মুম্বই, 18 নভেম্বর: বিশ্বকাপে তথৈবচ পারফর্ম্যান্স দিয়েছে ভারতীয় দল । পাক 'বধ' করে বিশ্বকাপের সূচনা করলেও টুর্নামেন্ট যত এগিয়েছে ততই অন্ধকারে ডুবেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা । দু-একজন বাদ দিয়ে কারও পারফর্ম্যান্স আশাব্যঞ্জক নয়, শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হার । সবমিলিয়ে টালমাটাল টিম ইন্ডিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি । সেই কোপই এবার পরল নির্বাচক কমিটির উপর । বিশ্বকাপের ব্যর্থতায় চেতন শর্মাদের বরখাস্ত করে দিল বিসিসিআই ।
ভারতীয় ক্রিকেটে শেষ কবে পুরো নির্বাচক কমিটিকে ছেঁটে ফেলা হয়েছে, তা মনে করতে পারছেন না কেউই । এবারের বিশ্বকাপের দলগঠন নিয়েও বিস্তর সমালোচনার সামনে পড়তে হয়েছে নির্বাচক কমিটিকে । কিন্তু এভাবে যে কমিটিকেই ছেঁটে ফেলবে ভারতীয় ক্রিকেট বোর্ড, তা কেউই ভাবতে পারেননি । একই সঙ্গে বোর্ডের এই সিদ্ধান্তে প্রশ্ন উঠে গেল রাহুল দ্রাবিড়কে নিয়েও । পরের কোপ তাঁর ঘাড়ে পড়ে কি না, তাই এখন ক্রিকেট মহলের আলোচ্য বিষয় ।
-
🚨NEWS🚨: BCCI invites applications for the position of National Selectors (Senior Men).
— BCCI (@BCCI) November 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details : https://t.co/inkWOSoMt9
">🚨NEWS🚨: BCCI invites applications for the position of National Selectors (Senior Men).
— BCCI (@BCCI) November 18, 2022
Details : https://t.co/inkWOSoMt9🚨NEWS🚨: BCCI invites applications for the position of National Selectors (Senior Men).
— BCCI (@BCCI) November 18, 2022
Details : https://t.co/inkWOSoMt9
আরও পড়ুন: সৌরভে সমব্যথী, বিসিসিআই থেকে 'বাঙালি' বিদায়ে মমতার নিশানায় পদ্মের 'পরিবারতন্ত্র'
শুক্রবার ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় । জাতীয় নির্বাচক চেয়ে সেখানে লেখা হয়েছে, ভারতের হয়ে কমপক্ষে 7টি টেস্ট ম্যাচ খেলা প্রাক্তন খেলোয়াড়রা আবেদন করতে পারবেন । যোগ্যদের তালিকায় রয়েছেন 10টি এক দিনের ম্যাচ এবং 20টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটাররাও ।