কলকাতা, 5 জুন : শেষ পাঁচ বছর এক নম্বর টেস্ট দল । সিংহাসনে রাজ টিম ইন্ডিয়ার । শুধু টেস্ট কেন, শেষ এক দশক বিশ্ব ক্রিকেট দেখছে ভারতীয়দের দাপট ৷ 2007 সালে মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) নেতৃত্ব কাঁধে নেওয়ার পর থেকে আইসিসি-র প্রায় সবকটি ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া ৷ ঘরে-বাইরে সিরিজ় জিতেছে ৷ আর এই সব সাফল্যই সুবর্ণ যুগের ওয়েস্ট ইন্ডিজ় বা স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা টানতে বাধ্য করছে ।
আবার, প্রশ্ন এখানেই, টানা যে ভাবে এই দুই দেশ বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে, ভারত কি সেই উচ্চতায় পৌঁছাতে পেরেছে? ভারতকে দেখে কি প্রতিপক্ষের মনে ত্রাস সৃষ্টি হয়েছে? হয়ত না ! আবার হয়ত বা হ্যাঁ !
বিশ্ব ক্রিকেটের দরবারে ভাল ফল করার ক্ষমতা ভারতের আছে, এটা প্রথম দেখিয়েছিলেন অবশ্যই সুনীল গাভাসকর ৷ 1971-র সেই সিরিজ়ে ভারতের উত্থান হয়েছিল গাভাসকরের হাত ধরে ৷ সেই গাভাসকর মনে করছেন, বর্তমান ভারতীয় দল ভাল ফল করছে ঠিকই, তবে সেটা কখনই ওয়েস্ট ইন্ডিজ় বা অস্ট্রেলিয়ার বিক্রমের মতো নয় ৷
কেন এমন অভিমত...
ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাসটা একটু ঘেঁটে দেখা যাক । 1928 সালে টেস্ট খেলার স্বীকৃতি পেলেও ওয়েস্ট ইন্ডিজ়ের নবজন্ম হয়েছিল ষাটের দশকের শেষ দিকে ৷ এই সময় ক্রিকেটের পাওয়ার হাউস বলা হত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে ৷
একটি পরিসংখ্যানেই স্পষ্ট সেই সময় কী ভাবে বিশ্ব ক্রিকেট শাসন করেছিলেন ক্যারিবিয়ানরা ৷ 1976 সাল থেকে 1995 সাল পর্যন্ত মোট 137 টি টেস্ট । এর মধ্যে মাত্র 18 টিতে হার । জয় 71 ম্যাচে ৷ 80-র দশকে একসময় টানা 27 ম্যাচ অপরাজিত থাকেন ক্যারিবিয়ানরা ৷ যা এখনও একটি রেকর্ড ৷ এ-ছাড়া 1980 থেকে 1995 সাল পর্যন্ত তাঁরা একটিও সিরিজ় হারেননি ৷
1971 সালে প্রথমে ভারত ও পরে অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাটিতে হারের পর থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে ওয়েস্ট ইন্ডিজ় ৷ প্রথমে রোহন কানাই ও পরে ক্লাইভ লয়েডের (Clive Lloyed) হাত ধরে একের পর এক ম্যাচ ও সিরিজ় জিততে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ় ৷ এরপর একে একে দলে আসেন ভিভিয়ান রিচার্ড, গর্ডন গ্রিনিজ, ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জোয়েল গারনার, কলিন ক্রফ্ট, ম্যালকম মার্শাল ৷ এই দলটিকেই ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের নিউক্লিয়াস বলা হয় ৷ এই ক্রিকেটারদের অবসরের পর একে একে দলে আসেন কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশ, ইয়ান বিশপ ও রিচি রিচার্ডসনরা ৷
ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর, এই ভারতীয় দলকে ওয়েস্ট ইন্ডিজ়ের সঙ্গে একাসনে বসাতে নারাজ ৷ ইউটিউবে একটি ক্রিকেট বিশ্লেষণমূলক মূলক অনুষ্ঠানে গাভাসকর বলেন, ‘‘আমার মনে হয় না এই ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ়ের মতো বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে ৷ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে তাঁরা পাঁচটি ম্যাচই জিতত ৷ এমনকি অস্ট্রেলিয়াও পাঁচ ম্যাচের সিরিজ়ে চারটি জিতত ৷ আমার মনে হয় না এই ভারতীয় দল এটা করে দেখাতে পারবে ৷" এটা অস্বীকার করার উপায় নেই, এই ভারতীয় দল অসাধারণ । তবে ধারাবাহিকতার অভাব রয়েছে ৷ উপলব্ধি গাভাসকরের । একই সঙ্গে তাঁর অভিমত, আকাশেরও সীমাবদ্ধতা আছে ৷
অন্যদিকে, 1999 থেকে 2007 সাল পর্যন্ত মোট 93 টি টেস্ট খেলেন অজ়িরা ৷ তার মধ্যে 72 টি টেস্ট জেতে ৷ হার মাত্র 10 টিতে ৷ যদি গড়ের হিসেবে যাওয়া হয়, তাহলে দেখা যাবে স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজ়ের ম্যাচ জেতার গড়ের থেকেও বেশি ৷ এই সময়ে শুধু মাত্র টেস্ট ক্রিকেটে নয়, ওয়ানডে ক্রিকেটেও নিজেদের বিক্রম দেখান স্টিভ ওয়া (Steve Waugh), রিকি পন্টিং-রা ৷ স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডারে মতো অজ়ি মিডল অর্ডারেও দাপট দেখানোর অভাব ছিল না ৷ এই সময়ে অজ়ি মিডল অর্ডারে খেলেছেন, স্টিভ ওয়া, মার্ক ওয়া, মাইকেল বিভান, রিকি পন্টিং, অ্যান্ড্রু সাইমন্ড, ড্যারেন লেমনরা ৷ এমনকি এই সময় অজ়ি ব্যাটিংয়ে সাত নম্বরে ব্যাটিং করা অ্যাডাম গিলক্রিস্টের গড় 48.33 ৷ এই গড়ই সাত থেকে এক নম্বরে তুলে এনেছিল তাঁকে । অচিরেই ওপেনার গিলক্রিস্ট ত্রাস হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের কাছে ।
পেস বোলিংয়েও ছিল একের পর এক সেরা তারকা ৷ গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, ডেনিস লিলি, জেসন গিলেসপিরা ছিলেন ৷ স্পিন বিভাগেও দাপট দেখিয়েছেন শেন ওয়ার্নের মতো ক্রিকেটাররা ৷
তবে যদি ভারতের পরিসংখ্যানের দিকে একবার তাকানো যায়, তাহলে দেখা যাবে 2015 সালের পর থেকে মোট 20টি টেস্ট সিরিজ় খেলেছে ভারত ৷ তার মধ্যে 17টি সিরিজ় জয় করেছেন বিরাটরা ৷ অর্থাৎ ঘরে বাইরে দাপট কিন্তু দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ এই সময়কালে মোট 63টি টেস্ট খেলে ভারতীয় দল ৷ তারমধ্যে মাত্র 12টি ম্যাচে হারেন বিরাট, পূজারারা ৷ অন্যদিকে জিতেছেন 40টি ম্যাচ ৷ তাই আশির দশকের ওয়েস্ট ইন্ডিজ় বা ওয়া-পন্টিংয়ের অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা টানা যেতেই পারে ভারতীয় দলের ৷