ETV Bharat / sports

Ranji Trophy 2021-22 : জয়ের হ্যাটট্রিকে নক-আউটে বাংলা, ব্যাটারদের প্রশংসায় অরুণ লাল - রঞ্জিতে জয়ের হ্যাটট্রিকে নক আউটে বাংলা

প্রতিপক্ষ চণ্ডীগড়কে 152 রানে হেলায় হারিয়েই নকআউট পাকা করে অভিমন্যু ঈশ্বরণের দল (Bengal beat Chandigarh by 152 runs)। প্রথম ইনিংসে 206 রানে গুটিয়ে যাওয়ার পর চণ্ডীগড়ে দ্বিতীয় ইনিংস শেষ হল 260 রানে ৷

Ranji Trophy News
জয়ের হ্যাটট্রিকে নক-আউটে বাংলা, ব্যাটারদের প্রশংসায় অরুণ লাল
author img

By

Published : Mar 6, 2022, 9:29 PM IST

কটক, 6 মার্চ : জয়ের হ্যাটট্রিক করে রঞ্জি ট্রফির নক-আউট পর্বে পা রাখল বাংলা। রবিবাসরীয় কটকের বারাবটি স্টেডিয়ামে টানা তৃতীয় জয় তুলে নিতে বাংলার প্রয়োজন ছিল 8 উইকেট ৷ সেই লক্ষ্যপূরণ করতে এদিন খুব একটা বেগ পেতে হয়নি বাংলাকে ৷ প্রতিপক্ষ চণ্ডীগড়কে 152 রানে হেলায় হারিয়েই নকআউট পাকা করে অভিমন্যু ঈশ্বরণের দল (Bengal beat Chandigarh by 152 runs) । প্রথম ইনিংসে 206 রানে গুটিয়ে যাওয়ার পর চণ্ডীগড়ের দ্বিতীয় ইনিংস শেষ হল 260 রানে ৷

ব্যাটারদের সঙ্গে বোলারদের যোগ্য সঙ্গতে ভর দিয়ে শনিবারই চণ্ডীগড়ের বিরুদ্ধে জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল বাংলা শিবির । শেষদিনে কত তাড়াতাড়ি জয় নিশ্চিত হবে সেটাই ছিল দেখার । বরোদার বিরুদ্ধে হায়দরাবাদ বোনাস পয়েন্ট নিয়ে জিততে না পারায় বাংলার নক আউট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই । তাই জয়ের হ্যাটট্রিক অভিমন্যু ঈশ্বরনদের লিগ-টপার হয়ে পরের পর্বে যাওয়ার সুযোগ করে দিল । 413 রানের লক্ষণরেখা পার করতে নেমে চণ্ডীগড় তাদের দ্বিতীয় ইনিংসে বেকায়দায় পড়ে শুরুতেই। দুই উইকেটে 14 রান নিয়ে খেলতে নেমে অন্তিমদিনে ব্যর্থ চণ্ডীগড় ব্যাটাররা । জসকরণ সিংয়ের অপরাজিত 60, অমৃত লুবানার 57 এবং মনন ভোহরার 40 ছাড়া উল্লেখযোগ্য রান পাননি আর কোনও ব্যাটার, যা জয় এনে দিতে পারে দলকে ৷ ঈশান পোড়েল নেন সর্বাধিক 3টি উইকেট ৷ দু'টি করে উইকেট মুকেশ কুমার, নীলকান্ত দাসের ৷

আরও পড়ুন : হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি

টানা তিন ম্যাচে জয়। কটকে বাংলার রঞ্জি অভিযানের প্রথম পর্ব দারুণভাবেই শেষ হল ৷ কোচ অরুণ লাল বলছেন, "এই ম্যাচে জয় আবশ্যিক ছিল না। তবুও ছেলেরা যেভাবে স্পিরিট এবং লড়াকু মনোভাব দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয় । জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পরিশ্রম করেছে ছেলেরা । অনেকদিন ধরেই বলে আসছি আমাদের বোলাররা অসাধারণ পারফরম্যান্স করে চলেছে । আমার দল বোলিংয়ের ওপর নির্ভরশীল । তবে এই ম্যাচে ব্যাটাররাও দারুণ পারফরম্যান্স করেছে । একটা সংঘবদ্ধ প্রয়াস দেখা গিয়েছে। যা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে ।"

কটক, 6 মার্চ : জয়ের হ্যাটট্রিক করে রঞ্জি ট্রফির নক-আউট পর্বে পা রাখল বাংলা। রবিবাসরীয় কটকের বারাবটি স্টেডিয়ামে টানা তৃতীয় জয় তুলে নিতে বাংলার প্রয়োজন ছিল 8 উইকেট ৷ সেই লক্ষ্যপূরণ করতে এদিন খুব একটা বেগ পেতে হয়নি বাংলাকে ৷ প্রতিপক্ষ চণ্ডীগড়কে 152 রানে হেলায় হারিয়েই নকআউট পাকা করে অভিমন্যু ঈশ্বরণের দল (Bengal beat Chandigarh by 152 runs) । প্রথম ইনিংসে 206 রানে গুটিয়ে যাওয়ার পর চণ্ডীগড়ের দ্বিতীয় ইনিংস শেষ হল 260 রানে ৷

ব্যাটারদের সঙ্গে বোলারদের যোগ্য সঙ্গতে ভর দিয়ে শনিবারই চণ্ডীগড়ের বিরুদ্ধে জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল বাংলা শিবির । শেষদিনে কত তাড়াতাড়ি জয় নিশ্চিত হবে সেটাই ছিল দেখার । বরোদার বিরুদ্ধে হায়দরাবাদ বোনাস পয়েন্ট নিয়ে জিততে না পারায় বাংলার নক আউট নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই । তাই জয়ের হ্যাটট্রিক অভিমন্যু ঈশ্বরনদের লিগ-টপার হয়ে পরের পর্বে যাওয়ার সুযোগ করে দিল । 413 রানের লক্ষণরেখা পার করতে নেমে চণ্ডীগড় তাদের দ্বিতীয় ইনিংসে বেকায়দায় পড়ে শুরুতেই। দুই উইকেটে 14 রান নিয়ে খেলতে নেমে অন্তিমদিনে ব্যর্থ চণ্ডীগড় ব্যাটাররা । জসকরণ সিংয়ের অপরাজিত 60, অমৃত লুবানার 57 এবং মনন ভোহরার 40 ছাড়া উল্লেখযোগ্য রান পাননি আর কোনও ব্যাটার, যা জয় এনে দিতে পারে দলকে ৷ ঈশান পোড়েল নেন সর্বাধিক 3টি উইকেট ৷ দু'টি করে উইকেট মুকেশ কুমার, নীলকান্ত দাসের ৷

আরও পড়ুন : হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি

টানা তিন ম্যাচে জয়। কটকে বাংলার রঞ্জি অভিযানের প্রথম পর্ব দারুণভাবেই শেষ হল ৷ কোচ অরুণ লাল বলছেন, "এই ম্যাচে জয় আবশ্যিক ছিল না। তবুও ছেলেরা যেভাবে স্পিরিট এবং লড়াকু মনোভাব দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয় । জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পরিশ্রম করেছে ছেলেরা । অনেকদিন ধরেই বলে আসছি আমাদের বোলাররা অসাধারণ পারফরম্যান্স করে চলেছে । আমার দল বোলিংয়ের ওপর নির্ভরশীল । তবে এই ম্যাচে ব্যাটাররাও দারুণ পারফরম্যান্স করেছে । একটা সংঘবদ্ধ প্রয়াস দেখা গিয়েছে। যা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.