উজ্জয়িনী, 26 ফেব্রুয়ারি: তবে কি ফর্মে ফিরতেই সস্ত্রীক হাজির উজ্জয়িনীর মহাকালেশ্বরে (Athiya Shetty and KL Rahul Visit Mahakaleshwar)মন্দিরে ? কেএল রাহুল-আথিয়া শেট্টির বিয়ের এক মাস পূর্ণ হয়েছে দু'দিন আগেই ৷ হানিমুন তো দূর, বিয়ের পরই রাহুল জাতীয় দলে যোগ দিয়েছেন। তবে জাতীয় দলের তারকা ব্যাটার একেবারেই ফর্মে নেই। ফর্মের গেরোয় বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের আগে তাঁকে সহ-অধিনায়কের পদ থেকেও সরানো হয়েছে ৷ তাই অনুরাগীরা মনে করছেন ইন্দোর টেস্টে ব্যাট হাতে জ্বলে ওঠার জন্যেই বুঝি বাবা মহাকালেশ্বরে পুজো দিলেন রাহুল? এদিন আথিয়া শেট্টিকে সঙ্গে নিয়ে মহাকালেশ্বর মন্দিরে গর্ভগৃহে পুজো দেন তিনি ৷
কেএল রাহুল ও আথিয়া শেট্টি এদিন মন্দিরের নবগ্রহতে গিয়ে আরতিও করেন। এরপর পুরো মন্দির চত্বরও ঘুরে দেখেন তাঁরা। বিয়ের পর এই প্রথম রাহুল ও আথিয়াকে একসঙ্গে দেখা গেল। এদিন গেরুয়া বসনে রাহুল মন্দিরে পুজো দিয়েছেন। অন্যদিকে সুনীল-কন্যা আথিয়ার পরনে ছিল হলুদ রংয়ের চুড়িদার। গত 23 জানুয়ারি সুনীল শেট্টির খান্ডালার একটি বাংলোতে বিয়ের আসর বসেছিল সেলেব জুটির।
তবে বলি অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরও বাইশ গজে রাহুলের ভাগ্য ফেরেনি। রাহুলের ব্যাটে দীর্ঘদিন রানের খরা চলছে। চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই টেস্টে তিনটি ইনিংস মিলিয়ে রাহুলের সংগৃহীত রানসংখ্যা 38 (20, 17, 1) ৷ সম্প্রতি তাঁকে দলের সহ-অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে। তবে অফফর্মে থাকলেও তাঁকে দলে রাখা হয়েছে। অজিদের বিরুদ্ধে দু'টো টেস্টের পর তিনম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত।
-
Jab insaan har jagah se haar jaata hai to bhagwan hi sahara dete hain 💙🧡🙏#KLRahulpic.twitter.com/YT2HHmTv33
— Prayag (@theprayagtiwari) February 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jab insaan har jagah se haar jaata hai to bhagwan hi sahara dete hain 💙🧡🙏#KLRahulpic.twitter.com/YT2HHmTv33
— Prayag (@theprayagtiwari) February 26, 2023Jab insaan har jagah se haar jaata hai to bhagwan hi sahara dete hain 💙🧡🙏#KLRahulpic.twitter.com/YT2HHmTv33
— Prayag (@theprayagtiwari) February 26, 2023
আরও পড়ুন: দলে থাকলেও কেএল রাহুলকে সরানো হল সহঅধিনায়কের পদ থেকে
সেই সিরিজেও দলে রয়েছেন রাহুল। তারপর শুরু হবে আইপিএল (IPL 2023)। রাহুল কত তাড়াতাড়ি রানে ফেরেন, সেইদিকে তাকিয়ে সকলে। অন্যদিকে, প্রাক্তন ক্রিকেটাররা কেএল রাহুলকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। হরভজন সিং, রাহুলকে কিছুদিন বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে দলে ফেরার পরামর্শ দিয়েছেন। যদিও কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা কেএল রাহুলকে সুযোগ দিয়ে যেতে চান। সোশাল মিডিয়ায় নেটিজেনরা তাই বলতে শুরু করেছেন পুরনো ফর্ম ফিরে পেতেই মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন রাহুল।