ETV Bharat / sports

বৃষ্টিতে বাড়ি ধসে মৃত্যু জাতীয় স্তরের মহিলা ক্রিকেটারসহ 2 - মাটি ধসে মৃত্যু মহিলা ক্রিকেটারের

2011-12 সাল থেকে রাজিয়া জাতীয় স্তরের বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন ।

N
author img

By

Published : Sep 26, 2020, 7:15 PM IST

শিলং, 26 সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে মাটি ধসে প্রাণ হারালেন জাতীয় পর্যায়ের মহিলা ক্রিকেটার । রাজিয়া আহমেদ নামে ওই ক্রিকেটার মেঘালয়ের রাজ্য দলের হয়ে খেলেছেন । শুক্রবার পূর্ব খাসি হিল জেলার মাওনেইতে প্রবল বৃষ্টির পর এলাকার কয়েকটি বাড়ি ধসে পড়ে যায় । সেখানেই রাজিয়া আহমেদের মৃত্যু হয় । রাজিয়া ছাড়াও ফিরজিয়া খান নামে আরও এক স্থানীয় মহিলা ক্রিকেটারের মৃত্যু হয়েছে । এখনও তিনজন নিখোঁজ ।

এই বিষয়ে মাওনেই এর পঞ্চায়েত প্রধান বাহ বুদ জানিয়েছেন, "জাতীয় স্তরে মেঘালয়ের প্রতিনিধিত্ব করা ক্রিকেটার রাজিয়া আহমেদ ও ফিরজিয়া খানের দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ।" রাজিয়ার অকাল মৃত্যুতে মেঘালয়ের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমেছে ।

মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে । সচিব গিদেওন খারকোন গর জানিয়েছেন, 2011-12 সাল থেকে রাজিয়া জাতীয় স্তরের বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন । মহিলা ক্রিকেটার কাকলি চক্রবর্তী বলেছেন, "রাজিয়াকে আমরা খুব মিস করব । ওর আত্মার শান্তি কামনা করি ।" রাজিয়ার সতীর্থরাও শোক প্রকাশ করেছে ।

পূর্ব খাসি হিল জেলার পুলিশ সুপার সিলভেস্টার নিংটিংয়ের বলেছেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে ।

শিলং, 26 সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে মাটি ধসে প্রাণ হারালেন জাতীয় পর্যায়ের মহিলা ক্রিকেটার । রাজিয়া আহমেদ নামে ওই ক্রিকেটার মেঘালয়ের রাজ্য দলের হয়ে খেলেছেন । শুক্রবার পূর্ব খাসি হিল জেলার মাওনেইতে প্রবল বৃষ্টির পর এলাকার কয়েকটি বাড়ি ধসে পড়ে যায় । সেখানেই রাজিয়া আহমেদের মৃত্যু হয় । রাজিয়া ছাড়াও ফিরজিয়া খান নামে আরও এক স্থানীয় মহিলা ক্রিকেটারের মৃত্যু হয়েছে । এখনও তিনজন নিখোঁজ ।

এই বিষয়ে মাওনেই এর পঞ্চায়েত প্রধান বাহ বুদ জানিয়েছেন, "জাতীয় স্তরে মেঘালয়ের প্রতিনিধিত্ব করা ক্রিকেটার রাজিয়া আহমেদ ও ফিরজিয়া খানের দেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ।" রাজিয়ার অকাল মৃত্যুতে মেঘালয়ের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমেছে ।

মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে । সচিব গিদেওন খারকোন গর জানিয়েছেন, 2011-12 সাল থেকে রাজিয়া জাতীয় স্তরের বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন । মহিলা ক্রিকেটার কাকলি চক্রবর্তী বলেছেন, "রাজিয়াকে আমরা খুব মিস করব । ওর আত্মার শান্তি কামনা করি ।" রাজিয়ার সতীর্থরাও শোক প্রকাশ করেছে ।

পূর্ব খাসি হিল জেলার পুলিশ সুপার সিলভেস্টার নিংটিংয়ের বলেছেন, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.