ETV Bharat / sports

ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ, 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই - 7 নম্বর জার্সি সরিয়ে নিল বিসিসিআই

MS Dhoni's No 7 jersey: মহেন্দ্র সিং ধোনিকে সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ করল বিসিসিআই ৷ তাঁর ব্যবহার করা সাত নম্বর জার্সি প্রত্যাহার করে নিল ভারতের ক্রিকেট বোর্ড ৷

MS Dhoni
MS Dhoni
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 4:11 PM IST

Updated : Dec 15, 2023, 4:27 PM IST

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: সাত নম্বর জার্সি পরে খেলতেন মহেন্দ্র সিং ধোনি ৷ ভারতের কিংবদন্তি এই অধিনায়ককে সম্মান জানাতে ওই সাত নম্বর জার্সি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷ শুক্রবার বোর্ডের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ এর অর্থ আগামিদিনে ভারতের কোনও ক্রিকেটারই এই নম্বরের জার্সি পরে খেলতে পারবেন না ৷

এই নিয়ে বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, "বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত এমএস ধোনির জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে অবদানের কথা মাথায় রেখে তাঁকে সম্মান জানাতে নেওয়া হয়েছে । 7 নম্বর জার্সি ছিল এমএস ধোনির একটি পরিচয় এবং সেই ব্র্যান্ডকে ম্লান হওয়া থেকে বাঁচাতে বিসিসিআইয়ের এই পদক্ষেপ প্রশংসার যোগ্য ।"

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারতের বিশ্বজয়ের স্বপ্ন আবার সফল হয় ৷ 2007 সালে প্রথম টি20 বিশ্বকাপে ভারত জয়ী হয় ধোনির নেতৃত্বে ৷ চার বছর পর একদিনের ক্রিকেটেও (50 ওভার) বিশ্বজয়ী হয় ভারত৷ কপিল দেবের পর তিনিই একমাত্র অধিনায়ক যিনি একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ৷ 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলে অধিনায়ক ছিলেন এই উইকেট কিপার ব্যাটারই ৷ সাদা বলের ক্রিকেটের তিনটি গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফি (টি20 বিশ্বকাপ, একদিনের ক্রিকেট বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) জয়ী একমাত্র ভারতীয় অধিনায়ক ধোনিই ৷

ভারতের অন্যতম সর্বকালের সেরা অধিনায়ক ৷ শুধু ভারতীয় দল নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এও অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য ঈর্ষনীয় ৷ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তিনি পাঁচবার আইপিএল জিতেছেন ৷ একই দলকে নেতৃত্ব দিয়ে দু’বার চ্য়াম্পিয়ন্স লিগ টি20 ট্রফিও জিতেছেন ধোনি ৷

ধোনির আগে সচিন তেন্ডুলকরের 10 নম্বর জার্সি প্রত্যাহার করে নিয়েছিল বিসিসিআই ৷ 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন ৷ তার পর শুধু 2017 সালে শার্দুল ঠাকুর এই নম্বরের জার্সি পড়ে খেলেছিলেন ৷ তার পর আর এই জার্সি কাউকে দেওয়া হয়নি ৷ বিসিসিআই-এর তরফ থেকে তা ঘোষণাও করে দেওয়া হয় ৷

ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 2020 সালের 15 অগস্ট ৷ এখন শুধু আইপিএল খেলেন ৷ আগামী বছর আইপিএলেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. ধোনির বাইক সংগ্রহশালা ঘুরে দেখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার
  2. ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট
  3. রান-আউটের পরেই বুঝেছিলাম এটাই আমার ভারতের শেষ খেলা, নীরবতা ভাঙলেন ধোনি

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: সাত নম্বর জার্সি পরে খেলতেন মহেন্দ্র সিং ধোনি ৷ ভারতের কিংবদন্তি এই অধিনায়ককে সম্মান জানাতে ওই সাত নম্বর জার্সি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷ শুক্রবার বোর্ডের তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ এর অর্থ আগামিদিনে ভারতের কোনও ক্রিকেটারই এই নম্বরের জার্সি পরে খেলতে পারবেন না ৷

এই নিয়ে বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, "বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত এমএস ধোনির জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে অবদানের কথা মাথায় রেখে তাঁকে সম্মান জানাতে নেওয়া হয়েছে । 7 নম্বর জার্সি ছিল এমএস ধোনির একটি পরিচয় এবং সেই ব্র্যান্ডকে ম্লান হওয়া থেকে বাঁচাতে বিসিসিআইয়ের এই পদক্ষেপ প্রশংসার যোগ্য ।"

উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই ভারতের বিশ্বজয়ের স্বপ্ন আবার সফল হয় ৷ 2007 সালে প্রথম টি20 বিশ্বকাপে ভারত জয়ী হয় ধোনির নেতৃত্বে ৷ চার বছর পর একদিনের ক্রিকেটেও (50 ওভার) বিশ্বজয়ী হয় ভারত৷ কপিল দেবের পর তিনিই একমাত্র অধিনায়ক যিনি একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ৷ 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলে অধিনায়ক ছিলেন এই উইকেট কিপার ব্যাটারই ৷ সাদা বলের ক্রিকেটের তিনটি গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফি (টি20 বিশ্বকাপ, একদিনের ক্রিকেট বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি) জয়ী একমাত্র ভারতীয় অধিনায়ক ধোনিই ৷

ভারতের অন্যতম সর্বকালের সেরা অধিনায়ক ৷ শুধু ভারতীয় দল নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এও অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য ঈর্ষনীয় ৷ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তিনি পাঁচবার আইপিএল জিতেছেন ৷ একই দলকে নেতৃত্ব দিয়ে দু’বার চ্য়াম্পিয়ন্স লিগ টি20 ট্রফিও জিতেছেন ধোনি ৷

ধোনির আগে সচিন তেন্ডুলকরের 10 নম্বর জার্সি প্রত্যাহার করে নিয়েছিল বিসিসিআই ৷ 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সচিন ৷ তার পর শুধু 2017 সালে শার্দুল ঠাকুর এই নম্বরের জার্সি পড়ে খেলেছিলেন ৷ তার পর আর এই জার্সি কাউকে দেওয়া হয়নি ৷ বিসিসিআই-এর তরফ থেকে তা ঘোষণাও করে দেওয়া হয় ৷

ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন 2020 সালের 15 অগস্ট ৷ এখন শুধু আইপিএল খেলেন ৷ আগামী বছর আইপিএলেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন:

  1. ধোনির বাইক সংগ্রহশালা ঘুরে দেখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার
  2. ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট
  3. রান-আউটের পরেই বুঝেছিলাম এটাই আমার ভারতের শেষ খেলা, নীরবতা ভাঙলেন ধোনি
Last Updated : Dec 15, 2023, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.