ETV Bharat / sports

Arun Lal: 'কয়েকবছরেই শীর্ষে উঠবে বাংলা', কোচের পদ থেকে ইস্তফা দিয়ে জানালেন অরুণ লাল - Arun Lal

সদ্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি ৷ ফলে আপাতত অরুণ লালের ভাবনায় শুধুই পরিবার ৷ পরিবারকে সময় দিতেই সরে দাঁড়ালেন বঙ্গ ক্রিকেটের হেডস্যরের পদ থেকে (Arun Lal resigns from Bengal Cricket Team Coach) ৷

Arun Lal resigns
Arun Lal resigns
author img

By

Published : Jul 12, 2022, 8:43 PM IST

Updated : Jul 13, 2022, 9:59 AM IST

কলকাতা, 12 জুলাই: 2020 সালে রঞ্জি ট্রফির ফাইনাল ৷ চলতি বছর শেষ চারে গিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখানো ৷ অরুণ লাল কোচ হওয়ার পর থেকে পারফর্ম্যান্সে ধারাবাহিক উন্নতি হলেও ধরা দেয়নি কাঙ্খিত ট্রফি ৷ বঙ্গের ক্রিকেটপ্রেমীরা চলতি বছরে যখন ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ, ঠিক তখনই ছন্দপতন ৷ হেডস্যরের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন অরুণ লাল (Arun Lal resigns from Bengal Cricket Team Coach) ৷

মঙ্গলবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে তাঁর দায়িত্ব ছাড়ার কথা মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন অরুণ লাল । আপাতত পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি । যদিও ভবিষ্যতে ফের 'দ্রোণাচার্য'র ভূমিকায় ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি । তবে আগামী কয়েকমাসে সেই সম্ভাবনা নেই ৷ মেন্টর বা ধারাভাষ্যকার হিসেবে বাইশ গজের লড়াইয়ে সামিল হবেন তিনি । সদ্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি ৷ ফলে আপাতত অরুণ লালের ভাবনায় শুধুই পরিবার ৷

অন্যদিকে, চলতি রঞ্জি মরশুমে বাংলা দল শেষ চার থেকে বিদায় নেওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বইতে থাকে । কোচের সঠিক পরিকল্পনার অভাব নিয়েও কথা ওঠে বিভিন্ন মহলে । সপ্তাহখানেক আগে অভিমন্যু ঈশ্বরনদের সঙ্গে আলোচনায় বসেছিল সিএবির পদাধিকারীরা । সেই মিটিংয়ে ডাকা হয়নি কোচ অরুণ লালকে । তারপরই তাঁকে ঘিরে বেসুরো আবহ জোরালো হয় ।

কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল

আরও পড়ুন : IPL-এ বাংলার ক্রিকেটারদের নজরে রাখবেন অরুণ লাল

এবার সেই পদ থেকে নিজেই অব্যাহতি নেওয়ায় নতুন মরশুমে নতুন কোচের সন্ধান করতে হবে সিএবিকে । সেই তালিকায় রয়েছে অনেক নতুন মুখ । কোচের পদ থেকে সরে গেলেও অরুণ লাল তাঁর গত বছর চারেকের দায়িত্বে একবার দলকে ফাইনালে তুলে ছিলেন । এ বছর সেমিফাইনালে । দলের মধ্যে লড়াকু মেজাজ তৈরি করেছেন, বোলিং আক্রমণকে দেশের সেরা হিসেবে তুলে ধরেছেন । সব মিলিয়ে কোচ অরুণ লালের ইনিংস যথেষ্ট ঘটনাবহুল ।

কলকাতা, 12 জুলাই: 2020 সালে রঞ্জি ট্রফির ফাইনাল ৷ চলতি বছর শেষ চারে গিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখানো ৷ অরুণ লাল কোচ হওয়ার পর থেকে পারফর্ম্যান্সে ধারাবাহিক উন্নতি হলেও ধরা দেয়নি কাঙ্খিত ট্রফি ৷ বঙ্গের ক্রিকেটপ্রেমীরা চলতি বছরে যখন ট্রফি জয়ের স্বপ্নে বুঁদ, ঠিক তখনই ছন্দপতন ৷ হেডস্যরের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন অরুণ লাল (Arun Lal resigns from Bengal Cricket Team Coach) ৷

মঙ্গলবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে তাঁর দায়িত্ব ছাড়ার কথা মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন অরুণ লাল । আপাতত পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি । যদিও ভবিষ্যতে ফের 'দ্রোণাচার্য'র ভূমিকায় ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি । তবে আগামী কয়েকমাসে সেই সম্ভাবনা নেই ৷ মেন্টর বা ধারাভাষ্যকার হিসেবে বাইশ গজের লড়াইয়ে সামিল হবেন তিনি । সদ্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি ৷ ফলে আপাতত অরুণ লালের ভাবনায় শুধুই পরিবার ৷

অন্যদিকে, চলতি রঞ্জি মরশুমে বাংলা দল শেষ চার থেকে বিদায় নেওয়ার পর থেকেই সমালোচনার ঝড় বইতে থাকে । কোচের সঠিক পরিকল্পনার অভাব নিয়েও কথা ওঠে বিভিন্ন মহলে । সপ্তাহখানেক আগে অভিমন্যু ঈশ্বরনদের সঙ্গে আলোচনায় বসেছিল সিএবির পদাধিকারীরা । সেই মিটিংয়ে ডাকা হয়নি কোচ অরুণ লালকে । তারপরই তাঁকে ঘিরে বেসুরো আবহ জোরালো হয় ।

কোচের পদ থেকে ইস্তফা দিলেন অরুণ লাল

আরও পড়ুন : IPL-এ বাংলার ক্রিকেটারদের নজরে রাখবেন অরুণ লাল

এবার সেই পদ থেকে নিজেই অব্যাহতি নেওয়ায় নতুন মরশুমে নতুন কোচের সন্ধান করতে হবে সিএবিকে । সেই তালিকায় রয়েছে অনেক নতুন মুখ । কোচের পদ থেকে সরে গেলেও অরুণ লাল তাঁর গত বছর চারেকের দায়িত্বে একবার দলকে ফাইনালে তুলে ছিলেন । এ বছর সেমিফাইনালে । দলের মধ্যে লড়াকু মেজাজ তৈরি করেছেন, বোলিং আক্রমণকে দেশের সেরা হিসেবে তুলে ধরেছেন । সব মিলিয়ে কোচ অরুণ লালের ইনিংস যথেষ্ট ঘটনাবহুল ।

Last Updated : Jul 13, 2022, 9:59 AM IST

For All Latest Updates

TAGGED:

Arun Lal
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.