ETV Bharat / sports

Bumrah Creates World Record: এক ওভারে 35 রান! ব্রডকে ঠেঙিয়ে লারার বিশ্বরেকর্ড ভাঙলেন বুমরা - ব্রডকে ঠেঙিয়ে লারার বিশ্বরেকর্ড ভাঙলেন বুমরা

কাকতালীয়ভাবে 2007 যে ইংরেজ বোলারের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবি, এজবাস্টনে এদিন বিধ্বংসী বুমরার সামনে ছিলেন সেই ক্রিস ব্রডই ৷ ইংরেজ পেসারের এক ওভারে 35 রান সংগ্রহ করলেন 'বুম বুম' (Bumrah smashes Broad for 35 runs in an over to break Brian Lara world record) ৷

Bumrah Creates World Record
ব্রডকে ঠেঙিয়ে লারার বিশ্বরেকর্ড ভাঙলেন বুমরা
author img

By

Published : Jul 2, 2022, 8:11 PM IST

Updated : Jul 3, 2022, 11:15 AM IST

বার্মিংহ্যাম, 2 জুলাই: 2007 কিংসমিডে যুবরাজের ছয় ছক্কার স্মৃতি ফিরে এল শনিবাসরীয় এজবাস্টনে ৷ সৌজন্যে আরেক ভারতীয় জসপ্রীত বুমরা ৷ অধিনায়কত্বের অভিষেকে ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন গুজরাত ক্রিকেটার ৷ টেস্ট ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে মহার্ঘ্য ওভার এল বুমরার ব্যাট থেকে ৷ কাকতালীয়ভাবে 2007 যে ইংরেজ বোলারের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবি, এদিন বিধ্বংসী বুমরার সামনে ছিলেন সেই স্টুয়ার্ট ব্রডই ৷ ইংরেজ পেসারের এক ওভারে 35 রান সংগ্রহ করলেন 'বুম বুম' (বুমরার ব্যাট থেকে এসেছে 29 রান) ৷

এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বাধিক রানের (28) নজির ছিল ব্রায়ান লারার ব্যাটে ৷ এদিন বুমরার দাপটে ম্লান হয়ে গেলে 'ত্রিনিদাদের রাজপুত্রে'র সেই রেকর্ড ৷ 2003-04 প্রোটিয়া স্পিনার রবিন পিটারসনের ওভারে 28 রান নিয়ে এই নজির গড়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি (Bumrah smashes Broad for 35 runs in an over to break Brian Lara world record)

ঋষভ পন্থ-রবীন্দ্র জাদেজার ব্যাটে শুক্রবার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় দলের মহাপ্রত্যাবর্তন দেখেছে এজবাস্টন ৷ পন্থের পর শনিবার শতরান হাঁকিয়ে ইংল্যান্ডকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেন জাদেজা ৷ আর ইনিংসের শেষবেলায় ব্রডকে ঠেঙিয়ে অধিনায়কের বিশ্বরেকর্ড যেন 'চেরি অন দ্য কেক' ৷ জাদেজা শতরান করে সাজঘরে ফেরার পর ইনিংসের 84তম ওভারে এদিন 4, 5 (ওয়াইড). 7 (নো-বল), 4,4,4,6,1 রান সংগ্রহ করেন বুমরা ৷ সেইসঙ্গে দলের রান চারশোর গন্ডি পার করে দেন ভারত অধিনায়ক ৷ 416 রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেলেও 16 বলে 31 রানে অপরাজিত থেকে যান বুমরা ৷

আরও পড়ুন : পন্থের পর শতরান জাদেজার, এজবাস্টনে চারশো পেরিয়ে প্রথম ইনিংস থামল ভারতের

গতকাল 83 রানে অপরাজিত জাদেজা এদিন লাল বলের ক্রিকেটে তাঁর তৃতীয় শতরানটি পূর্ণ করেন এজবাস্টনে ৷ যদিও শতরান পূর্ণ করার পর এদিন আর লম্বা হয়নি জাদেজার ইনিংস ৷ 104 রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন তিনি ৷ তবে দলের মুশকিল আসান হয়ে এজবাস্টনে যে ইনিংসটা জাড্ডু খেললেন, তা বহুদিন স্মরণে রাখবেন ক্রিকেট অনুরাগীরা ৷

বার্মিংহ্যাম, 2 জুলাই: 2007 কিংসমিডে যুবরাজের ছয় ছক্কার স্মৃতি ফিরে এল শনিবাসরীয় এজবাস্টনে ৷ সৌজন্যে আরেক ভারতীয় জসপ্রীত বুমরা ৷ অধিনায়কত্বের অভিষেকে ব্যাটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন গুজরাত ক্রিকেটার ৷ টেস্ট ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে মহার্ঘ্য ওভার এল বুমরার ব্যাট থেকে ৷ কাকতালীয়ভাবে 2007 যে ইংরেজ বোলারের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবি, এদিন বিধ্বংসী বুমরার সামনে ছিলেন সেই স্টুয়ার্ট ব্রডই ৷ ইংরেজ পেসারের এক ওভারে 35 রান সংগ্রহ করলেন 'বুম বুম' (বুমরার ব্যাট থেকে এসেছে 29 রান) ৷

এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বাধিক রানের (28) নজির ছিল ব্রায়ান লারার ব্যাটে ৷ এদিন বুমরার দাপটে ম্লান হয়ে গেলে 'ত্রিনিদাদের রাজপুত্রে'র সেই রেকর্ড ৷ 2003-04 প্রোটিয়া স্পিনার রবিন পিটারসনের ওভারে 28 রান নিয়ে এই নজির গড়েছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি (Bumrah smashes Broad for 35 runs in an over to break Brian Lara world record)

ঋষভ পন্থ-রবীন্দ্র জাদেজার ব্যাটে শুক্রবার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় দলের মহাপ্রত্যাবর্তন দেখেছে এজবাস্টন ৷ পন্থের পর শনিবার শতরান হাঁকিয়ে ইংল্যান্ডকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেন জাদেজা ৷ আর ইনিংসের শেষবেলায় ব্রডকে ঠেঙিয়ে অধিনায়কের বিশ্বরেকর্ড যেন 'চেরি অন দ্য কেক' ৷ জাদেজা শতরান করে সাজঘরে ফেরার পর ইনিংসের 84তম ওভারে এদিন 4, 5 (ওয়াইড). 7 (নো-বল), 4,4,4,6,1 রান সংগ্রহ করেন বুমরা ৷ সেইসঙ্গে দলের রান চারশোর গন্ডি পার করে দেন ভারত অধিনায়ক ৷ 416 রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেলেও 16 বলে 31 রানে অপরাজিত থেকে যান বুমরা ৷

আরও পড়ুন : পন্থের পর শতরান জাদেজার, এজবাস্টনে চারশো পেরিয়ে প্রথম ইনিংস থামল ভারতের

গতকাল 83 রানে অপরাজিত জাদেজা এদিন লাল বলের ক্রিকেটে তাঁর তৃতীয় শতরানটি পূর্ণ করেন এজবাস্টনে ৷ যদিও শতরান পূর্ণ করার পর এদিন আর লম্বা হয়নি জাদেজার ইনিংস ৷ 104 রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন তিনি ৷ তবে দলের মুশকিল আসান হয়ে এজবাস্টনে যে ইনিংসটা জাড্ডু খেললেন, তা বহুদিন স্মরণে রাখবেন ক্রিকেট অনুরাগীরা ৷

Last Updated : Jul 3, 2022, 11:15 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.