ETV Bharat / sports

ICC World Cup 2023: শাকিবের ঘূর্ণিতে ধরাশায়ী আফগানরা, 156 রানে অল-আউট পাঠানরা - Shakib Al Hasan

Bangladesh vs Afghanistan in ICC Cricket World Cup: দারুণভাবে বিশ্বকাপ অভিযানের শুরুটা করলেন শাকিব আল হাসানরা ৷ বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 156 রানে অল-আউট করে দিল ৷ তাও আবার মাত্র 37.2 ওভারে ৷

Image Courtesy: ICC Cricket World Cup X
Image Courtesy: ICC Cricket World Cup X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 2:11 PM IST

Updated : Oct 7, 2023, 2:24 PM IST

ধরমশালা, 7 অক্টোবর: শাকিব এবং মেহেদির দূরন্ত স্পিন বোলিংয়ের সৌজন্যে আফগানদের মাত্র 156 রান অল-আউট করল বাংলাদেশ ৷ ধরমশালায় বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান 3 উইকেট নিয়ে আফগানিস্তানের মিডল-অর্ডারে ধস নামান ৷ বাকি লোয়ার-অর্ডারকে প্যাভিলিয়নে ফেরান মেহেদি হাসান মিরাজ ৷ আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ 47 রান করেন রহমানুল্লাহ গুরুবাজ ৷ বাংলাদেশের সামনে 50 ওভারে 157 রানের টার্গেট ৷

এ দিন আফগানিস্তানের দুই ওপেনার শুরুটা ভালোই করেছিলেন ৷ কিন্তু, ইব্রাহিম জারদান (22 রান)-এর উইকেটের পরেই একের পর এক আফগান ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান ৷ যেখানে নিজের শেষ বিশ্বকাপ খেলা শাকিব 8 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ শাকিবই বাংলাদেশের হয়ে প্রথম উইকেটটি নেন ৷ এর পর নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে শাহিদির দল ৷ আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি নিজে 18 রান করে মেহেদি হাসানের শিকার হন ৷

লোয়ার-অর্ডারে আজমাতুল্লাহ ওমরজাই (22 রান) আফগানিস্তানের ইনিংসে রান যোগ করার চেষ্টা করলেও, তা যথেষ্ঠ ছিল না ৷ এ দিন রাশিদ খানও ব্যাটে কিছু করতে পারেননি ৷ তবে, শাকিব এবং মেহেদির স্পিন বোলিংয়ের কোনও জবাব ছিল না আফগানদের কাছে ৷ উল্লেখ্য, ধরমশালায় পেস বোলাররা সাধারণত সফল হন ৷ কিন্তু, প্রথম ইনিংসে বাংলাদেশের পেসারদের উপর শুরু থেকেই আক্রমণে যান গুরবাজ এবং ইব্রাহিম ৷ কিন্তু, শাকিবদের বিরুদ্ধে সেই নীতি বুমেরাং হয়ে যায় ৷

আরও পড়ুন: একশো'র মাইলস্টোন ছুঁল ভারত, 'ইস বার 100 পার' করে ইতিহাস গড়লেন অ্যাথলিটরা

এ দিন বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর একটি করে উইকেট নেন ৷ অন্যদিকে, শরিফুল ইসলাম 2 উইকেট নিয়েছেন ৷ 157 রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুতেই ওপেনার তানজিদ হাসানের উইকেট পড়ে গিয়েছে ৷ বাংলাদেশ 5 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 22 রান করেছে ৷

ধরমশালা, 7 অক্টোবর: শাকিব এবং মেহেদির দূরন্ত স্পিন বোলিংয়ের সৌজন্যে আফগানদের মাত্র 156 রান অল-আউট করল বাংলাদেশ ৷ ধরমশালায় বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান 3 উইকেট নিয়ে আফগানিস্তানের মিডল-অর্ডারে ধস নামান ৷ বাকি লোয়ার-অর্ডারকে প্যাভিলিয়নে ফেরান মেহেদি হাসান মিরাজ ৷ আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ 47 রান করেন রহমানুল্লাহ গুরুবাজ ৷ বাংলাদেশের সামনে 50 ওভারে 157 রানের টার্গেট ৷

এ দিন আফগানিস্তানের দুই ওপেনার শুরুটা ভালোই করেছিলেন ৷ কিন্তু, ইব্রাহিম জারদান (22 রান)-এর উইকেটের পরেই একের পর এক আফগান ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান ৷ যেখানে নিজের শেষ বিশ্বকাপ খেলা শাকিব 8 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন ৷ শাকিবই বাংলাদেশের হয়ে প্রথম উইকেটটি নেন ৷ এর পর নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে শাহিদির দল ৷ আফগান অধিনায়ক হসমাতুল্লাহ শাহিদি নিজে 18 রান করে মেহেদি হাসানের শিকার হন ৷

লোয়ার-অর্ডারে আজমাতুল্লাহ ওমরজাই (22 রান) আফগানিস্তানের ইনিংসে রান যোগ করার চেষ্টা করলেও, তা যথেষ্ঠ ছিল না ৷ এ দিন রাশিদ খানও ব্যাটে কিছু করতে পারেননি ৷ তবে, শাকিব এবং মেহেদির স্পিন বোলিংয়ের কোনও জবাব ছিল না আফগানদের কাছে ৷ উল্লেখ্য, ধরমশালায় পেস বোলাররা সাধারণত সফল হন ৷ কিন্তু, প্রথম ইনিংসে বাংলাদেশের পেসারদের উপর শুরু থেকেই আক্রমণে যান গুরবাজ এবং ইব্রাহিম ৷ কিন্তু, শাকিবদের বিরুদ্ধে সেই নীতি বুমেরাং হয়ে যায় ৷

আরও পড়ুন: একশো'র মাইলস্টোন ছুঁল ভারত, 'ইস বার 100 পার' করে ইতিহাস গড়লেন অ্যাথলিটরা

এ দিন বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর একটি করে উইকেট নেন ৷ অন্যদিকে, শরিফুল ইসলাম 2 উইকেট নিয়েছেন ৷ 157 রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুতেই ওপেনার তানজিদ হাসানের উইকেট পড়ে গিয়েছে ৷ বাংলাদেশ 5 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 22 রান করেছে ৷

Last Updated : Oct 7, 2023, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.