কলকাতা, 10 সেপ্টেম্বর: একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch will Retire from ODI Cricket) ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের শেষ ম্যাচ খেলবেন তিনি ৷ ফলে রবিবারই আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষ বার মাঠে নামবেন তিনি ৷ তবে, টি20 ক্রিকেট খেলবেন ৷ আগামী মাসে অস্ট্রেলিয়ার মাঠে আয়োজিত টি20 বিশ্বকাপে ক্যাঙ্গারু ব্রিগেডকে নেতৃত্বও দেবেন ফিঞ্চ ৷
অবসর ঘোষণার পর নিজের আন্তর্জাতিক কেরিয়ারে অস্ট্রেলিয়ান দলের সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন অ্যারন ফিঞ্চ ৷ তিনি বলেন, ‘‘ এটি একটি অসাধারণ সফর ছিল ৷ অনেক অসাধারণ স্মৃতি রয়েছে ৷ আমি খুব ভাগ্যবান যে, কয়েকটি দুর্দান্ত ওয়ান ডে দলের অংশ হতে পেরেছি ৷ পাশাপাশি আমি যাঁদের সঙ্গে খেলেছি এবং যাঁরা নেপথ্যে থেকেছেন তাদের সকলের সাহায্য পেয়েছি ৷’’
এর পরেই অ্যারন ফিঞ্চ তাঁর বিবৃতিতে বলেন, ‘‘আগামী বিশ্বকাপ জেতার জন্য নতুন অধিনায়ক তৈরি করার এটাই উপযুক্ত সময় ৷ আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই ।’’ প্রসঙ্গত, অ্যারন ফিঞ্চ এ বছর একদিনের ক্রিকেটে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ৷ শেষ 13 ইনিংসে মাত্র 169 রান করেছেন ৷ আর শেষ 12টি ইনিংসের মধ্যে 5টিতে শূন্য রানে আউট হয়েছেন ফিঞ্চ ৷ এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’দিন আগে খেলা একদিনের ম্যাচেও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷
-
A true champion of the white-ball game.
— Cricket Australia (@CricketAus) September 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Aaron Finch will retire from one-day cricket after tomorrow’s third and final Dettol ODI vs New Zealand, with focus shifting to leading Australia at the #T20WorldCup pic.twitter.com/SG8uQuTVGc
">A true champion of the white-ball game.
— Cricket Australia (@CricketAus) September 9, 2022
Aaron Finch will retire from one-day cricket after tomorrow’s third and final Dettol ODI vs New Zealand, with focus shifting to leading Australia at the #T20WorldCup pic.twitter.com/SG8uQuTVGcA true champion of the white-ball game.
— Cricket Australia (@CricketAus) September 9, 2022
Aaron Finch will retire from one-day cricket after tomorrow’s third and final Dettol ODI vs New Zealand, with focus shifting to leading Australia at the #T20WorldCup pic.twitter.com/SG8uQuTVGc
আরও পড়ুন: এবি থেকে শোয়েব, বাদ গেলেন না সুনীল ছেত্রীও; বিরাট বন্দনায় ক্রীড়ামহল
ফিঞ্চ জানিয়েছেন, তিনি অনেকদিন ধরেই ভারতে আয়োজিত 2023 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ৷ কিন্তু, জিম্বাবোয়ে সফরের আগে তিনি ভাবনাচিন্তা শুরু করেন ৷ কারণ, তাঁর বর্তমান ফর্ম নিয়ে 2023 সালের বিশ্বকাপে নামা সম্ভব নয় বলেই মনে করছেন ফিঞ্চ ৷ আর তাই বিশ্বকাপে মাঠে নামার কথা ভাবতেও চাইছেন না ৷ পাশাপাশি, তাঁর হাঁটুর চোটও রয়েছে ৷ তবে, সেটি বেশি সমস্যা তৈরি করছে না ৷ কিন্তু, কাঁধেও একটি চোট পেয়েছেন ফিঞ্চ ৷ সেই চোটের কারণে খেলতে সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়কের ৷ সবমিলিয়ে টি20 বিশ্বকাপের আগে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অ্যারন ফিঞ্চ ৷ একদিনের ক্রিকেটে ফিঞ্চের 17টি সেঞ্চুরি রয়েছেন ৷ সেঞ্চুরির নিরিখে অজি ক্রিকেটারদের তালিকায় তাঁর অবস্থান 4 নম্বরে ৷ তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং (29), ডেভিড ওয়ার্নার (18) এবং মার্ক ওয়া (18) ৷
আরও পড়ুন: কাটল শতরানের বিরাট খরা, কোহলির কামব্যাকে আবেগী অনুষ্কাও