ETV Bharat / sports

BAN vs IND 1st ODI: বিপর্যয়ে একা লড়লেন রাহুল, শাকিবের দাপটে 186 রানে শেষ ভারতের ইনিংস - ইবাদত হোসেন

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে (BAN vs IND 1st ODI) মাত্র 186 রানে অল আউট ভারত ৷ একমাত্র কেএল রাহুল অর্ধ-শতরান করেছেন (India All Out Only 186 Runs Against Bangladesh) ৷ বাংলাদেশের হয়ে শাকিব এবং ইবাদত হোসেন সবচেয়ে সফল বোলার ৷

BAN vs IND 1st ODI India All Out Only 186 Runs Against Bangladesh
BAN vs IND 1st ODI India All Out Only 186 Runs Against Bangladesh
author img

By

Published : Dec 4, 2022, 2:55 PM IST

ঢাকা, 4 ডিসেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে (BAN vs IND 1st ODI) ভারতের ব্যাটিং বিপর্যয় ৷ মাত্র 186 রানে অল-আউট ভারত (India All Out Only 186 Runs Against Bangladesh) ৷ একমাত্র কেএল রাহুল ছাড়া বাংলাদেশ বোলারদের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটার দাঁড়াতে পারেননি ৷ 73 রান করেন দক্ষিণী ব্যাটার ৷ বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান (Shakib Al Hasan) 5 উইকেট নিয়েছেন ৷ যেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট রয়েছে ৷

শের-ই-বাংলা স্টেডিয়ামের স্লো এবং লো-বাউন্সি উইকেটে শুরু থেকেই সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাররা ৷ এমনকি প্রথম 10 ওভারেই বল ব্যাটারের হাঁটুর নিচ দিয়ে উইকেট-কিপারের কাছে পৌঁছচ্ছিল ৷ এই পরিস্থিতিতে বাংলাদেশ অধিনায়ক হিসেবে অভিষেক করা লিটন দাস ষষ্ঠ ওভারেই মেহেদি হাসান মিরাজকে বোলিংয়ে নিয়ে আসেন ৷ প্রথম ওভারেই তিনি শিখর ধাওয়ানকে বোল্ড করেন ৷ এর পর শাকিব রোহিত এবং কোহলিকে একই ওভারে আউট করেন ৷

মাঝে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল ভারতের ইনিংসকে সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু শ্রেয়স মাত্র 24 বলে ইবাদত হোসেনের (Ebadot Hossain) বলে আউট হন ৷ একমাত্র কেএল রাহুল (KL Rahul) 70 বলে 73 রান করেন ৷ তিনিও ইবাদত হোসনের শিকার হন ৷ ওয়াশিংটন সুন্দর 43 বলে 19 রান করে শাকিবের শিকার হন ৷ শাহবাজ আহমেদ শূন্যতেই ইবাদত হোসেনের বলে শর্ট কভারে ক্যাচ আউট হন ৷ এর পর একে একে শার্দূল এবং দীপক চাহার প্যাভিলিয়নে ফেরেন ৷ প্রসঙ্গত, চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল এদিন চারজন অলরাউন্ডার খেলিয়েছিল ৷ যাঁদের মধ্যে 2 জন শূন্যতেই ফিরে যান ৷ বাকি দুই অলরাউন্ডারের মিলিত রান মাত্র 21 ৷

আরও পড়ুন: প্রথম একদিনের ম্যাচে টস জিতে বোলিং বাংলাদেশের, 4 অলরাউন্ডারকে দলে নিল ভারত

অন্যদিকে, বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান 5 উইকেট নিয়েছেন ৷ মিডিয়া পেসার ইবাদত হোসেন 4 উইকেট নিয়েছেন ৷ 1টি উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ৷ প্রসঙ্গত, শেষবার 2015 সালে ভারত বাংলাদেশের মাটি শেষবার একদিনের সিরিজ খেলেছিল ৷ সেবার ভারত 2-1 সিরিজ হারে ৷

ঢাকা, 4 ডিসেম্বর: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে (BAN vs IND 1st ODI) ভারতের ব্যাটিং বিপর্যয় ৷ মাত্র 186 রানে অল-আউট ভারত (India All Out Only 186 Runs Against Bangladesh) ৷ একমাত্র কেএল রাহুল ছাড়া বাংলাদেশ বোলারদের বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটার দাঁড়াতে পারেননি ৷ 73 রান করেন দক্ষিণী ব্যাটার ৷ বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান (Shakib Al Hasan) 5 উইকেট নিয়েছেন ৷ যেখানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেট রয়েছে ৷

শের-ই-বাংলা স্টেডিয়ামের স্লো এবং লো-বাউন্সি উইকেটে শুরু থেকেই সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাররা ৷ এমনকি প্রথম 10 ওভারেই বল ব্যাটারের হাঁটুর নিচ দিয়ে উইকেট-কিপারের কাছে পৌঁছচ্ছিল ৷ এই পরিস্থিতিতে বাংলাদেশ অধিনায়ক হিসেবে অভিষেক করা লিটন দাস ষষ্ঠ ওভারেই মেহেদি হাসান মিরাজকে বোলিংয়ে নিয়ে আসেন ৷ প্রথম ওভারেই তিনি শিখর ধাওয়ানকে বোল্ড করেন ৷ এর পর শাকিব রোহিত এবং কোহলিকে একই ওভারে আউট করেন ৷

মাঝে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল ভারতের ইনিংসকে সামাল দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু শ্রেয়স মাত্র 24 বলে ইবাদত হোসেনের (Ebadot Hossain) বলে আউট হন ৷ একমাত্র কেএল রাহুল (KL Rahul) 70 বলে 73 রান করেন ৷ তিনিও ইবাদত হোসনের শিকার হন ৷ ওয়াশিংটন সুন্দর 43 বলে 19 রান করে শাকিবের শিকার হন ৷ শাহবাজ আহমেদ শূন্যতেই ইবাদত হোসেনের বলে শর্ট কভারে ক্যাচ আউট হন ৷ এর পর একে একে শার্দূল এবং দীপক চাহার প্যাভিলিয়নে ফেরেন ৷ প্রসঙ্গত, চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল এদিন চারজন অলরাউন্ডার খেলিয়েছিল ৷ যাঁদের মধ্যে 2 জন শূন্যতেই ফিরে যান ৷ বাকি দুই অলরাউন্ডারের মিলিত রান মাত্র 21 ৷

আরও পড়ুন: প্রথম একদিনের ম্যাচে টস জিতে বোলিং বাংলাদেশের, 4 অলরাউন্ডারকে দলে নিল ভারত

অন্যদিকে, বাংলাদেশের হয়ে শাকিব আল হাসান 5 উইকেট নিয়েছেন ৷ মিডিয়া পেসার ইবাদত হোসেন 4 উইকেট নিয়েছেন ৷ 1টি উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ৷ প্রসঙ্গত, শেষবার 2015 সালে ভারত বাংলাদেশের মাটি শেষবার একদিনের সিরিজ খেলেছিল ৷ সেবার ভারত 2-1 সিরিজ হারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.