কলকাতা, 23 অক্টোবর: মহানবমীর দিনে ভারতীয় ক্রিকেটের নক্ষত্রপতন ৷ পরলোকে প্রাক্তন ভারত অধিনায়ক বিষাণ সিং বেদী ৷ সাতাত্তর বছর বয়সে ভারতীয় স্পিনের স্বর্ণযুগের 'সেরা রত্ন' চলে গেলেন ৷ ভারতীয় দলের অধিনায়ক, কোচ ও জাতীয় নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ৷ ক্রিকেট খেলতে হলে ফিটনেসের কী গুরুত্ব ? তা বুঝেছিলেন তিনি ৷ কিংবদন্তির প্রয়াণে শোকাহত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণলাল ৷ তাঁর প্রথম রঞ্জি অধিনায়ক ছিলেন বিষাণ সিং বেদী ৷
ইটিভি ভারতকে দেওয়া প্রতিক্রিয়ায় অরুণলাল বলেন, “বিষাণ সিং বেদির মৃত্যু খুবই দুঃখজনক ৷ ক্রিকেটে যা কিছু শিখেছি আমি, ওনার কাছ থেকে শিখেছি ৷ আমার রঞ্জি ট্রফিতে অভিষেকের সময় অধিনায়ক ছিলেন উনি ৷ ওনার সাফল্য, কীর্তির কথা সকলেই জানেন ৷ ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ৷ কিন্তু, অনেকেই জানে না, ওনার মত সৎ, সময়ের থেকে এগিয়ে থাকা ক্রিকেট ব্যক্তিত্ব খুব কম ছিল ৷ আমি ওনার মত মানুষ দেখিনি ৷ ওই সময় নতুন প্রজন্মের কাছে উনি ছিলেন আদর্শ ৷ ওনাকে দেখে সকলে অনুপ্রাণিত হত ৷ ওনার মৃত্যু তাই খুবই দুঃখের ৷”
নিয়মিত ফোনে যোগাযোগ ছিল দু’জনের ৷ কথা হয়েছিল আগামী মাসে দেখা করার ৷ লালজি বলেন, “আমি জানতাম ওনার শরীর ভালো নেই ৷ জীবন শেষের পথে ৷ ওনার অনেক শারীরিক সমস্যা ছিল ৷ একাধিক অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷ তবে, শান্তিতে শেষ নিদ্রায় গিয়েছেন ৷ তাই ঈশ্বরকে ধন্যবাদ দেব ৷’’
আরও পড়ুন: ক্রিকেট থেকে রাজনীতি-বিনোদন, বেদীর প্রয়াণে শোকপ্রকাশ
বেদীর ব্যক্তিত্ব নিয়ে অরুণলালের বক্তব্য, ‘‘ওনার ব্যক্তিত্বটা এতটাই আকর্ষণীয় ছিল যে, প্রভাবিত না হয়ে উপায় থাকত না ৷ যে বা যাঁরা ওনার সংস্পর্শে এসেছেন, আকর্ষণ এড়াতে পারেনি ৷ আমি যখন ওনার সঙ্গে পরিচিত হয়েছিলাম, তিনি তখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ৷ আমি দিল্লি এবং উত্তরাঞ্চল দলে বেদীর নেতৃত্বে খেলেছি ৷" তিনি আরও বলেন, "নভেম্বরেই পরিকল্পনা করেছিলাম দিল্লিতে গিয়ে দেখা করব ৷ অসুস্থতার জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ সুস্থতার দিকেও এগোচ্ছিলেন ৷ কিন্তু, শেষ পর্যন্ত হল না ৷ ফোনে আমার সঙ্গে পনেরো-কুড়ি দিন আগে কথা হয়েছিল ৷”
আরও পড়ুন: 77 বছর বয়সে প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষাণ সিং বেদী
একইসঙ্গে বলেন, “বাঁ-হাতি স্পিনার হিসেবে কিংবদন্তি ৷ স্পিন বোলারদের কাছে উনি ছিলেন মানদণ্ড ৷ এক কথায় গ্লোবাল অ্যাম্বাসাডর ৷ অন্যতম সেরা স্পিনার ছিলেন ভারতীয় দলের অধিনায়ক ৷ সবকিছু মাথায় রেখেও বলতেই হবে, বেদী ছিলেন ভারতীয় ক্রিকেটের গ্লোবাল অ্যাম্বাসাডর ৷ বাঁ-হাতি স্পিনারের কথা সরিয়ে রেখেও, বলতেই হয় বেদি ছিলেন ফেয়ার-প্লে, জেন্টলম্যানস ক্রিকেটের শেষ কথা ৷ শুধু ক্রিকেট নয়, উনি ছিলেন ভারতীয় খেলাধুলার গ্লোবাল অ্যাম্বাসাডর ৷ এমন ক্রিকেটীয় চরিত্র এখন তৈরি হয় না ৷”