নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: ওয়ান-ডে কিংবা কুড়ি-বিশের ক্রিকেটের মোহে নিজের শিকড় ভুলে যাওয়া নয় ৷ বরং কেরিয়ার যত এগিয়েছে ক্রিকেটের শাশ্বত ধারায় আরও বেশি করে নিজেকে ডুবিয়ে রাখতে চেয়েছেন তিনি ৷ রাহুল দ্রাবিড়ের বিকল্প ভারতীয় ক্রিকেটে এখনও আসেনি, ভবিষ্যতে পাওয়া সম্ভব কি না, তা সময়ই বলবে ৷ কিন্তু দ্রাবিড়োত্তর ভারতীয় দল লাল বলের ক্রিকেটে যাঁকে মিডল-অর্ডারের ভরসা হিসেবে পেয়েছে তিনি চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৷ ক্রিজ আঁকড়ে যাঁর ট্রেডমার্ক ব্যাটিং বিপক্ষ বোলারদের কাছে এখনও দুঃস্বপ্নের মত ৷ সেই চেতেশ্বর পূজারা ফিরোজ শা কোটলায় (পরিবর্তিত নাম অরুণ জেটলি স্টেডিয়াম) শুক্রবার নামছেন শততম টেস্ট খেলতে (Cheteshwar Pujara is all set to play his 100th test match) ৷
-
'A journey full of hard-work, persistence & grit' 🙌 🙌
— BCCI (@BCCI) February 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦: Wishes & tributes pour in as #TeamIndia congratulate the ever-so-gutsy @cheteshwar1 ahead of his 💯th Test 👏 👏
Watch the SPECIAL FEATURE 🎥 🔽 #INDvAUS https://t.co/d0a2LjFyGh pic.twitter.com/lAFpNcI7SF
">'A journey full of hard-work, persistence & grit' 🙌 🙌
— BCCI (@BCCI) February 16, 2023
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦: Wishes & tributes pour in as #TeamIndia congratulate the ever-so-gutsy @cheteshwar1 ahead of his 💯th Test 👏 👏
Watch the SPECIAL FEATURE 🎥 🔽 #INDvAUS https://t.co/d0a2LjFyGh pic.twitter.com/lAFpNcI7SF'A journey full of hard-work, persistence & grit' 🙌 🙌
— BCCI (@BCCI) February 16, 2023
𝗗𝗢 𝗡𝗢𝗧 𝗠𝗜𝗦𝗦: Wishes & tributes pour in as #TeamIndia congratulate the ever-so-gutsy @cheteshwar1 ahead of his 💯th Test 👏 👏
Watch the SPECIAL FEATURE 🎥 🔽 #INDvAUS https://t.co/d0a2LjFyGh pic.twitter.com/lAFpNcI7SF
লম্বা কেরিয়ারে চড়াই-উতরাই ক্রিকেটারদের ক্রিকেটজীবনের অঙ্গ ৷ পূজারাও তার শিকার হয়েছেন ৷ কাউন্টিতে নিজেকে প্রমাণ করে ফের মূলস্রোতে ফিরেছেন টেস্ট ক্রিকেটের নীরব সাধক ৷ অরুণ জেটলি স্টেডিয়ামে আগামিকাল ল্যান্ডমার্ক টেস্ট খেলতে নামার আগে পূজারা তাই জানাচ্ছেন, তিনি বুঝেছেন সময়ের সঙ্গে লাল বলের ক্রিকেটে নিজেকে প্রাসঙ্গিক রাখতে নমনীয় হতে হবে ৷ তিনি সেটাই করেছেন ৷
প্রত্যাশামাফিক পারফরম্যান্স তো আসছিলই না, উপরন্তু মন্থর ব্যাটিংয়ের অভিযোগ ৷ ফলশ্রুতি হিসেবে গতবছর খুব অল্প সময়ের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সৌরাষ্ট্র ব্যাটার ৷ তারপর সব ভুলে সাসেক্সের হয়ে কাউন্টি মরশুমে হাজারেরও বেশি রান করে পূজারা স্বমহিমায় ফিরেছেন জাতীয় দলে ৷ কতটা কঠিন ছিল ফেরার রাস্তাটা ?
আরও পড়ুন: প্রথমদিনে অ্যাডভান্টেজ সৌরাষ্ট্র, দ্বিতীয়দিন ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বাংলার বোলাররা
ত্রয়োদশ ভারতীয় হিসেবে শততম টেস্ট খেলতে নামার আগেরদিন সংবাদসংস্থা পিটিআই'কে 'মিস্টার ডিপেন্ডবল' বলেন, "নিঃসন্দেহে ভীষণ চ্যালেঞ্জিং ছিল ফিরে আসাটা ৷ তবে সবচেয়ে বড় কথা এই সময় মানসিকভাবে দৃঢ় থাকাটা আবশ্যিক এবং সেইসঙ্গে আত্মবিশ্বাস ৷" এখানেই শেষ নয় ৷ 19টি শতরান সহযোগে লাল বলের ক্রিকেটে 7 হাজারেরও বেশি রানের মালিক বলছেন, "এত বছর পর এসে আমি আমার সমগ্র খেলার ধরন তো আর বদলে ফেলতে পারব না ৷ তবে হ্যাঁ, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ছন্দ তো তোমাকে খুঁজতে হবেই এবং তা নিজের ব্যাটিংশৈলিতে প্রয়োগ করাটা আবশ্যিক ৷"
-
A special moment for @cheteshwar1 and his family as he awaits a special TON 👌👌
— BCCI (@BCCI) February 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
And wait for it...there's a special wish as well 🙂 #TeamIndia | #INDvAUS pic.twitter.com/Rjhdi17ye2
">A special moment for @cheteshwar1 and his family as he awaits a special TON 👌👌
— BCCI (@BCCI) February 16, 2023
And wait for it...there's a special wish as well 🙂 #TeamIndia | #INDvAUS pic.twitter.com/Rjhdi17ye2A special moment for @cheteshwar1 and his family as he awaits a special TON 👌👌
— BCCI (@BCCI) February 16, 2023
And wait for it...there's a special wish as well 🙂 #TeamIndia | #INDvAUS pic.twitter.com/Rjhdi17ye2
কেরিয়ারে 12টা বসন্ত পেরিয়ে এসেও কীভাবে নিজেকে পরিপক্ক করে চলেছেন ? পূজারা বলছেন, "প্রত্যেকের একটা নিজস্ব খেলার ধরন আছে ৷ আমিও ব্যতিক্রম নই ৷ এতগুলো বছর ধরে আমি ব্যাটিংয়ের শক্তপোক্ত দিকগুলোকে ঢাল করেই কেরিয়ারে এগিয়েছি ৷ তবে কখনও কখনও পিছনেও ফিরতে হয় ৷ আমি গত দু'বছরে আমার খেলায় তাই নিত্যনতুন কিছু শটের সংযোজন করেছি ৷ আর এভাবেই ক্রিকেটার হিসেবে এখনও সমৃদ্ধ হচ্ছি ৷"