দিল্লি, 14 জুন: 2007 বিশ্বকাপকে কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় বলে বর্ণনা করলেন হরভজন সিং ৷ সেইবছর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে ৷ তাই 2007 বিশ্বকাপকে কেরিয়ারের খারাপ সময় বলেছেন ভাজ্জি ৷
প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়ার সঙ্গে অনলাইনে কথোপকথন চলছিল হরভজনের ৷ সেইসময়ই কেরিয়ারের খারাপ সময়ের কথা উল্লেখ করেছেন টার্বুনেটর ৷ তাঁর কথায়, "গ্রেগ চ্যাপেল তখন আমাদের কোচ হয়ে এসেছিলেন ৷ পুরো টিমটাকে উনি শেষ করে দিয়েছিলেন ৷ ওঁর কী উদ্দেশ্য় ছিল তা কেউ জানেন না ৷ দুর্দান্ত একটি দলকে কীভাবে শেষ করে দিতে হয় তা উনি ভালো করেই জানেন ৷ দলের সঙ্গে যখন যা চেয়েছেন তাই করেছেন ৷"
গুরু গ্রেগের উপর খাপ্পা ভারতীয় স্পিনার আরও বলেছেন, "2007 সালের বিশ্বকাপ আমার কেরিয়ারের সর্বনিম্ন পয়েন্ট ৷ খুব কঠিন সময় কাটিয়েছি আমরা ৷ ভারতীয় ক্রিকেটে তখন ভুলভাল লোকের প্রবেশ ঘটেছিল ৷" 2007 সালের ভারতীয় টিম শক্তিশালী হলেও দলের পরিবেশের কারণে ব্যর্থতা সঙ্গী হয়েছিল ৷ এমনটাই মনে করেন তিনি ৷ দলের মধ্যে বিভাজনের জন্য়ও চ্যাপেলকে দায়ি করেছেন হরভজন ৷ বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে 2007 সালের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে ৷