ETV Bharat / sports

India vs South Africa : অনুশীলনেও 'হাউসফুল' বারাবাটি, ঋষভ-হার্দিকের প্রতি শটে চিয়ার-আপ দর্শকদের - বারাবাটি স্টেডিয়াম

দর্শক কোলাহলের মধ্যে বারাবাটি স্টেডিয়ামে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটাররা ৷ আর ঋষভ-হার্দিকদের প্রতিটি শটে দর্শকদের চিৎকারে মাতল স্টেডিয়াম (Cracking Hits By Rishabh Pant and Hardik Pandya Get The Crowd Going at Barabati) ৷

Cracking Hits By Rishabh Pant and Hardik Pandya Get The Crowd Going at Barabati
Cracking Hits By Rishabh Pant and Hardik Pandya Get The Crowd Going at Barabati
author img

By

Published : Jun 12, 2022, 11:58 AM IST

কটক, 12 জুন : আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে একশো শতাংশ দর্শক আগেই ফিরেছে ৷ এবার প্রিয় দলের অনুশীলন দেখতেও স্টেডিয়ামে ভিড় উপচে পড়ল ৷ আর দর্শকদের মনোরঞ্জনে খামতি রাখলেন না ভারত অধিনায়ক ঋষভ পন্থ এবং সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ বারাবাটি স্টেডিয়ামে প্রস্তুতিতে একের পর এক বিগ হিট মারলেন তাঁরা ৷ প্রতিটা শটে চিয়ার-আপ করতে দেখা গেল উপস্থিত দর্শকদের (Cracking Hits By Rishabh Pant and Hardik Pandya) ৷ বিসিসিআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷

ভারতীয় দলের প্রস্তুতি দেখতে শনিবার সন্ধ্যায় বারাবাটির স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়া হয় ৷ আর সেই সুযোগ হাতছাড়া করতে চাননি স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ৷ স্টেডিয়ামের একপাশের গ্যালারি দর্শকে ভরে যায় ৷ তাঁদের মনোরঞ্জনের ব্যবস্থাও করলেন ঋষভ এবং হার্দিক ৷ থ্রো-ডাউনে লম্বা লম্বা শট মারতে থাকেন তাঁরা ৷ ক্যাপ্টেন আর তাঁর ডেপুটির প্রতিটি বিগ-হিটে দর্শকদের উল্লাস ছিল দেখার মত ৷ প্রতি শটে দর্শকদের চিৎকারে গমগম করছিল বারাবাটি ৷

আরও পড়ুন : প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে নজরে ভারতের বোলিং

কটকের বারাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে ভারত ৷ প্রথম ম্যাচে হারের পর, দ্বিতীয় টি-20’তে জয় পেতে মরিয়া ভারতীয় দল ৷ এই সিরিজের জন্য বাছাই হওয়া অধিনায়ক কেএল রাহুল চোটের কারণে ছিটকে গিয়েছেন ৷ তাই সিরিজের প্রথম ম্যাচ থেকেই অধিনায়কত্বের ভার সামলাচ্ছেন ঋষভ পন্থ ৷ আর তাঁর ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷ ফলে দ্বিতীয় টি-20 ম্যাচ ঘিরে কটকে উৎসাহের পারদ ক্রমশ চড়ছে ৷

কটক, 12 জুন : আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে একশো শতাংশ দর্শক আগেই ফিরেছে ৷ এবার প্রিয় দলের অনুশীলন দেখতেও স্টেডিয়ামে ভিড় উপচে পড়ল ৷ আর দর্শকদের মনোরঞ্জনে খামতি রাখলেন না ভারত অধিনায়ক ঋষভ পন্থ এবং সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ বারাবাটি স্টেডিয়ামে প্রস্তুতিতে একের পর এক বিগ হিট মারলেন তাঁরা ৷ প্রতিটা শটে চিয়ার-আপ করতে দেখা গেল উপস্থিত দর্শকদের (Cracking Hits By Rishabh Pant and Hardik Pandya) ৷ বিসিসিআই-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷

ভারতীয় দলের প্রস্তুতি দেখতে শনিবার সন্ধ্যায় বারাবাটির স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়া হয় ৷ আর সেই সুযোগ হাতছাড়া করতে চাননি স্থানীয় ক্রিকেটপ্রেমীরা ৷ স্টেডিয়ামের একপাশের গ্যালারি দর্শকে ভরে যায় ৷ তাঁদের মনোরঞ্জনের ব্যবস্থাও করলেন ঋষভ এবং হার্দিক ৷ থ্রো-ডাউনে লম্বা লম্বা শট মারতে থাকেন তাঁরা ৷ ক্যাপ্টেন আর তাঁর ডেপুটির প্রতিটি বিগ-হিটে দর্শকদের উল্লাস ছিল দেখার মত ৷ প্রতি শটে দর্শকদের চিৎকারে গমগম করছিল বারাবাটি ৷

আরও পড়ুন : প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে নজরে ভারতের বোলিং

কটকের বারাবাটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলবে ভারত ৷ প্রথম ম্যাচে হারের পর, দ্বিতীয় টি-20’তে জয় পেতে মরিয়া ভারতীয় দল ৷ এই সিরিজের জন্য বাছাই হওয়া অধিনায়ক কেএল রাহুল চোটের কারণে ছিটকে গিয়েছেন ৷ তাই সিরিজের প্রথম ম্যাচ থেকেই অধিনায়কত্বের ভার সামলাচ্ছেন ঋষভ পন্থ ৷ আর তাঁর ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে ৷ ফলে দ্বিতীয় টি-20 ম্যাচ ঘিরে কটকে উৎসাহের পারদ ক্রমশ চড়ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.