ETV Bharat / sports

Brazil vs Argentina : বাইশ গজে আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল - Cricket

বাইশ গজে ব্রাজিল-আর্জেন্টিনা ৷ মহিলা টি-20 বিশ্বকাপে আমেরিকা অঞ্চলে কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ৷ তবে নেইমারের দেশের কাছে নাস্তানাবুদ হল মেসির দেশ ৷

Brazil vs Argentina
বাইশ গজে আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল
author img

By

Published : Oct 21, 2021, 9:50 PM IST

মেক্সিকো সিটি, 21 অক্টোবর : ফুটবল মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ নিয়ে ক্রীড়াপ্রেমীদের উৎসাহের অন্ত থাকে না ৷ তবে এবার বাইশ গজেও দুই দেশের লড়াই উত্তাপ ছড়াল মেসি-নেইমারের দেশের ক্রিকেটপ্রেমীদের মনে ৷ মহিলা টি-20 বিশ্বকাপে আমেরিকা অঞ্চলে কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ৷

ফুটবলে দুই দেশের কাঁটে কি টক্কর হলেও বাইশ গজের লড়াইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল মহিলা দলের কোনও লড়াই হল না ৷ নেইমারের দেশের মেয়েদের সামনে মাত্র 12 রানে আত্মসমপর্ণ করল মেসির দেশের মেয়েরা ৷ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্রাজিল অধিনায়ক রবার্ত আভেরি। ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে আর্জেন্টিনা।

ব্রাজিলের মেয়েদের সামনে 11.2 ওভারে মাত্র 12 রানে অল-আউট হয়ে যায় আর্জেন্টিনার মেয়ার ৷ সর্বাধিক 3 রান আসে অতিরিক্ত হিসেবে ৷ 2 রান করে সংগ্রহ করেন ভেরোনিকা ভাজকোয়েজ, ক্যাটালিনা গ্রেলোনি ও তামারা বাসিল। আর্জেন্টিনার পাঁচ ব্যাটার খাতা খুলতে পারেননি ৷

আরও পড়ুন : বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশকে বিশ্বকাপের মূলপর্বে তুললেন শাকিব

2 ওভারে 1টি মেডেন দিয়ে এক রান খরচ করে 2টি উইকেট নেন রেনাতা ডি'সউসা৷ 3 রানে 2টি উইকেট নেন লারা মইসেস। আর রান খরচ না-করেই একটি উইকেট তুলে নেন লরা কার্দোসো। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 3.3 ওভারে 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ৷ ব্রাজিলেরও সর্বোচ্চ স্কোর অতিরিক্ত 7 ৷ ম্যাচে কোনও দলের ব্যাটারই বাউন্ডারি মারতে পারেননি ৷

মেক্সিকো সিটি, 21 অক্টোবর : ফুটবল মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ নিয়ে ক্রীড়াপ্রেমীদের উৎসাহের অন্ত থাকে না ৷ তবে এবার বাইশ গজেও দুই দেশের লড়াই উত্তাপ ছড়াল মেসি-নেইমারের দেশের ক্রিকেটপ্রেমীদের মনে ৷ মহিলা টি-20 বিশ্বকাপে আমেরিকা অঞ্চলে কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা ৷

ফুটবলে দুই দেশের কাঁটে কি টক্কর হলেও বাইশ গজের লড়াইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল মহিলা দলের কোনও লড়াই হল না ৷ নেইমারের দেশের মেয়েদের সামনে মাত্র 12 রানে আত্মসমপর্ণ করল মেসির দেশের মেয়েরা ৷ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব্রাজিল অধিনায়ক রবার্ত আভেরি। ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে আর্জেন্টিনা।

ব্রাজিলের মেয়েদের সামনে 11.2 ওভারে মাত্র 12 রানে অল-আউট হয়ে যায় আর্জেন্টিনার মেয়ার ৷ সর্বাধিক 3 রান আসে অতিরিক্ত হিসেবে ৷ 2 রান করে সংগ্রহ করেন ভেরোনিকা ভাজকোয়েজ, ক্যাটালিনা গ্রেলোনি ও তামারা বাসিল। আর্জেন্টিনার পাঁচ ব্যাটার খাতা খুলতে পারেননি ৷

আরও পড়ুন : বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশকে বিশ্বকাপের মূলপর্বে তুললেন শাকিব

2 ওভারে 1টি মেডেন দিয়ে এক রান খরচ করে 2টি উইকেট নেন রেনাতা ডি'সউসা৷ 3 রানে 2টি উইকেট নেন লারা মইসেস। আর রান খরচ না-করেই একটি উইকেট তুলে নেন লরা কার্দোসো। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 3.3 ওভারে 2 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ৷ ব্রাজিলেরও সর্বোচ্চ স্কোর অতিরিক্ত 7 ৷ ম্যাচে কোনও দলের ব্যাটারই বাউন্ডারি মারতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.