ETV Bharat / sports

Ranji Quarterfinal : সুদীপের পরে অনুষ্টুপের সেঞ্চুরি, রানের মহোৎসব বাংলার - Ranji Quarterfinal

সুদীপ ঝাড়খণ্ডের বিরুদ্ধে থামলেন 186 রানে । 4 নম্বরে ব্যাট করতে নেমে প্রথম দিন 85 রানে অপরাজিত ছিলেন আরেক ব্যাটার অনুষ্টুপ মজুমদার । দ্বিতীয় দিনে ইনিংস শেষ করলেন ব্যক্তিগত 117 রানে । বাংলার স্কোর দ্বিতীয় দিনের শেষে 5 উইকেটে 577 (Anustup Majumdar Sudip Gharami help Bengal to score big against Jharkhand) ।

Ranji Quarterfinal News
সুদীপের পরে অনুষ্টুপের সেঞ্চুরি
author img

By

Published : Jun 7, 2022, 11:07 PM IST

কলকাতা, 7 জুন : দলে নেই ঋদ্ধিমান সাহা ৷ তাঁর মতো অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারকে ছাড়াই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে নেমেছে বাংলা দল ৷ বেঙ্গালুরুর মাঠে বঙ্গ ব্রিগেডের পারফরম্যান্সে অবশ্য তা বোঝার জো নেই (Anustup Majumdar Sudip Gharami help Bengal to score big against Jharkhand) ৷

সুদীপ এবং সুদীপ । বাংলার ক্রিকেটমহলে নতুন চর্চার নাম বছর তেইশের তরুণ । কলকাতা ময়দানে একসময় বিভিন্ন ক্রিকেট কোচিং ক্যাম্পের নেটে কোচের সঙ্গে ব্যাট করে বেড়ানো সুদীপ এখন বাংলার ব্যাটারদের মধ্যে উজ্জ্বল নাম । ইস্টবেঙ্গল কোচ প্রণব নন্দীর কাছে কৃতজ্ঞ সুদীপ ঝাড়খণ্ডের বিরুদ্ধে থামলেন 186 রানে । 380 বলের ইনিংসটি 21টি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কায় সাজানো । 14 রানের জন্য দ্বিশতরানের সুযোগ হারানো সুদীপ অবশ্য দলের প্রয়োজনে ভূমিকা নিতে পেরেই খুশি ।

বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নেমে রানের মহোৎসবে বাংলা । প্রথম দিনের 1 উইকেটে 310 রান নিয়ে খেলা শুরু করে দ্বিতীয় দিনের শেষে বাংলা থামল 5 উইকেটে 577 । 54 রানে ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি ৷

সুদীপ ঘরামির ব্যাটিং নৈপুণ্যের দিনে আস্থার প্রতীক হয়ে ফের উপস্থিত অনুষ্টুপ মজুমদার । 4 নম্বরে ব্যাট করতে নেমে প্রথম দিন 85 রানে অপরাজিত ছিলেন তিনি । দ্বিতীয় দিনে ইনিংস শেষ করলেন ব্যক্তিগত 117 রানে । 194 বলে 15টি বাউন্ডারিতে সাজানো ইনিংস ৷ যদিও সেঞ্চুরি পেলেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ঝরে পড়ল বাংলার ব্যাটারের গলায় ।

আরও পড়ুন : সুদীপের প্রথম শতরান, ঝাড়খণ্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ার পথে বাংলা

দলের অন্যতম সিনিয়র ব্যাটসম্যানের প্রশংসাও কোচের মুখে । পাশাপাশি দলের সার্বিক ব্যাটিং পারফরম্যান্স নিয়েই খুশি তিনি । তবে উইকেটের চরিত্র নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন । দুই দলের বোলিং দেখার পরই বলতে চান । উইকেটে ঘাস রয়েছে, সঙ্গে বাউন্স । বাংলার রানের মহোৎসবে উজ্জ্বল তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল (68 রান) । দু'দিনে 600 রানের দোরগোড়ায় বাংলা । তাও ইনিংস পরিসমাপ্তি ঘোষণার ইঙ্গিত এখনও নেই । প্রতিপক্ষ ঝাড়খণ্ডকে রানের পাহাড়ে পিষতে চাইছে অরুণ লালের ছেলেরা । বোলিং সহায়ক উইকেটে ব্যাটাররা রানের মহোৎসব করেছেন । এবার পালা বোলারদের ।

কলকাতা, 7 জুন : দলে নেই ঋদ্ধিমান সাহা ৷ তাঁর মতো অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটারকে ছাড়াই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে নেমেছে বাংলা দল ৷ বেঙ্গালুরুর মাঠে বঙ্গ ব্রিগেডের পারফরম্যান্সে অবশ্য তা বোঝার জো নেই (Anustup Majumdar Sudip Gharami help Bengal to score big against Jharkhand) ৷

সুদীপ এবং সুদীপ । বাংলার ক্রিকেটমহলে নতুন চর্চার নাম বছর তেইশের তরুণ । কলকাতা ময়দানে একসময় বিভিন্ন ক্রিকেট কোচিং ক্যাম্পের নেটে কোচের সঙ্গে ব্যাট করে বেড়ানো সুদীপ এখন বাংলার ব্যাটারদের মধ্যে উজ্জ্বল নাম । ইস্টবেঙ্গল কোচ প্রণব নন্দীর কাছে কৃতজ্ঞ সুদীপ ঝাড়খণ্ডের বিরুদ্ধে থামলেন 186 রানে । 380 বলের ইনিংসটি 21টি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কায় সাজানো । 14 রানের জন্য দ্বিশতরানের সুযোগ হারানো সুদীপ অবশ্য দলের প্রয়োজনে ভূমিকা নিতে পেরেই খুশি ।

বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নেমে রানের মহোৎসবে বাংলা । প্রথম দিনের 1 উইকেটে 310 রান নিয়ে খেলা শুরু করে দ্বিতীয় দিনের শেষে বাংলা থামল 5 উইকেটে 577 । 54 রানে ক্রিজে রয়েছেন মনোজ তিওয়ারি ৷

সুদীপ ঘরামির ব্যাটিং নৈপুণ্যের দিনে আস্থার প্রতীক হয়ে ফের উপস্থিত অনুষ্টুপ মজুমদার । 4 নম্বরে ব্যাট করতে নেমে প্রথম দিন 85 রানে অপরাজিত ছিলেন তিনি । দ্বিতীয় দিনে ইনিংস শেষ করলেন ব্যক্তিগত 117 রানে । 194 বলে 15টি বাউন্ডারিতে সাজানো ইনিংস ৷ যদিও সেঞ্চুরি পেলেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ঝরে পড়ল বাংলার ব্যাটারের গলায় ।

আরও পড়ুন : সুদীপের প্রথম শতরান, ঝাড়খণ্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ার পথে বাংলা

দলের অন্যতম সিনিয়র ব্যাটসম্যানের প্রশংসাও কোচের মুখে । পাশাপাশি দলের সার্বিক ব্যাটিং পারফরম্যান্স নিয়েই খুশি তিনি । তবে উইকেটের চরিত্র নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন । দুই দলের বোলিং দেখার পরই বলতে চান । উইকেটে ঘাস রয়েছে, সঙ্গে বাউন্স । বাংলার রানের মহোৎসবে উজ্জ্বল তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল (68 রান) । দু'দিনে 600 রানের দোরগোড়ায় বাংলা । তাও ইনিংস পরিসমাপ্তি ঘোষণার ইঙ্গিত এখনও নেই । প্রতিপক্ষ ঝাড়খণ্ডকে রানের পাহাড়ে পিষতে চাইছে অরুণ লালের ছেলেরা । বোলিং সহায়ক উইকেটে ব্যাটাররা রানের মহোৎসব করেছেন । এবার পালা বোলারদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.