ETV Bharat / sports

T20 World Cup Final : মেগা ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠাল অজিরা

মেগা ফাইনালে মুখোমুখি দুই পড়শি দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৷ নয়া চ্য়াম্পিয়ন পাওয়ার অপেক্ষায় টি-20 ক্রিকেট ৷ হাইভোল্টেজ সেই ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠাল অজিরা ৷

T20 World Cup Final
মেগা ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠাল অজিরা
author img

By

Published : Nov 14, 2021, 7:07 PM IST

Updated : Nov 15, 2021, 6:07 AM IST

দুবাই, 14 নভেম্বর : টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি দুই পড়শি দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৷ নয়া চ্য়াম্পিয়ন পাওয়ার অপেক্ষায় টি-20 ক্রিকেট ৷ হাইভোল্টেজ সেই ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠাল অজিরা ৷ ম্য়াচের আগের দিন টসকে যতই গুরুত্ব না দেওয়ার বুলি আওড়ান না কেন, শিশিরের কথা মাথায় রেখে টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সাহস দেখালেন না অস্ট্রেলিয়া দলনায়ক অ্য়ারন ফিঞ্চ ৷

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টি-20 খেতাব জয়ের প্রত্যাশী ফিঞ্চ জানান, ফাইনালে তারা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছেন ৷ একইসঙ্গে বিপক্ষের তুলনায় মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকার কোনও জায়গা নেই বলেই জানান তিনি ৷ অন্যদিকে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, টস জিতলে তিনিও রান তাড়া করার পথেই হাঁটতেন ৷ তবে আপাতত অজিদের ঘাড়ে বড় রানের বোঝা চাপানোই লক্ষ্য বলে জানান কেন ৷

মিডল-অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার ডেভন কনওয়ের হাত ভাঙায় পরিবর্তে কিউয়িদের ফাইনালের একাদশে প্রবেশ করলেন টিম সেইফার্ট ৷ এছাড়া টানা দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের লক্ষ্য়ে নিউজিল্যান্ড একাদশ অপরিবর্তিত ৷

আরও পড়ুন : দুই পড়শির লড়াইয়ে আজ নয়া চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

একনজরে অস্ট্রেলিয়া একাদশ: ওয়ার্নার, ফিঞ্চ (অধিনায়ক), মার্শ, স্মিথ, ম্য়াক্সওয়েল, স্টোইনিস, ওয়েড (উইকেটরক্ষক), কামিন্স, স্টার্ক, জাম্পা এবং হ্য়াজেলউড ৷

একনজরে নিউজিল্যান্ড একাদশ: গাপটিল, মিচেল, উইলিয়ামসন (অধিনায়ক), সেইফার্ট (উইকেটরক্ষক), ফিলিপস, নিশম, স্য়ান্টনার, সাউদি, মিলনে, বোল্ট এবং সোধি ৷

দুবাই, 14 নভেম্বর : টি-20 বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি দুই পড়শি দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৷ নয়া চ্য়াম্পিয়ন পাওয়ার অপেক্ষায় টি-20 ক্রিকেট ৷ হাইভোল্টেজ সেই ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠাল অজিরা ৷ ম্য়াচের আগের দিন টসকে যতই গুরুত্ব না দেওয়ার বুলি আওড়ান না কেন, শিশিরের কথা মাথায় রেখে টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সাহস দেখালেন না অস্ট্রেলিয়া দলনায়ক অ্য়ারন ফিঞ্চ ৷

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টি-20 খেতাব জয়ের প্রত্যাশী ফিঞ্চ জানান, ফাইনালে তারা অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছেন ৷ একইসঙ্গে বিপক্ষের তুলনায় মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে থাকার কোনও জায়গা নেই বলেই জানান তিনি ৷ অন্যদিকে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, টস জিতলে তিনিও রান তাড়া করার পথেই হাঁটতেন ৷ তবে আপাতত অজিদের ঘাড়ে বড় রানের বোঝা চাপানোই লক্ষ্য বলে জানান কেন ৷

মিডল-অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার ডেভন কনওয়ের হাত ভাঙায় পরিবর্তে কিউয়িদের ফাইনালের একাদশে প্রবেশ করলেন টিম সেইফার্ট ৷ এছাড়া টানা দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের লক্ষ্য়ে নিউজিল্যান্ড একাদশ অপরিবর্তিত ৷

আরও পড়ুন : দুই পড়শির লড়াইয়ে আজ নয়া চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

একনজরে অস্ট্রেলিয়া একাদশ: ওয়ার্নার, ফিঞ্চ (অধিনায়ক), মার্শ, স্মিথ, ম্য়াক্সওয়েল, স্টোইনিস, ওয়েড (উইকেটরক্ষক), কামিন্স, স্টার্ক, জাম্পা এবং হ্য়াজেলউড ৷

একনজরে নিউজিল্যান্ড একাদশ: গাপটিল, মিচেল, উইলিয়ামসন (অধিনায়ক), সেইফার্ট (উইকেটরক্ষক), ফিলিপস, নিশম, স্য়ান্টনার, সাউদি, মিলনে, বোল্ট এবং সোধি ৷

Last Updated : Nov 15, 2021, 6:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.