মুম্বই, 21 ফেব্রুয়ারি : ঋদ্ধিমান সাহাকে জনৈক সাংবাদিকের হুমকির ঘটনায় বোর্ড হাত-পা গুটিয়ে বসে থাকবে না ৷ বঙ্গ ক্রিকেটারের যে টুইট নিয়ে এত জলঘোলা, তার খুঁটিনাটি সবকিছু বের করে ছাড়বে বোর্ড (BCCI Official said board will find out every single detail in Wriddhiman Saha matter) ৷ এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা না পেয়ে ঋদ্ধি সংবাদমাধ্যমে যা বলেছেন, তদন্ত হবে তারও ৷ দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বোর্ডের এক উচ্চ পদাধিকারিক ৷
দলের অন্য কোনও ক্রিকেটার এমন অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন কি না বোর্ড তাও খতিয়ে দেখবে ৷ সংবাদমাধ্যমটিকে ওই আধিকারিক বলেন, "সাহা যা বলেছে এবং টুইট করেছে তার পুঙ্খনাপুঙ্খ তদন্ত করবে বোর্ড ৷" সংশ্লিষ্ট আধিকারিক আরও বলেন, " সাহা বোর্ডের চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার ৷ চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের যাতে কোনওরকম সম্মানহানি না ঘটে, সেটা দেখার দায়িত্ব বোর্ডেরই ৷"
এদিকে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গিয়ে সংবাদমাধ্যমে ঋদ্ধি জানিয়েছিলেন, কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাঁধে চোট নিয়ে 61 রানের ইনিংস খেলার পর সৌরভ গঙ্গোপাধ্যায় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন তাঁকে ৷ কিন্তু একটা সিরিজ পরেই 'দাদি'র প্রতিশ্রুতি ব্যর্থ হওয়ায় হতাশা গোপন রাখেননি 'সুপারম্যান' ঋদ্ধি ৷
আরও পড়ুন : Shastri On Wriddhiman Controversy : ঋদ্ধি-বিতর্কে সৌরভের হস্তক্ষেপ চেয়ে আসরে শাস্ত্রী
এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক বলেছেন, "রাহুল দ্রাবিড়ের বিষয়টা মেনে নেওয়া গেলেও সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে ঋদ্ধি যা বলেছে সেটা নিয়ে ধোঁয়াশা থাকছেই ৷ বিসিসিআই প্রেসিডেন্ট কেন ঋদ্ধিকে খামোকা দলে রাখার আশ্বাস দিতে যাবেন সেটা পরিষ্কার হচ্ছে না এখনও ৷" ওই আধিকারিক জানান, বিরাটের পর এবার ঋদ্ধিমান ৷ অনেক হয়েছে ৷ এবার বোর্ডকে কিছু করতেই হবে ৷