ETV Bharat / sports

BCCI Loses Golden Tick on X: প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে বিপাকে বিসিসিআই ! হারাল 'টুইটার' গোল্ডেন টিক - Twitter

BCCI Loses Golden Tick After Changing Display Picture: মাইক্রোব্লগিং সংস্থা টুইটার বা এক্স-এর ভেরিফাইয়েড অ্যাকাউন্টের নীতি উলঙ্ঘন করায় ভেরিফায়েড ‘গোল্ডেন টিক’ হারাল বিসিসিআই ৷ ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনে সাড়া দিয়ে ডিসপ্লে পিকচার বদলে তেরঙা করতেই এক্স গোল্ডেন টিক সরিয়ে দেয় ৷

BCCI Loses Golden Tick on X ETV BHARAT
BCCI Loses Golden Tick on X
author img

By

Published : Aug 14, 2023, 5:55 PM IST

মুম্বই, 14 অগস্ট: এক্স বা টুইটার সোশাল মিডিয়া সাইটের ভেরিফিকেশন খোয়াল বিসিসিআই ৷ তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সারা দিয়ে ৷ প্রধানমন্ত্রী আবেদনে টুইটারের ডিসপ্লে পিকচার বদলে জাতীয় পতাকা করেছিল বোর্ড ৷ আর তার পরেই বোর্ডের ভেরিফায়েড গোল্ডেন টিক সরিয়ে দিয়েছে ইলন মাস্কের মাইক্রোব্লগিং এই সাইট ৷ মূলত, এক্স-এর ভেরিফাইয়েড অ্যাকাউন্টের নীতি অনুযায়ী এই সমস্যায় পড়েছে বিসিসিআই ৷

গত 12 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে একটি আবেদন করেছিলেন ৷ ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সমাপ্তিকালে ‘হর ঘর তিরঙ্গা’র প্রচারে সকল ভারতীয়কে তাঁদের সোশাল মিডিয়ার ডিসপ্লে বা প্রোফাইল পিকচার বদলে তেরঙা করার আবেদন করেন প্রধানমন্ত্রী ৷ সেই আবেদেন সাড়া দিয়ে বিসিসিআই রবিবার রাতে নিজেদের গোল্ডেন টিক পাওয়া অ্যাকাউন্টের ছবি বদলে দেয় ৷ যার কিছুক্ষণের মধ্যে সংস্থার তরফে বিসিসিআই-এর গোল্ডেন টিক ভেরিফিকেশন সরিয়ে দেওয়া হয় ৷

কিন্তু কেন ? টুইটার বা এক্স-এর গোল্ডেন টিক ভেরিফিকেশনের নীতি অনুযায়ী, অ্যাকাউন্ট যে সংস্থার তাদের প্রোফাইলের নাম ও ছবি রেজিস্ট্রেশন করাতে হয় ৷ সেই অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের নামের ইনিশিয়াল বিসিসিআই এবং তার লোগো রেজিস্ট্রার্ড ছিল এক্স-এর তথ্যভাণ্ডারে ৷ কিন্তু, সেই লোগো বদলে তেরঙা অর্থাৎ, জাতীয় পতাকার ছবি আপলোড করতেই, গোল্ডেন টিক ভেরিফিকেশন চলে যায় বিসিসিআই-এর ৷

BCCI Loses Golden Tick on X ETV BHARAT
'গোল্ডেন টিক' বিহীন বিসিসিআই-এর টুইটার বা এক্স অ্যাকাউন্ট

আরও পড়ুন: ব্যাট হাতে 'রাজা' ব্রেন্ডন, নির্ণায়ক ম্যাচে 8 উইকেটে হেরে টি-20 সিরিজ খোয়াল ভারত

তবে, সরকারি বা সাংবিধানিক পদাধিকারিদের ‘গ্রে টিক’ এবং টাকা দিয়ে ‘ব্লু টিক’ কেনা এক্স ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয় ৷ এই পরিস্থিতিতে বিসিসিআই-কে ফের গোল্ডেন টিক ফিরে পেতে হলে, রেজিস্ট্রার্ড লোগোকে প্রোফাইল বা ডিসপ্লে পিকচারে ফিরিয়ে আনতে হবে ৷ সেই সঙ্গে আবারও গোল্ডেন টিকের আবেদন করতে হবে অ্যাকাউন্টের সেটিংস থেকে ৷

মুম্বই, 14 অগস্ট: এক্স বা টুইটার সোশাল মিডিয়া সাইটের ভেরিফিকেশন খোয়াল বিসিসিআই ৷ তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সারা দিয়ে ৷ প্রধানমন্ত্রী আবেদনে টুইটারের ডিসপ্লে পিকচার বদলে জাতীয় পতাকা করেছিল বোর্ড ৷ আর তার পরেই বোর্ডের ভেরিফায়েড গোল্ডেন টিক সরিয়ে দিয়েছে ইলন মাস্কের মাইক্রোব্লগিং এই সাইট ৷ মূলত, এক্স-এর ভেরিফাইয়েড অ্যাকাউন্টের নীতি অনুযায়ী এই সমস্যায় পড়েছে বিসিসিআই ৷

গত 12 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশে একটি আবেদন করেছিলেন ৷ ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সমাপ্তিকালে ‘হর ঘর তিরঙ্গা’র প্রচারে সকল ভারতীয়কে তাঁদের সোশাল মিডিয়ার ডিসপ্লে বা প্রোফাইল পিকচার বদলে তেরঙা করার আবেদন করেন প্রধানমন্ত্রী ৷ সেই আবেদেন সাড়া দিয়ে বিসিসিআই রবিবার রাতে নিজেদের গোল্ডেন টিক পাওয়া অ্যাকাউন্টের ছবি বদলে দেয় ৷ যার কিছুক্ষণের মধ্যে সংস্থার তরফে বিসিসিআই-এর গোল্ডেন টিক ভেরিফিকেশন সরিয়ে দেওয়া হয় ৷

কিন্তু কেন ? টুইটার বা এক্স-এর গোল্ডেন টিক ভেরিফিকেশনের নীতি অনুযায়ী, অ্যাকাউন্ট যে সংস্থার তাদের প্রোফাইলের নাম ও ছবি রেজিস্ট্রেশন করাতে হয় ৷ সেই অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের নামের ইনিশিয়াল বিসিসিআই এবং তার লোগো রেজিস্ট্রার্ড ছিল এক্স-এর তথ্যভাণ্ডারে ৷ কিন্তু, সেই লোগো বদলে তেরঙা অর্থাৎ, জাতীয় পতাকার ছবি আপলোড করতেই, গোল্ডেন টিক ভেরিফিকেশন চলে যায় বিসিসিআই-এর ৷

BCCI Loses Golden Tick on X ETV BHARAT
'গোল্ডেন টিক' বিহীন বিসিসিআই-এর টুইটার বা এক্স অ্যাকাউন্ট

আরও পড়ুন: ব্যাট হাতে 'রাজা' ব্রেন্ডন, নির্ণায়ক ম্যাচে 8 উইকেটে হেরে টি-20 সিরিজ খোয়াল ভারত

তবে, সরকারি বা সাংবিধানিক পদাধিকারিদের ‘গ্রে টিক’ এবং টাকা দিয়ে ‘ব্লু টিক’ কেনা এক্স ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য নয় ৷ এই পরিস্থিতিতে বিসিসিআই-কে ফের গোল্ডেন টিক ফিরে পেতে হলে, রেজিস্ট্রার্ড লোগোকে প্রোফাইল বা ডিসপ্লে পিকচারে ফিরিয়ে আনতে হবে ৷ সেই সঙ্গে আবারও গোল্ডেন টিকের আবেদন করতে হবে অ্যাকাউন্টের সেটিংস থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.