ETV Bharat / sports

Asia Cup 2022 পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে দল, জানালেন রাহুল - বিরাট কোহলি

রবিবারের মহাসংগ্রামের জন্য ভারতীয় দল মুখিয়ে রয়েছে ৷ এমনটাই জানালেন সহ অধিনায়ক কেএল রাহুল ৷ দুবাইতে এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন রোহিতের ডেপুটি ৷

excited-for-india-pakistan-clash-kl-rahul-ahead-of-asia-cup-opener
excited-for-india-pakistan-clash-kl-rahul-ahead-of-asia-cup-opener
author img

By

Published : Aug 27, 2022, 11:35 AM IST

দুবাই, 27 অগস্ট: রবিবার 28 অগস্ট এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ যে ম্যাচ খেলতে ভারতীয় দল মুখিয়ে রয়েছে ৷ সাংবাদিক বৈঠকে এসে এমনটাই জানালেন, সহ-অধিনায়ক কেএল রাহুল (Team India in Excited for Pakistan Clash) ৷ তিনি বলেন, ‘‘আমরা খুবই উত্তেজিত এবং আমরা সবসময় ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে থাকি ৷’’

এদিন রাহুল জানান, ‘‘এই বড় টুর্নামেন্টগুলি সবসময়ই উত্তেজনাপূর্ণ হয় এবং প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস রয়েছে ৷ আর ম্যাচ সব সময় হাই-ইন্টেনসিটির হয় ৷ আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি ৷ আর এই ম্যাচে নতুনভাবে শুরু করার জন্য মুখিয়ে রয়েছি ৷’’ প্রসঙ্গত, শেষবার দুবাইতেই টি-20 বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ৷ যেখানে প্রথমবার বিশ্বকাপের যেকোনও ফরম্যাটে ভারতকে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল (India vs Pakistan) ৷ শুধু হারই নয়, 10 উইকেটে ম্যাচ হারতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে ৷

আর তাই এবারে কোনও ভুলত্রুটি করতে নারাজ ভারত ৷ এনিয়ে কেএল রাহুল (KL Rahul) বলেন, ‘‘যে কোনও ম্যাচে হার আপনাকে কষ্ট দেয় ৷ আর সেটা বিশ্বকাপ ভারতের প্রথম হার ছিল পাকিস্তানের বিরুদ্ধেই ৷ ম্যাচের আগে আমরা খুবই উত্তেজিত ছিল ৷ এবার আমরা আরও একটা সুযোগ পেয়েছি একে অপরের মুখোমুখি হওয়ার ৷ এটা একটা প্রতিযোগিতা যাকে আমরা খেলোয়াড়ি মনোভাবের সঙ্গেই বিবেচনা করি ৷ আর মনে রাখতে হবে, প্রতিটি ম্যাচই শূন্য থেকে শুরু করতে হয় ৷’’

আরও পড়ুন: গলায় লাল সিং চাড্ডা স্তুতি, সেনকোর নয়া কমার্শিয়ালে আলিবাবার অবতারে সৌরভ

পাশাপাশি, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার আগে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে ৷ তার উপর ইংল্যান্ড সফরের পর আর মাঠে নামেননি বিরাট ৷ ওই সিরিজেও তাঁর ব্যাটে রান ছিল না ৷ ফলে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ যা নিয়ে কেএল জানান, প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে ৷ তবে, বিরাট কোহলির মতো বড় খেলোয়াড়ের সেই সবে কিছু যায় আসে না বলে মনে করেন রাহুল ৷ পাশাপাশি, বিরাট তাঁর খেলা নিয়ে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন ৷ তবে, প্রশ্ন একটাই, নেট প্র্যাক্টিস আর ম্যাচ প্র্যাক্টিস, এই দুইয়ের মাঝের সীমারেখা কি কখনও এক হতে পারে... তা সময়ই বলবে ৷

আরও পড়ুন: আমাদেরও বুমরা নেই, আফ্রিদির অনুপস্থিতিতে ভারতকে এগিয়ে রাখতে নারাজ মহারাজ

দুবাই, 27 অগস্ট: রবিবার 28 অগস্ট এশিয়া কাপে (Asia Cup 2022) পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ যে ম্যাচ খেলতে ভারতীয় দল মুখিয়ে রয়েছে ৷ সাংবাদিক বৈঠকে এসে এমনটাই জানালেন, সহ-অধিনায়ক কেএল রাহুল (Team India in Excited for Pakistan Clash) ৷ তিনি বলেন, ‘‘আমরা খুবই উত্তেজিত এবং আমরা সবসময় ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে থাকি ৷’’

এদিন রাহুল জানান, ‘‘এই বড় টুর্নামেন্টগুলি সবসময়ই উত্তেজনাপূর্ণ হয় এবং প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস রয়েছে ৷ আর ম্যাচ সব সময় হাই-ইন্টেনসিটির হয় ৷ আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়েছি ৷ আর এই ম্যাচে নতুনভাবে শুরু করার জন্য মুখিয়ে রয়েছি ৷’’ প্রসঙ্গত, শেষবার দুবাইতেই টি-20 বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ৷ যেখানে প্রথমবার বিশ্বকাপের যেকোনও ফরম্যাটে ভারতকে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল (India vs Pakistan) ৷ শুধু হারই নয়, 10 উইকেটে ম্যাচ হারতে হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে ৷

আর তাই এবারে কোনও ভুলত্রুটি করতে নারাজ ভারত ৷ এনিয়ে কেএল রাহুল (KL Rahul) বলেন, ‘‘যে কোনও ম্যাচে হার আপনাকে কষ্ট দেয় ৷ আর সেটা বিশ্বকাপ ভারতের প্রথম হার ছিল পাকিস্তানের বিরুদ্ধেই ৷ ম্যাচের আগে আমরা খুবই উত্তেজিত ছিল ৷ এবার আমরা আরও একটা সুযোগ পেয়েছি একে অপরের মুখোমুখি হওয়ার ৷ এটা একটা প্রতিযোগিতা যাকে আমরা খেলোয়াড়ি মনোভাবের সঙ্গেই বিবেচনা করি ৷ আর মনে রাখতে হবে, প্রতিটি ম্যাচই শূন্য থেকে শুরু করতে হয় ৷’’

আরও পড়ুন: গলায় লাল সিং চাড্ডা স্তুতি, সেনকোর নয়া কমার্শিয়ালে আলিবাবার অবতারে সৌরভ

পাশাপাশি, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার আগে বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে প্রশ্ন রয়েছে ৷ তার উপর ইংল্যান্ড সফরের পর আর মাঠে নামেননি বিরাট ৷ ওই সিরিজেও তাঁর ব্যাটে রান ছিল না ৷ ফলে তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ যা নিয়ে কেএল জানান, প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে ৷ তবে, বিরাট কোহলির মতো বড় খেলোয়াড়ের সেই সবে কিছু যায় আসে না বলে মনে করেন রাহুল ৷ পাশাপাশি, বিরাট তাঁর খেলা নিয়ে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন ৷ তবে, প্রশ্ন একটাই, নেট প্র্যাক্টিস আর ম্যাচ প্র্যাক্টিস, এই দুইয়ের মাঝের সীমারেখা কি কখনও এক হতে পারে... তা সময়ই বলবে ৷

আরও পড়ুন: আমাদেরও বুমরা নেই, আফ্রিদির অনুপস্থিতিতে ভারতকে এগিয়ে রাখতে নারাজ মহারাজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.