ETV Bharat / sports

WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ইয়ান চ্যাপেলের ফেভারিট অস্ট্রেলিয়া - রোহিত শর্মা

17 দিনের মাথায় লন্ডনের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ ভারত বনাম অস্ট্রেলিয়া এই ম্যাচে অজিদের এগিয়ে রাখছে তাদের প্রাক্তন অধিনায়ক ৷ আর এর পিছনে অন্যতম কারণ, একাধিক ভারতের একাধিক সিনিয়র ক্রিকেটারের দলে না থাকা ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023
author img

By

Published : May 21, 2023, 10:11 PM IST

হায়দরাবাদ, 21 মে: এ বছরের আইপিএল তার শেষ লগ্নে ৷ তারই মধ্যে শুরু হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে অজিদের স্নায়ু-যুদ্ধ ৷ ইংলিশ আবহাওয়ায় অস্ট্রেলিয়ান পেসাররা বেশি সাহায্য পাবেন বলে মন্তব্য করলেন প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল ৷ আর জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্তের অনুপস্থিতি ভারতকে ভোগাবে বলে মনে করেন প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ব্যাটার ৷ আগামী মাসে 7 জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ লন্ডনের ওভালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া ৷

2021 সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে ৷ সেবার টেস্ট চ্যাম্পিয়নের খেতাব অধরা থেকে গিয়েছিল ৷ দ্বিতীয়বারে ফের সুযোগ ভারতের সামনে ৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত চাইবে দ্বিতীয়বারে যেন সুযোগ নষ্ট না হয় ৷ তার জন্য সবরকম চেষ্টাই রোহিত-বিরাটরা করবেন ৷ তবে, এটাও সত্যি চোট সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে ভারত ৷ আগেই ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্ত ৷ এমনকি শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও নেই ৷ ফলে ভারতের ক্ষেত্রে কাজটা কিছুটা হলেও কঠিন অবশ্যই ৷

আর তাই নিয়েই এবার ভারতের বিরুদ্ধে স্নায়ুর লড়াই শুরু করে দিল অজিরা ৷ আর সেই কাজে সবার আগে নামলেন বর্ষীয়ান প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান চ্যাপেল ৷ তিনি মনে করেন ওভালের মাঠে অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে থেকে নামবে ৷ আর এই আত্মবিশ্বাসের কারণ অস্ট্রেলিয়ার বোলিং ৷ তাঁর মতে, ‘‘জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্তের চোট ভারতীয় দলে প্রভাব ফেলবে ৷ কিন্তু, এই দুই ক্রিকেটার থাকলে ভারত একমাত্র দাবিদার হত ফাইনাল জেতার ৷ হার্দিক পান্ডিয়ার মতো অল-রাউন্ডার দলে না-থাকাও আমাকে অবাক করেছে ৷ ও ভারতকে ফাইনাল লাইন পার করতে সাহায্য করত ৷’’

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের পরিবর্ত ঈশান, ঘোষণা বিসিসিআইয়ের

পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে থাকা অধিকাংশ ক্রিকেটার সরাসরি আইপিএল খেলে একমাত্র টেস্ট খেলতে নামবে ৷ তাই চ্যাপেল মনে করেন টি-20 ফরম্যাট থেকে সরাসরি টেস্টে শিফট করা কখনই সম্ভব নয় ৷ এর জন্য ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুত থাকবেন না বলে জানান চ্যাপেল ৷ তবে, আইপিএল-এর ম্যাচ প্র্যাকটিস ভারতীয় ব্যাটারদের ক্রিজে সেট হতে সাহায্য করবে বলে মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক ৷ আইপিএল-এ দ্রুত রান করার তাগিদ থাকে ক্রিকেটারদের ৷ সেই অভ্যেস টেস্টে ভারতীয় ব্যাটারদের রান তুলতে সাহায্য করতে পারে ৷ তবে, অস্ট্রেলিয়ান বোলিংয়ের সামনে সেই কাজটা মোটেই সহজ হবে না বলে বিশ্বাস তাঁর ৷

হায়দরাবাদ, 21 মে: এ বছরের আইপিএল তার শেষ লগ্নে ৷ তারই মধ্যে শুরু হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে অজিদের স্নায়ু-যুদ্ধ ৷ ইংলিশ আবহাওয়ায় অস্ট্রেলিয়ান পেসাররা বেশি সাহায্য পাবেন বলে মন্তব্য করলেন প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল ৷ আর জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্তের অনুপস্থিতি ভারতকে ভোগাবে বলে মনে করেন প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ব্যাটার ৷ আগামী মাসে 7 জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ লন্ডনের ওভালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া ৷

2021 সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে ৷ সেবার টেস্ট চ্যাম্পিয়নের খেতাব অধরা থেকে গিয়েছিল ৷ দ্বিতীয়বারে ফের সুযোগ ভারতের সামনে ৷ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত চাইবে দ্বিতীয়বারে যেন সুযোগ নষ্ট না হয় ৷ তার জন্য সবরকম চেষ্টাই রোহিত-বিরাটরা করবেন ৷ তবে, এটাও সত্যি চোট সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে ভারত ৷ আগেই ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্ত ৷ এমনকি শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুলও নেই ৷ ফলে ভারতের ক্ষেত্রে কাজটা কিছুটা হলেও কঠিন অবশ্যই ৷

আর তাই নিয়েই এবার ভারতের বিরুদ্ধে স্নায়ুর লড়াই শুরু করে দিল অজিরা ৷ আর সেই কাজে সবার আগে নামলেন বর্ষীয়ান প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান চ্যাপেল ৷ তিনি মনে করেন ওভালের মাঠে অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে থেকে নামবে ৷ আর এই আত্মবিশ্বাসের কারণ অস্ট্রেলিয়ার বোলিং ৷ তাঁর মতে, ‘‘জসপ্রীত বুমরা এবং ঋষভ পন্তের চোট ভারতীয় দলে প্রভাব ফেলবে ৷ কিন্তু, এই দুই ক্রিকেটার থাকলে ভারত একমাত্র দাবিদার হত ফাইনাল জেতার ৷ হার্দিক পান্ডিয়ার মতো অল-রাউন্ডার দলে না-থাকাও আমাকে অবাক করেছে ৷ ও ভারতকে ফাইনাল লাইন পার করতে সাহায্য করত ৷’’

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহুলের পরিবর্ত ঈশান, ঘোষণা বিসিসিআইয়ের

পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে থাকা অধিকাংশ ক্রিকেটার সরাসরি আইপিএল খেলে একমাত্র টেস্ট খেলতে নামবে ৷ তাই চ্যাপেল মনে করেন টি-20 ফরম্যাট থেকে সরাসরি টেস্টে শিফট করা কখনই সম্ভব নয় ৷ এর জন্য ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুত থাকবেন না বলে জানান চ্যাপেল ৷ তবে, আইপিএল-এর ম্যাচ প্র্যাকটিস ভারতীয় ব্যাটারদের ক্রিজে সেট হতে সাহায্য করবে বলে মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক ৷ আইপিএল-এ দ্রুত রান করার তাগিদ থাকে ক্রিকেটারদের ৷ সেই অভ্যেস টেস্টে ভারতীয় ব্যাটারদের রান তুলতে সাহায্য করতে পারে ৷ তবে, অস্ট্রেলিয়ান বোলিংয়ের সামনে সেই কাজটা মোটেই সহজ হবে না বলে বিশ্বাস তাঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.