ETV Bharat / sports

Bengal beats Mumbai : অনুষ্টুপ-শাহবাজের জোড়া সেঞ্চুরিতে বিজয় হাজারেতে 'মুম্বই বধ' বাংলার - Bengal beats Mumbai by 67 runs in Vijay Hazare Trophy

অনুষ্টুপ-শাহবাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে সূর্যকুমার যাদবের মুম্বইকে 67 রানে হারাল বাংলা (Bengal beats Mumbai by 67 runs in Vijay Hazare Trophy)। পুদুচেরি এবং তামিলনাড়ুর বিরুদ্ধে হারের পর জয়ের মুখ দেখল বাংলা।

Bengal beats Mumbai
অনুষ্টুপ-শাহবাজের জোড়া সেঞ্চুরিতে বিজয় হাজারেতে 'মুম্বই বধ' বাংলার
author img

By

Published : Dec 12, 2021, 8:53 PM IST

মঙ্গলাপুরম, 12 ডিসেম্বর : মুস্তাক আলি ট্রফির দল থেকে বাদ গিয়েছিলেন। বিজয় হাজারে ট্রফিতে সুযোগ পেয়েই বাংলার নির্বাচকদের জবাব দিলেন অনুষ্টুপ মজুমদার। মাঠে ফিরেই শতরান করলেন বাংলার তারকা ব্যাটার। অনুষ্টুপের সঙ্গেই তিন অঙ্কের স্কোর শাহবাজ আহমেদের ৷ অনুষ্টুপ-শাহবাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে সূর্যকুমার যাদবের মুম্বইকে 67 রানে (ডাকওয়ার্থ লুইস নিয়মে) হারাল বাংলা (Bengal beats Mumbai by 67 runs in Vijay Hazare Trophy)। পুদুচেরি এবং তামিলনাড়ুর বিরুদ্ধে হারের পর জয়ের মুখ দেখল বাংলা।

এলিট গ্রুপ বি'র ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে এদিন টস হেরে প্রথমে ব্যাট করে বাংলা। নির্ধারিত 50 ওভারে 318 রান করে বাংলা (Bengal scores 318/7 in 50 overs)। অনুষ্টুপ 122 বলে 110 রান করেন। অন্যদিকে শাহবাজ 97 বলে করেন 106 রান । ভাল ব্যাট করেন অভিষেক দাশ ও ঋত্বিক চট্টোপাধ্যায়ও। অভিষেক করেন 38 ৷ আর 33 রান আসে ঋত্বিকের ব্যাট থেকে ৷

জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের ইনিংস শেষ 223 রানে। মাঝপথে বৃষ্টি নামায় সাময়িকভাবে খেলা বন্ধ ছিল। পুনরায় খেলা শুরু হলে জয়ের জন্য শিবম দুবেদের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় 41 ওভারে 291 রানের। মুম্বইয়ের হয়ে ভাল ব্যাট করেন অধিনায়ক সূর্যকুমার। যদিও তাঁর 34 বলে 49 রান কাজে আসেনি। বাংলার হয়ে 33 রান দিয়ে 3 উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, আকাশ দীপ, ঋত্বিক, শাহাবাজ ও রণজ্যোৎ খাইরা ৷

আরও পড়ুন : জয় দিয়ে বিজয় হাজারে শুরু করল বাংলা

শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জিতে দারুণ খুশি কোচ অরুণ লাল। তিনি বলেন, "টস হারলেও অনুষ্টুপ দারুণ ব্যাট করল। ভাল লাগছে শাহাবাজ রানে ফেরায়। দু'জনের দারুণ জুটি আর ভয়ডরহীন ক্রিকেটে দল সাফল্য পেয়েছে। শুরুতে অভিষেক ভাল ব্যাট করেছে। আর সেটাই আরও সুবিধা করে দিয়েছে।"
তবে শুধু ব্যাটারদের প্রশংসা করেই থেমে থাকেননি বাংলা কোচ ৷ বোলারদের অবদান নিয়েও মুখ খুলেছেন অরুণ লাল। তিনি বলেন, "বোলাররাও দারুণ বল করেছে। বিশেষ করে প্রদীপ্তর কথা বলতেই হবে। ও আজকের সেরা বোলার।"

মঙ্গলাপুরম, 12 ডিসেম্বর : মুস্তাক আলি ট্রফির দল থেকে বাদ গিয়েছিলেন। বিজয় হাজারে ট্রফিতে সুযোগ পেয়েই বাংলার নির্বাচকদের জবাব দিলেন অনুষ্টুপ মজুমদার। মাঠে ফিরেই শতরান করলেন বাংলার তারকা ব্যাটার। অনুষ্টুপের সঙ্গেই তিন অঙ্কের স্কোর শাহবাজ আহমেদের ৷ অনুষ্টুপ-শাহবাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে সূর্যকুমার যাদবের মুম্বইকে 67 রানে (ডাকওয়ার্থ লুইস নিয়মে) হারাল বাংলা (Bengal beats Mumbai by 67 runs in Vijay Hazare Trophy)। পুদুচেরি এবং তামিলনাড়ুর বিরুদ্ধে হারের পর জয়ের মুখ দেখল বাংলা।

এলিট গ্রুপ বি'র ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে এদিন টস হেরে প্রথমে ব্যাট করে বাংলা। নির্ধারিত 50 ওভারে 318 রান করে বাংলা (Bengal scores 318/7 in 50 overs)। অনুষ্টুপ 122 বলে 110 রান করেন। অন্যদিকে শাহবাজ 97 বলে করেন 106 রান । ভাল ব্যাট করেন অভিষেক দাশ ও ঋত্বিক চট্টোপাধ্যায়ও। অভিষেক করেন 38 ৷ আর 33 রান আসে ঋত্বিকের ব্যাট থেকে ৷

জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের ইনিংস শেষ 223 রানে। মাঝপথে বৃষ্টি নামায় সাময়িকভাবে খেলা বন্ধ ছিল। পুনরায় খেলা শুরু হলে জয়ের জন্য শিবম দুবেদের সামনে লক্ষ্যমাত্র দাঁড়ায় 41 ওভারে 291 রানের। মুম্বইয়ের হয়ে ভাল ব্যাট করেন অধিনায়ক সূর্যকুমার। যদিও তাঁর 34 বলে 49 রান কাজে আসেনি। বাংলার হয়ে 33 রান দিয়ে 3 উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, আকাশ দীপ, ঋত্বিক, শাহাবাজ ও রণজ্যোৎ খাইরা ৷

আরও পড়ুন : জয় দিয়ে বিজয় হাজারে শুরু করল বাংলা

শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জিতে দারুণ খুশি কোচ অরুণ লাল। তিনি বলেন, "টস হারলেও অনুষ্টুপ দারুণ ব্যাট করল। ভাল লাগছে শাহাবাজ রানে ফেরায়। দু'জনের দারুণ জুটি আর ভয়ডরহীন ক্রিকেটে দল সাফল্য পেয়েছে। শুরুতে অভিষেক ভাল ব্যাট করেছে। আর সেটাই আরও সুবিধা করে দিয়েছে।"
তবে শুধু ব্যাটারদের প্রশংসা করেই থেমে থাকেননি বাংলা কোচ ৷ বোলারদের অবদান নিয়েও মুখ খুলেছেন অরুণ লাল। তিনি বলেন, "বোলাররাও দারুণ বল করেছে। বিশেষ করে প্রদীপ্তর কথা বলতেই হবে। ও আজকের সেরা বোলার।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.