টারে প্রথম ম্যাচে দলে ফিরেই রাশ হাতে নেন অধিনায়ক জো রুট ৷ দুরন্ত ফর্মে ফের পাওয়া যায় অলরাউন্ডার বেন স্টোকসকে ৷

আরও পড়ুন :-কারও পরিচয় জিমে, কারও বা ট্রেনে ; এখন জীবনসঙ্গী এই খেলোয়াড়রা

সিরিজ়ের তৃতীয় তথা শেষ টেস্টেও দেখা গেল পরিচিত ইংল্যান্ডকে ৷ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করছেন ব্রিটিশ ক্রিকেটাররা ৷ তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজ়কে 400 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল স্টোকস, রুটরা ৷ ফের বল হাতে দুরন্ত স্ট্রুয়ার্ট ব্রড ৷

তবে ইংল্যান্ড আশাবাদী ৷ পঞ্চমদিনে পরিষ্কার হবে আকাশ ৷ ক্যারিবিয়ানদের বাকি থাকা আটটি উইকেট দ্রুত তুলে নিয়ে জয় ছিনিয়ে নিতে পারবে তারা ৷ তবে বর্তমানে টেস্টের যা পরিস্থিতি তাতে ইংল্যান্ডের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলাই যায় ৷ তবে সহায়ক হতে হবে আবহাওয়া ৷

ম্যাঞ্চেস্টার, 27 জুলাই : বৃষ্টিতে ভেস্তে গেল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় তৃতীয় টেস্টের চতুর্থ দিন । 399 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ইতিমধ্যে 2 উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা ৷

প্রথম টেস্ট জিতে আশা জাগিয়েছিল জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ় ৷ ইংল্যান্ডের মতো দলকে ব্যাটে বলে পর্যাদুস্ত করেছিল ক্যারিবিয়ানরা ৷ ম্যাঞ্চেস্টারে প্রথম ম্যাচে দলে ফিরেই রাশ হাতে নেন অধিনায়ক জো রুট ৷ দুরন্ত ফর্মে ফের পাওয়া যায় অলরাউন্ডার বেন স্টোকসকে ৷

আরও পড়ুন :-কারও পরিচয় জিমে, কারও বা ট্রেনে ; এখন জীবনসঙ্গী এই খেলোয়াড়রা

সিরিজ়ের তৃতীয় তথা শেষ টেস্টেও দেখা গেল পরিচিত ইংল্যান্ডকে ৷ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করছেন ব্রিটিশ ক্রিকেটাররা ৷ তৃতীয় দিনেই ওয়েস্ট ইন্ডিজ়কে 400 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল স্টোকস, রুটরা ৷ ফের বল হাতে দুরন্ত স্ট্রুয়ার্ট ব্রড ৷

তবে ইংল্যান্ড আশাবাদী ৷ পঞ্চমদিনে পরিষ্কার হবে আকাশ ৷ ক্যারিবিয়ানদের বাকি থাকা আটটি উইকেট দ্রুত তুলে নিয়ে জয় ছিনিয়ে নিতে পারবে তারা ৷ তবে বর্তমানে টেস্টের যা পরিস্থিতি তাতে ইংল্যান্ডের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা বলাই যায় ৷ তবে সহায়ক হতে হবে আবহাওয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.