ETV Bharat / sports

T20 World Cup : ইংরেজদের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ বাংলাদেশ - Moeen Ali

মইন আলি, ক্রিস ওকসদের বিরুদ্ধে ব্যাট হাতে যে দৃঢ়তা দেখানোর প্রয়োজন ছিল তা দেখাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা ৷ বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে মরগ্যান-বাহিনীর বিরুদ্ধে মাত্র 124 রানে আটকে গেল বেঙ্গল টাইগার্সরা ৷

T20 World Cup
ইংরেজদের বিরুদ্ধে বড় রান তুলতে ব্যর্থ বাংলাদেশ
author img

By

Published : Oct 27, 2021, 5:31 PM IST

Updated : Oct 27, 2021, 6:03 PM IST

আবুধাবি, 27 অক্টোবর : শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে সুপার 12-এর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ৷ কিন্তু মইন আলি, ক্রিস ওকসদের বিরুদ্ধে ব্যাট হাতে যে দৃঢ়তা দেখানোর প্রয়োজন ছিল তা দেখাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা ৷ বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে মরগ্যান-বাহিনীর বিরুদ্ধে মাত্র 124 রানে আটকে গেল টাইগার্সরা ৷ সর্বাধিক 30 বলে 29 রান মুশফিকুর রহিমের ৷

ইংল্যান্ডের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে এদিন আবুধাবিতে টস জিতে প্রথমে ব্য়াটিং নেন বাংলাদেশ দলনায়ক মাহমুদুল্লাহ ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলাররা ছন্দে না থাকলেও ব্যাটাররা ভরসা জুগিয়েছিলেন ৷ এদিন সেই অর্থে বাংলাদেশের বড় কোনও পার্টনারশিপই তৈরি হয়নি ৷ মাত্র 26 রানে 3 উইকেট হারানো টাইগার্সদের টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদুল্লাহ ৷ কিন্তু জুটিতে 37 রানের বেশি ওঠেনি ৷ রহিম 30 বলে 29 রানে ফিরতেই ফের নিয়মিত ব্য়বধানে উইকেট হারানো শুরু হয় বাংলাদেশের ৷

19 রানে ডাগ-আউটে ফেরেন মাহমুদুল্লাহ ৷ নুরুল হাসান করেন 18 বলে 16, মেহদি হাসান করেন 11 বলে 10 ৷ তবে বাংলাদেশের রান এতদূরও পৌঁছত না যদি না নাসুম আহমেদ শেষদিকে ঝড় তোলার চেষ্টা করতেন ৷ নাসুমের 9 বলে অপরাজিত 19 রান বাংলাদেশকে 9 উইকেট হারিয়ে 124 রান তুলতে সাহায্য করে ৷ টাইগার্সদের স্বল্প রানে বেঁধে রাখতে ইংরেজদের বোলারদের কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ 4 ওভারে 27 রান দিয়ে সর্বাধিক 3 উইকেট নেন টাইমাল মিলস ৷

আরও পড়ুন : কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না, নমাজ-মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার

তবে সবচেয়ে কৃপণ বোলিং ক্রিস ওকসের ৷ 4 ওভারে মাত্র 12 রান খরচ করে 1 উইকেট নেন তিনি ৷ 2টি করে উইকেট নেন মইন আলি এবং লিয়াম লিভিংস্টোন ৷

আবুধাবি, 27 অক্টোবর : শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে সুপার 12-এর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ৷ কিন্তু মইন আলি, ক্রিস ওকসদের বিরুদ্ধে ব্যাট হাতে যে দৃঢ়তা দেখানোর প্রয়োজন ছিল তা দেখাতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা ৷ বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে মরগ্যান-বাহিনীর বিরুদ্ধে মাত্র 124 রানে আটকে গেল টাইগার্সরা ৷ সর্বাধিক 30 বলে 29 রান মুশফিকুর রহিমের ৷

ইংল্যান্ডের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে এদিন আবুধাবিতে টস জিতে প্রথমে ব্য়াটিং নেন বাংলাদেশ দলনায়ক মাহমুদুল্লাহ ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলাররা ছন্দে না থাকলেও ব্যাটাররা ভরসা জুগিয়েছিলেন ৷ এদিন সেই অর্থে বাংলাদেশের বড় কোনও পার্টনারশিপই তৈরি হয়নি ৷ মাত্র 26 রানে 3 উইকেট হারানো টাইগার্সদের টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদুল্লাহ ৷ কিন্তু জুটিতে 37 রানের বেশি ওঠেনি ৷ রহিম 30 বলে 29 রানে ফিরতেই ফের নিয়মিত ব্য়বধানে উইকেট হারানো শুরু হয় বাংলাদেশের ৷

19 রানে ডাগ-আউটে ফেরেন মাহমুদুল্লাহ ৷ নুরুল হাসান করেন 18 বলে 16, মেহদি হাসান করেন 11 বলে 10 ৷ তবে বাংলাদেশের রান এতদূরও পৌঁছত না যদি না নাসুম আহমেদ শেষদিকে ঝড় তোলার চেষ্টা করতেন ৷ নাসুমের 9 বলে অপরাজিত 19 রান বাংলাদেশকে 9 উইকেট হারিয়ে 124 রান তুলতে সাহায্য করে ৷ টাইগার্সদের স্বল্প রানে বেঁধে রাখতে ইংরেজদের বোলারদের কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ 4 ওভারে 27 রান দিয়ে সর্বাধিক 3 উইকেট নেন টাইমাল মিলস ৷

আরও পড়ুন : কারও ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য ছিল না, নমাজ-মন্তব্যে ক্ষমা চাইলেন ওয়াকার

তবে সবচেয়ে কৃপণ বোলিং ক্রিস ওকসের ৷ 4 ওভারে মাত্র 12 রান খরচ করে 1 উইকেট নেন তিনি ৷ 2টি করে উইকেট নেন মইন আলি এবং লিয়াম লিভিংস্টোন ৷

Last Updated : Oct 27, 2021, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.