আমেদাবাদ, 8 মার্চ: স্টপগ্যাপ অধিনায়ক স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজার চওড়া ব্যাট ক্রমেই কপালে ভাঁজ ফেলছিল রোহিত শর্মার ৷ কিন্তু বিরতির পর ত্রাতা মধুসূদন হয়ে দেখা দিলেন রবীন্দ্র জাদেজা ৷ চলতি সিরিজে যাঁর কবজির মোচড়ে বারেবারে বিপদে পড়েছে সফরকারী দল ৷ 2 উইকেটে 75 রান নিয়ে মধ্যাহ্নভোজের পর খেলা শুরু করা অস্ট্রেলিয়া প্রথমদিনের দ্বিতীয় সেশনে কোনও উইকেট হারায়নি ৷ উসমান খোয়াজার সঙ্গে জুটিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন অধিনায়ক স্মিথ ৷ 2 উইকেটে 149 রান তুলে চা-বিরতিতে যায় ক্যাঙারুব্রিগেড ৷
কিন্তু তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু ঘটান রবীন্দ্র জাদেজা ৷ বলা যায় বিপক্ষ অধিনায়ককে ক্লিন বোল্ড করে দলকে ম্যাচে ফেরান সৌরাষ্ট্র অলরাউন্ডার ৷ 135 বলে 38 রানে প্যাভিলিয়নে ফেরেন অজি অধিনায়ক ৷ যদিও টিম ইন্ডিয়ার উদ্বেগ জারি রেখে ক্রিজে রয়েছেন ওপেনার উসমান খোয়াজা ৷ 67 রানে অপরাজিত রয়েছেন বাঁ-হাতি ব্যাটার ৷ সঙ্গে রয়েছেন মার্নাস ল্যাবুশেন ৷
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন শুরুটা ভালোই করেছিল অজিরা । অর্ধশতরানের জুটি গড়েন দুই ওপেনার ট্রেভিস হেড এবং উসমান খোয়াজা ৷ দলীয় 61 রানের মাথায় রবি অশ্বিনের দুরন্ত বলে ব্যক্তিগত 32 রানে ফিরে যান ট্রেভিস হেড। এরপর 20 বলে 3 রান করে শামির দুরন্ত সুইংয়ে আউট হন ল্যাবুশেন ৷ এরপরই হাল ধরেন উসমান খোয়াজা এবং স্টিভ স্মিথ।
'মাস্ট উইন' টেস্টে একটি পরিবর্তন এসেছে ভারতীয় দলে ৷ মহম্মদ সিরাজের বদলে একাদশে এসেছেন মহম্মদ শামি (Mohammed Shami replaces Mohammed Siraj)। অন্যদিকে অপরিবর্তিতই রয়েছে অজিদের একাদশ । ইন্দোরে 9 উইকেটে জিতে ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া । আমেদাবাদে জিতলে ওভালের ফাইনালে নামার ছাড়পত্র পেয়ে যাবে ভারতও । ফলে প্রথম সেশন থেকেই স্টিভ স্মিথদের চেপে ধরার চেষ্টা করবে ভারত (Australia chose to bat against India) ।
-
The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and The Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese have arrived at the stadium! @narendramodi | @PMOIndia | @AlboMP | #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/5bijT2ENJ5
— BCCI (@BCCI) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and The Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese have arrived at the stadium! @narendramodi | @PMOIndia | @AlboMP | #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/5bijT2ENJ5
— BCCI (@BCCI) March 9, 2023The Honourable Prime Minister of India, Shri Narendra Modiji and The Honourable Prime Minister of Australia, Mr Anthony Albanese have arrived at the stadium! @narendramodi | @PMOIndia | @AlboMP | #TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/5bijT2ENJ5
— BCCI (@BCCI) March 9, 2023
মোতেরায় ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, মহম্মদ শামি
মোতেরায় অস্ট্রেলিয়ার একাদশ: ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মারনাস লাবুসেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, টড মরফি, নাথান লায়ন, ম্যাথিউ কুহনেম্যান
আরও পড়ুন: বোলারের থেকে একধাপ এগিয়ে থাকতে হবে, ব্যাটিং নিয়ে মত রোহিতের
বৃহস্পতিবার বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের প্রথমদিন স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস ৷ দুই প্রধানমন্ত্রী মাঠে ল্যাপও দিয়েছেন । ক্রিকেটের হাত ধরেই কূটনৈতিক সম্পর্ক বাড়বে, অভিমত ওয়াকিবহাল মহলের ।
আরও পড়ুন: শাস্ত্রীয় বচনে মনোক্ষুণ্ণ ভারত অধিনায়ক, প্রাক্তন কোচকে 'বহিরাগত' বললেন রোহিত