কেপটাউন, 29 ডিসেম্বর: প্রথম হারের পরেই ভারতীয় দলে বদল। দক্ষিণ আফ্রিকা-ভারত পরবর্তী টেস্ট কেপ টাউনে ৷ আগামী 3 থেকে 7 জানুয়ারি চলবে এই টেস্ট ম্যাচ ৷ তাতে চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অন্য পেসারকে দলে নিল ভারত। টেস্ট হারের পরের দিনই আরেক পেসার আবেশ খানকে নেওয়া হল দলে। শুক্রবার ভারতীয় দলে এই পেসারের অন্তর্ভূক্তি নিয়ে বিসিসিআইয়ের তরফে এক্সে এই কথা জানানো হয় ৷ যদিও দ্বিতীয় টেস্টে তিনি সুযোগ পাবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিন বিসিসিআইয়ের তরফে এক্সে বলা হয়েছে, "পুরুষ নির্বাচক কমিটি আবেশ খানকে মহম্মদ শামির বদলি হিসাবে বেছে নিয়েছে ৷ কেপটাউনে 3-7 জানুয়ারী 2024-এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য তাঁকে দলে জায়গা দেওয়া হয়েছে ৷ প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে তার পেসার ছিলেন ৷ তাঁরা যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর ৷ দলে জাগয়া না-পেলেও স্কোয়াডে রয়েছেন মুকেশ কুমারও। দ্বিতীয় টেস্টে এই পাঁচ জনের সঙ্গে দলে থাকবেন আবেশও। ছ'জন পেসারের মধ্যে থেকে হয়তো চার জনকে বেছে নেবে ভারত। সঙ্গে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন অথবা রবীন্দ্র জাদেজা।
-
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) December 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Avesh Khan added to India’s squad for 2nd Test.
Details 🔽 #TeamIndia | #SAvINDhttps://t.co/EsNGJAo8Vl
">🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) December 29, 2023
Avesh Khan added to India’s squad for 2nd Test.
Details 🔽 #TeamIndia | #SAvINDhttps://t.co/EsNGJAo8Vl🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) December 29, 2023
Avesh Khan added to India’s squad for 2nd Test.
Details 🔽 #TeamIndia | #SAvINDhttps://t.co/EsNGJAo8Vl
দ্বিতীয় টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রিত বুমরা (সবঅধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণা, কেএস ভারত (উইকে), অভিমন্যু ঈশ্বরণ, আভেশ খান ৷ এখন দ্বিতীয় টেস্টে জয়ে ফিরতে কোন 11 জনকে রাহুল দ্রাবিড়েরা বেছে নেন সেই দিকে নজর থাকবে।
আবেশ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সাদা বলের সিরিজে ছিলেন। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে টেস্ট খেলেননি ৷ মধ্যপ্রদেশের এই পেসার দেশের হয়ে আটটি এক দিনের ম্যাচ এবং 19টি টি-টোয়েন্টি খেলেছেন আবেশ। সব মিলিয়ে নিয়েছেন 27টি উইকেট।
আরও পড়ুন: