হ্যাংঝাউ, 25 সেপ্টেম্বর: 2014 সালে শেষবার এশিয়াডে পদক জিতেছিল বাংলাদেশ ৷ তাও ক্রিকেটেই ৷ এবারেও সেই ক্রিকেটের হাত ধরেই 9 বছর পর ফের এশিয়াডের প্রথম পদক এল বাংলাদেশের ঘরে ৷ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তান মহিলা দলকে 5 উইকেটে হারিয়ে পদক জয় নিশ্চিত করলেন বাংলাদেশের মেয়েরা ৷ নির্ধারিত কুড়ি ওভারে 9 উইকেটে 64 রানে পাকিস্তানকে আটকে দিয়ে 18.2 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় নিগার সুলতানার দল ৷
ভারতের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে সেমিফাইনালে নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ ৷ সেখান থেকে তৃতীয় স্থানের লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামে বাংলাদেশ। এই ম্যাচে সেরা হিসেবে নেমেছিল পাকিস্তানই ৷ কিন্তু, মাঠে নেমে নিজেদের প্রমাণ করলেন শামিমা সুলতানা, সাথী রানি, নিগার সুলতানারা ৷ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা ৷ তাঁর সেই সিদ্ধান্তকে প্রথম ওভারেই সঠিক প্রমাণ করেন মারুফা আকতার ৷ পাকিস্তান মহিলা দলের ওপেনার শাওয়াল জুলফিকারকে শূন্যতে প্যাভিলিয়নে ফেরান তিনি ৷
এর পরের ওভারেই দ্বিতীয় ওপেনার মাত্র 1 রানে আউট হন ৷ এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিদা দারের নেতৃত্বাধীন পাকিস্তান ৷ তাদের হয়ে সর্বোচ্চ 17 রান করেন আলিয়া রিয়াজ ৷ ক্যাপ্টেন নিদা দার করেন মাত্র 14 রান। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 64 রান তোলে পাকিস্তান ৷ কিন্তু, এত কম রান তাড়া করতে নেমেও শুরু থেকেই কিছুটা চাপে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ অবশ্য দুই ওপেনার শামিমা সুলতানা (13) এবং সাথী রানি (13) শুরুটা ভালো করেছিলেন ৷
আরও পড়ুন: এশিয়াডে শুটিংয়ে চ্যাম্পিয়ন তিন! বিশ্ব রেকর্ড গড়ে ভারতের ঝুলিতে প্রথম সোনা; এল ব্রোঞ্জও
কিন্তু, 27 রানের মাথায় প্রথম উইকেট পড়তেই টপ-অর্ডারে ধস নামে ৷ মাত্র 43 রানে 4 উইকেট হারিয়ে ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়ার জোগাড় হয়েছিল বাংলাদেশের ৷ কিন্তু, রানের লক্ষ্য বড় না হওয়ায় লোয়ার-মিডল অর্ডার সেই চাপ সামলে নেয় ৷ 18.2 ওভারে 5 উইকেট হারিয়ে 65 রান তুলে এশিয়াডে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশের মহিলা দল ৷