কলম্বো, 30 জুলাই : এবার করোনা আক্রান্ত হলেন যুজবেন্দ্র চহাল ও কৃষ্ণাপ্পা গৌতম ৷ ক্রুণাল পাণ্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার তিনদিন পর চহাল ও গৌতমের আরটি-পিসিআর টেস্ট পজ়িটিভ এল ৷ মঙ্গলবার ক্রুণাল করোনা আক্রান্ত হওয়ার পর ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-20 ম্যাচ স্থগিত করে দেওয়া হয় ৷ পরবর্তীকালে বুধবার সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় ৷
ক্রুণাল পাণ্ডিয়ার সংস্পর্শে আসার জন্য দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা সফরে যাওয়া 9 জন সেরা ক্রিকেটারকে ছাড়াই খেলতে হয় ভারতকে ৷ ক্রুণাল করোনা আক্রান্ত হওয়ার পর সমস্ত ক্রিকেটারের আরটি-পিসিআর টেস্ট করা হয় ৷ তখনই যুজবেন্দ্র চহাল ও কৃষ্ণাপ্পা গৌতমের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ দু‘জনের কারও কোনও উপসর্গ ছিল না ৷
ভারতের শ্রীলঙ্কা সফরের প্রথম থেকেই করোনা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ শুরুর দিকে শ্রীলঙ্কা দলের দুই সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ওয়ানডে সিরিজ় পাঁচ দিন পিছিয়ে যায় ৷
আরও পড়ুন : Tokyo Olympics : ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত, বক্সিংয়ে সেমি-ফাইনালে লভলিনা
আগেই ইংল্যান্ড সফরে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ করোনা আক্রান্ত হন ৷ তারপরই ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণ ও ভরত অরুণকে আইসোলেশনে থাকতে হয় ৷