ETV Bharat / sports

Board Official On Wriddhi Controversy : ঋদ্ধির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস বোর্ডের - BCCI Official said board will find out every single detail in Wriddhiman Saha matter

বঙ্গ ক্রিকেটারের যে টুইট নিয়ে এত জলঘোলা, তার খুঁটিনাটি সবকিছু বের করে ছাড়বে বোর্ড (BCCI Official said board will find out every single detail in Wriddhiman Saha matter) ৷ দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বোর্ডের এক উচ্চ পদাধিকারিক ৷

Board Official On Wriddhi Controversy
ঋদ্ধির ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস বোর্ডের
author img

By

Published : Feb 21, 2022, 10:43 PM IST

মুম্বই, 21 ফেব্রুয়ারি : ঋদ্ধিমান সাহাকে জনৈক সাংবাদিকের হুমকির ঘটনায় বোর্ড হাত-পা গুটিয়ে বসে থাকবে না ৷ বঙ্গ ক্রিকেটারের যে টুইট নিয়ে এত জলঘোলা, তার খুঁটিনাটি সবকিছু বের করে ছাড়বে বোর্ড (BCCI Official said board will find out every single detail in Wriddhiman Saha matter) ৷ এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা না পেয়ে ঋদ্ধি সংবাদমাধ্যমে যা বলেছেন, তদন্ত হবে তারও ৷ দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বোর্ডের এক উচ্চ পদাধিকারিক ৷

দলের অন্য কোনও ক্রিকেটার এমন অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন কি না বোর্ড তাও খতিয়ে দেখবে ৷ সংবাদমাধ্যমটিকে ওই আধিকারিক বলেন, "সাহা যা বলেছে এবং টুইট করেছে তার পুঙ্খনাপুঙ্খ তদন্ত করবে বোর্ড ৷" সংশ্লিষ্ট আধিকারিক আরও বলেন, " সাহা বোর্ডের চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার ৷ চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের যাতে কোনওরকম সম্মানহানি না ঘটে, সেটা দেখার দায়িত্ব বোর্ডেরই ৷"

এদিকে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গিয়ে সংবাদমাধ্যমে ঋদ্ধি জানিয়েছিলেন, কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাঁধে চোট নিয়ে 61 রানের ইনিংস খেলার পর সৌরভ গঙ্গোপাধ্যায় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন তাঁকে ৷ কিন্তু একটা সিরিজ পরেই 'দাদি'র প্রতিশ্রুতি ব্যর্থ হওয়ায় হতাশা গোপন রাখেননি 'সুপারম্যান' ঋদ্ধি ৷

আরও পড়ুন : Shastri On Wriddhiman Controversy : ঋদ্ধি-বিতর্কে সৌরভের হস্তক্ষেপ চেয়ে আসরে শাস্ত্রী

এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক বলেছেন, "রাহুল দ্রাবিড়ের বিষয়টা মেনে নেওয়া গেলেও সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে ঋদ্ধি যা বলেছে সেটা নিয়ে ধোঁয়াশা থাকছেই ৷ বিসিসিআই প্রেসিডেন্ট কেন ঋদ্ধিকে খামোকা দলে রাখার আশ্বাস দিতে যাবেন সেটা পরিষ্কার হচ্ছে না এখনও ৷" ওই আধিকারিক জানান, বিরাটের পর এবার ঋদ্ধিমান ৷ অনেক হয়েছে ৷ এবার বোর্ডকে কিছু করতেই হবে ৷

মুম্বই, 21 ফেব্রুয়ারি : ঋদ্ধিমান সাহাকে জনৈক সাংবাদিকের হুমকির ঘটনায় বোর্ড হাত-পা গুটিয়ে বসে থাকবে না ৷ বঙ্গ ক্রিকেটারের যে টুইট নিয়ে এত জলঘোলা, তার খুঁটিনাটি সবকিছু বের করে ছাড়বে বোর্ড (BCCI Official said board will find out every single detail in Wriddhiman Saha matter) ৷ এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে জায়গা না পেয়ে ঋদ্ধি সংবাদমাধ্যমে যা বলেছেন, তদন্ত হবে তারও ৷ দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বোর্ডের এক উচ্চ পদাধিকারিক ৷

দলের অন্য কোনও ক্রিকেটার এমন অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন কি না বোর্ড তাও খতিয়ে দেখবে ৷ সংবাদমাধ্যমটিকে ওই আধিকারিক বলেন, "সাহা যা বলেছে এবং টুইট করেছে তার পুঙ্খনাপুঙ্খ তদন্ত করবে বোর্ড ৷" সংশ্লিষ্ট আধিকারিক আরও বলেন, " সাহা বোর্ডের চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার ৷ চুক্তিবদ্ধ কোনও ক্রিকেটারের যাতে কোনওরকম সম্মানহানি না ঘটে, সেটা দেখার দায়িত্ব বোর্ডেরই ৷"

এদিকে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গিয়ে সংবাদমাধ্যমে ঋদ্ধি জানিয়েছিলেন, কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাঁধে চোট নিয়ে 61 রানের ইনিংস খেলার পর সৌরভ গঙ্গোপাধ্যায় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন তাঁকে ৷ কিন্তু একটা সিরিজ পরেই 'দাদি'র প্রতিশ্রুতি ব্যর্থ হওয়ায় হতাশা গোপন রাখেননি 'সুপারম্যান' ঋদ্ধি ৷

আরও পড়ুন : Shastri On Wriddhiman Controversy : ঋদ্ধি-বিতর্কে সৌরভের হস্তক্ষেপ চেয়ে আসরে শাস্ত্রী

এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক বলেছেন, "রাহুল দ্রাবিড়ের বিষয়টা মেনে নেওয়া গেলেও সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে ঋদ্ধি যা বলেছে সেটা নিয়ে ধোঁয়াশা থাকছেই ৷ বিসিসিআই প্রেসিডেন্ট কেন ঋদ্ধিকে খামোকা দলে রাখার আশ্বাস দিতে যাবেন সেটা পরিষ্কার হচ্ছে না এখনও ৷" ওই আধিকারিক জানান, বিরাটের পর এবার ঋদ্ধিমান ৷ অনেক হয়েছে ৷ এবার বোর্ডকে কিছু করতেই হবে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.