ETV Bharat / sports

Asia Cup: বাবরদের বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু রোহিতদের, 2 সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারত-পাক মহারণ - ক্যান্ডিতে ভারত পাক মহারণ

2 সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান ৷ দ্বীপরাষ্ট্রে ফাইনাল 17 সেপ্টেম্বর ৷ এশিয়া কাপের সূচি ঘোষণা করল এসিসি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 19, 2023, 8:18 PM IST

Updated : Jul 19, 2023, 9:12 PM IST

কলম্বো, 19 জুলাই: ঘোষিত এশিয়া কাপের সূচি ৷ প্রথম ম্যাচেই নামছে পাকিস্তান ৷ প্রতিপক্ষ, নেপাল ৷ অন্যদিকে, 2 সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারত-পাকিস্তান মহারণ ৷ সুপার ফোরের ম্যাচ শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে ৷ কলম্বোয় 17 তারিখ ফাইনাল ৷ বুধবার এশিয়া কাপের সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷

চলতি সংস্করণে এশিয়া কাপে খেলবে ছ’টি দল । 50 ওভারের ফর্ম্যাটে হবে টুর্নামেন্ট ৷ ভারত রয়েছে গ্রুপ এ-তে ৷ ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল । অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা । 2 সেপ্টেম্বর পাকিস্তান ও 4 সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে খেলবে রোহিত অ্যান্ড কোং। ভারতের দু'টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে ৷ অন্যদিকে গ্রুপ বি'র ম্যাচে 31 অগস্ট বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে । টাইগারদের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে । 3 সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে দুই দল । গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে আফগানিস্তান ।

আরও পড়ুন: 'যশস্বী অসাধারণ প্রতিভা', বিশ্বকাপের দলে জয়সওয়ালকে চাইছেন সৌরভ

দু'টি গ্রুপ থেকে দু'টি করে দল নিয়ে শুরু হবে সুপার ফোর পর্ব ৷ এই পর্বের প্রথম ম্যাচটি হবে লাহোরে ৷ বাকি 5টি ম্যাচের দায়িত্ব পেয়েছে কলম্বো ৷ এবারে পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুই দেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ৷ গ্রুপ ও সুপার ফোর মিলিয়ে পাকিস্তান পেয়েছে মোট 4টি ম্যাচ ৷ বাকি 9টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়, তার মধ্যে রয়েছে ফাইনালও ৷

একনজরে এশিয়া কাপের সূচি:

  • 30 অগস্ট: পাকিস্তান বনাম নেপাল, মুলতান
  • 31 অগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ক্যান্ডি
  • 2 সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, ক্যান্ডি
  • 3 সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, লাহোর
  • 4 সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল, ক্যান্ডি
  • 5 সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর

6 সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের ম্যাচ ৷ মুখোমুখি হবে দুই গ্রুপের সেরা চারটি দল ৷

আরও পড়ুন: বিশ্বকাপের রোড-ম্যাপ নিয়ে রোহিত-রাহুলের সঙ্গে আলোচনা করবেন আগরকর

কলম্বো, 19 জুলাই: ঘোষিত এশিয়া কাপের সূচি ৷ প্রথম ম্যাচেই নামছে পাকিস্তান ৷ প্রতিপক্ষ, নেপাল ৷ অন্যদিকে, 2 সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারত-পাকিস্তান মহারণ ৷ সুপার ফোরের ম্যাচ শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে ৷ কলম্বোয় 17 তারিখ ফাইনাল ৷ বুধবার এশিয়া কাপের সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷

চলতি সংস্করণে এশিয়া কাপে খেলবে ছ’টি দল । 50 ওভারের ফর্ম্যাটে হবে টুর্নামেন্ট ৷ ভারত রয়েছে গ্রুপ এ-তে ৷ ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল । অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা । 2 সেপ্টেম্বর পাকিস্তান ও 4 সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে খেলবে রোহিত অ্যান্ড কোং। ভারতের দু'টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে ৷ অন্যদিকে গ্রুপ বি'র ম্যাচে 31 অগস্ট বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে । টাইগারদের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে । 3 সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে দুই দল । গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে আফগানিস্তান ।

আরও পড়ুন: 'যশস্বী অসাধারণ প্রতিভা', বিশ্বকাপের দলে জয়সওয়ালকে চাইছেন সৌরভ

দু'টি গ্রুপ থেকে দু'টি করে দল নিয়ে শুরু হবে সুপার ফোর পর্ব ৷ এই পর্বের প্রথম ম্যাচটি হবে লাহোরে ৷ বাকি 5টি ম্যাচের দায়িত্ব পেয়েছে কলম্বো ৷ এবারে পাকিস্তান ও শ্রীলঙ্কা, দুই দেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ৷ গ্রুপ ও সুপার ফোর মিলিয়ে পাকিস্তান পেয়েছে মোট 4টি ম্যাচ ৷ বাকি 9টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়, তার মধ্যে রয়েছে ফাইনালও ৷

একনজরে এশিয়া কাপের সূচি:

  • 30 অগস্ট: পাকিস্তান বনাম নেপাল, মুলতান
  • 31 অগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ক্যান্ডি
  • 2 সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, ক্যান্ডি
  • 3 সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান, লাহোর
  • 4 সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল, ক্যান্ডি
  • 5 সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, লাহোর

6 সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের ম্যাচ ৷ মুখোমুখি হবে দুই গ্রুপের সেরা চারটি দল ৷

আরও পড়ুন: বিশ্বকাপের রোড-ম্যাপ নিয়ে রোহিত-রাহুলের সঙ্গে আলোচনা করবেন আগরকর

Last Updated : Jul 19, 2023, 9:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.