কটক, 6 মার্চ : জয়ের হ্যাটট্রিক করে রঞ্জি ট্রফির নক-আউট পর্বে পা রাখল বাংলা। রবিবাসরীয় কটকের বারাবটি স্টেডিয়ামে টানা তৃতীয় জয় তুলে নিতে বাংলার প্রয়োজন ছিল 8 উইকেট ৷ সেই লক্ষ্যপূরণ করতে এদিন খুব একটা বেগ পেতে হয়নি বাংলাকে ৷ প্রতিপক্ষ চণ্ডীগড়কে 152 রানে হেলায় হারিয়েই নকআউট পাকা করে অভিমন্যু ঈশ্বরণের দল (Bengal beat Chandigarh by 152 runs) । প্রথম ইনিংসে 206 রানে গুটিয়ে যাওয়ার পর চণ্ডীগড়ের দ্বিতীয় ইনিংস শেষ হল 260 রানে ৷
ব্যাটারদের সঙ্গে বোলারদের যোগ্য সঙ্গতে ভর দিয়ে শনিবারই চণ্ডীগড়ের বিরুদ্ধে জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল বাংলা শিবির । শেষদিনে কত তাড়াতাড়ি জয় নিশ্চিত হবে সেটাই ছিল দেখার । বরোদার বিরুদ্ধে হায়দরাবাদ বোনাস পয়েন্ট নিয়ে জিততে না পারায় বাংলার নক আউট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই । তাই জয়ের হ্যাটট্রিক অভিমন্যু ঈশ্বরনদের লিগ-টপার হয়ে পরের পর্বে যাওয়ার সুযোগ করে দিল । 413 রানের লক্ষণরেখা পার করতে নেমে চণ্ডীগড় তাদের দ্বিতীয় ইনিংসে বেকায়দায় পড়ে শুরুতেই। দুই উইকেটে 14 রান নিয়ে খেলতে নেমে অন্তিমদিনে ব্যর্থ চণ্ডীগড় ব্যাটাররা । জসকরণ সিংয়ের অপরাজিত 60, অমৃত লুবানার 57 এবং মনন ভোহরার 40 ছাড়া উল্লেখযোগ্য রান পাননি আর কোনও ব্যাটার, যা জয় এনে দিতে পারে দলকে ৷ ঈশান পোড়েল নেন সর্বাধিক 3টি উইকেট ৷ দু'টি করে উইকেট মুকেশ কুমার, নীলকান্ত দাসের ৷
আরও পড়ুন : হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি
টানা তিন ম্যাচে জয়। কটকে বাংলার রঞ্জি অভিযানের প্রথম পর্ব দারুণভাবেই শেষ হল ৷ কোচ অরুণ লাল বলছেন, "এই ম্যাচে জয় আবশ্যিক ছিল না। তবুও ছেলেরা যেভাবে স্পিরিট এবং লড়াকু মনোভাব দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয় । জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পরিশ্রম করেছে ছেলেরা । অনেকদিন ধরেই বলে আসছি আমাদের বোলাররা অসাধারণ পারফরম্যান্স করে চলেছে । আমার দল বোলিংয়ের ওপর নির্ভরশীল । তবে এই ম্যাচে ব্যাটাররাও দারুণ পারফরম্যান্স করেছে । একটা সংঘবদ্ধ প্রয়াস দেখা গিয়েছে। যা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে ।"