ETV Bharat / sports

রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট - বাংলা

Ranji Trophy: বাংলা প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে তুলেছিল 409 রান ৷ কিন্তু রিকি ভুইয়ের ব্যাটে সোয়া দু'শো রানের প্রথম ইনিংসে 36 রানে লিড নিয়ে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলল হোম টিম ৷ রঞ্জির প্রথম ম্যাচে বাংলার ঝুলিতে এল মাত্র এক পয়েন্ট ৷

Ranji Trophy
মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 10:01 PM IST

বিশাখাপত্তনম, 8 জানুয়ারি: অ্য়াওয়ে ম্যাচে অনুষ্টুপ মজুমদারের ঝকঝকে শতরানের মঞ্চে আলো কাড়লেন রিকি ভুই ৷ অন্ধ্র ব্যাটারের 175 রানের সৌজন্যে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলার ভাঁড়ারে এল মাত্র এক পয়েন্ট ৷ রুকু (অনুষ্টুপের ডাকনাম) ছাড়াও ওপেনার সৌরভ পালের 96 এবং অভিষেক পোড়েলের 70 রানে ভর করে বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে বাংলা তুলেছিল 409 রান ৷ কিন্তু রিকির ব্যাটে সোয়া দু'শো রানের প্রথম ইনিংসে 36 রানে লিড নিয়ে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলল হোম টিম ৷

70 রানে পিছিয়ে থেকে চতুর্থ তথা অন্তিমদিন খেলা শুরু করেন অন্ধ্রের দুই অপরাজিত ব্যাটার রিকি ভুই এবং শোয়েব খান ৷ 75 রানের ইনিংস খেলে করণ লালের শিকার হন তিনি ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ অর্থাৎ, ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্সের পরেও মনোজ তিওয়ারি অ্যান্ড কোম্পানির ঝুলিতে যে এক পয়েন্টের বেশি আসছে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছে ৷ শেষ পর্যন্ত 445 রানে প্রথম ইনিংস শেষ হয় অন্ধ্রের ৷ সেইসঙ্গে নিশ্চিত হয় তিন পয়েন্টও ৷ শোয়েব খান করেন 56 রান ৷

অভিষেকে 3 উইকেট আসে বাংলার মহম্মদ কাইফের ঝুলিতে ৷ এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা ৷ কিন্তু অন্তিমদিন চা-বিরতিতেই করমর্দন সেরে নেন দু'দলের অধিনায়ক ৷ ম্যাচ শেষের মুহূর্তে দ্বিতীয় ইনিংসে বাংলার রান ছিল এক উইকেটে 82 রান ৷ সায়ন ঘোষ অপরাজিত থাকেন 29 রানে ৷ অপরাজিত সুদীপ ঘরামির সংগ্রহে 7 রান ৷

সংক্ষিপ্ত স্কোর:

বিশাখাপত্তনম, 8 জানুয়ারি: অ্য়াওয়ে ম্যাচে অনুষ্টুপ মজুমদারের ঝকঝকে শতরানের মঞ্চে আলো কাড়লেন রিকি ভুই ৷ অন্ধ্র ব্যাটারের 175 রানের সৌজন্যে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলার ভাঁড়ারে এল মাত্র এক পয়েন্ট ৷ রুকু (অনুষ্টুপের ডাকনাম) ছাড়াও ওপেনার সৌরভ পালের 96 এবং অভিষেক পোড়েলের 70 রানে ভর করে বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে বাংলা তুলেছিল 409 রান ৷ কিন্তু রিকির ব্যাটে সোয়া দু'শো রানের প্রথম ইনিংসে 36 রানে লিড নিয়ে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলল হোম টিম ৷

70 রানে পিছিয়ে থেকে চতুর্থ তথা অন্তিমদিন খেলা শুরু করেন অন্ধ্রের দুই অপরাজিত ব্যাটার রিকি ভুই এবং শোয়েব খান ৷ 75 রানের ইনিংস খেলে করণ লালের শিকার হন তিনি ৷ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে ৷ অর্থাৎ, ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্সের পরেও মনোজ তিওয়ারি অ্যান্ড কোম্পানির ঝুলিতে যে এক পয়েন্টের বেশি আসছে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছে ৷ শেষ পর্যন্ত 445 রানে প্রথম ইনিংস শেষ হয় অন্ধ্রের ৷ সেইসঙ্গে নিশ্চিত হয় তিন পয়েন্টও ৷ শোয়েব খান করেন 56 রান ৷

অভিষেকে 3 উইকেট আসে বাংলার মহম্মদ কাইফের ঝুলিতে ৷ এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলা ৷ কিন্তু অন্তিমদিন চা-বিরতিতেই করমর্দন সেরে নেন দু'দলের অধিনায়ক ৷ ম্যাচ শেষের মুহূর্তে দ্বিতীয় ইনিংসে বাংলার রান ছিল এক উইকেটে 82 রান ৷ সায়ন ঘোষ অপরাজিত থাকেন 29 রানে ৷ অপরাজিত সুদীপ ঘরামির সংগ্রহে 7 রান ৷

সংক্ষিপ্ত স্কোর:

বাংলা- 409 (অনুষ্টুপ 125, সৌরভ 96) এবং 82/1

অন্ধ্রপ্রদেশ- 445 (রিকি 175, শোয়েব 56)

ম্যাচ ড্র (বাংলা 1 পয়েন্ট, অন্ধ্র 3 পয়েন্ট)

আরও পড়ুন:

  1. 14 মাস পর টি-20 আন্তর্জাতিকে প্রত্যাবর্তন অধিনায়ক রোহিতের, ফিরলেন বিরাটও
  2. 'ভারতীয় দল দুরন্ত', টি-20 বিশ্বকাপে রোহিত-বিরাটের দলে থাকা নিয়ে কী বললেন মহারাজ!
  3. স্ত্রী অনুমতি দিলে কোচ হতে চান, অবসরের পর জানালেন ওয়ার্নার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.