মুম্বই, 12 নভেম্বর: নিউজিল্যান্ড টেস্টের জন্য আজ দল ঘোষণা করল বিসিসিআই ৷ বিসিসিআইয়ের সিলেকশন কমিটি এই দল ঘোষণা করে ৷ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত ৷ প্রথম ম্যাচে দলের অধিনায়ক করা হয়েছে অজিঙ্কা রাহানেকে ৷ বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ এবং মহম্মদ শামিকে ৷ প্রথম টেস্টে নেই অধিনায়ক বিরাট কোহলি ৷ টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থতার পর রাহানের নেতৃত্বে ঘুড়ে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া ৷
দলে রয়েছেন অজিঙ্কা রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক),শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ৷
আরও পড়ুন: 'পাক বধ' করে বিশ্বকাপের ফাইনালে অজিরা
আগামী 25 নভেম্বর থেকে কানপুর শুরু হবে প্রথম টেস্ট ৷ মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি ৷ দ্বিতীয় টেস্ট শুরু 3 ডিসেম্বর থেকে ৷ টি-20 বিশ্বকাপের তুলনায় দল দেশের মাটিতে ভাল খেলবে বলেই আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে সুযোগ পেলেন ঋদ্ধিমান সাহা ৷