ETV Bharat / sports

Team India Coach : শাস্ত্রী জমানা শেষে কি কুম্বলের প্রত্যাবর্তন ? লক্ষ্মণ, জয়বর্ধনেকে নিয়েও জল্পনা

author img

By

Published : Sep 18, 2021, 9:47 AM IST

Updated : Sep 18, 2021, 9:59 AM IST

কে হবেন টিম ইন্ডিয়ার নতুন কোচ ? দ্বিতীয়বারের জন্য অনিল কুম্বলের হাতে দায়িত্ব যাবে নাকি ভিভিএস লক্ষ্মণ, মাহেলা জয়বর্ধনের মতো নতুন কেউ বিরাট কোহলি ব্রিগেডের দায়িত্ব পাবেন ৷ এই নিয়ে চলছে জোর জল্পনা ৷

kumble
kumble

মুম্বই, 18 সেপ্টেম্বর : এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্দরে প্রবল হইচই ৷ টি-20 বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি ৷ কিছুদিন আগেই টুইট করে একথা জানিয়ে দিয়েছেন তিনি ৷ শোনা যাচ্ছে 50 ওভারের ফরম্যাটেও বিরাটের আসন টলমল ৷ বিরাটের নেতৃত্ব ছাড়াও টিম ইন্ডিয়ার অন্দরে বড়সড় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে ৷ টি-20 বিশ্বকাপের পরই রবি শাস্ত্রী এবং তাঁর দলবলের কার্যকাল শেষ হচ্ছে ৷ বোর্ডও নাকি শাস্ত্রীর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ভাবছে না ৷ যে কারণে কোহলিদের কোচ হিসেবে একাধিক হেভিওয়েট নাম উঠে আসছে ৷ সেখানে অনিল কুম্বলের প্রত্যাবর্তনের জল্পনা যেমন উঠছে ৷ তেমনই শোনা যাচ্ছে, ভিভিএস লক্ষ্মণ, মাহেলা জয়বর্ধনের মতো ক্রিকেট ব্যক্তিত্বরাও নাকি কোচ হিসেবে বিসিসিআইয়ের ভাবনায় রয়েছেন ৷

এক্ষেত্রে কুম্বলের পাল্লা একটু ভারী ৷ সেটাই স্বাভাবিক ৷ অতীতে ভারতীয় দলের হেড কোচের পদে কাজ করেছেন এই লেগ স্পিন কিংবদন্তি ৷ অল্পদিন হলেও কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ৷ এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, "ভারতীয় দলের কোচ হিসেবে কুম্বলের প্রথম পর্বটা যে দারুণ ছিল তাতে কোনও সন্দেহ নেই ৷ তবে দ্বিতীয়বার তিনি কোচ হওয়ার জন্য আবেদন করতে রাজি হবেন কি না সেটাই দেখার ৷" এতে একটা বিষয় স্পষ্ট যে একবার সায় দিলেই ভারতীয় দলের কোচ হিসেবে ফের দেখা যেতে পারে কুম্বলেকে ৷

কোচ-ক্যাপ্টেন বিবাদ

2016-17 সালে ভারতীয় দলের কোচ ছিলেন কুম্বলে ৷ সেই সময় সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন অ্যাডভাইসারি কমিটি শাস্ত্রীর পরিবর্তে অনিল কুম্বলেকে নিযুক্ত করেছিলেন ৷ তবে কুম্বলে কোচিং পদ্ধতি পছন্দ ছিল না অধিনায়ক বিরাট কোহলির ৷ কোচ-ক্যাপ্টেনের বিবাদের খবর চাপা থাকেনি ৷ 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কুম্বলে ইস্তফা দেন ৷ তবে চারবছর আগে কি হয়েছিল তা নিয়ে ভাবতে রাজি নয় বোর্ড ৷ ওই কর্তা বলেছেন, "চার বছর আগে কি হয়েছিল তা নিয়ে এখন আর কেউ মাথা ঘামাতে রাজি নয় ৷ অবশ্যই কুম্বলে একটা দারুণ অপশন ৷ দ্বিতীয়বার দায়িত্ব নিত তিনি রাজি হন কি না সেটাই দেখার ৷ তাই তাঁর 'হ্যাঁ' অবশ্যই জরুরি ৷"

আরও পড়ুন : Virat Kohli: 50 ওভারে বিরাটের অধিনায়কত্ব কী সুরক্ষিত? কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা

বিরাটদের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ৷ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হয়ে ট্রফি জিতেছেন মাহেলা ৷ অনিল কুম্বলেও পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ একই সঙ্গে আইসিসি-র ক্রিকেট কাউন্সিল কমিটির প্রধান তিনি ৷ ভিভিএস লক্ষ্মণও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন ৷

আরও পড়ুন : Virat kohli : কোহলির নেতৃত্বে টি-20তে ভারতের 'বিরাট' সাফল্য, বিশ্বকাপ জিতলেই ষোলকলা পূর্ণ

মুম্বই, 18 সেপ্টেম্বর : এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের অন্দরে প্রবল হইচই ৷ টি-20 বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি ৷ কিছুদিন আগেই টুইট করে একথা জানিয়ে দিয়েছেন তিনি ৷ শোনা যাচ্ছে 50 ওভারের ফরম্যাটেও বিরাটের আসন টলমল ৷ বিরাটের নেতৃত্ব ছাড়াও টিম ইন্ডিয়ার অন্দরে বড়সড় রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে ৷ টি-20 বিশ্বকাপের পরই রবি শাস্ত্রী এবং তাঁর দলবলের কার্যকাল শেষ হচ্ছে ৷ বোর্ডও নাকি শাস্ত্রীর সঙ্গে চুক্তি বাড়ানোর কথা ভাবছে না ৷ যে কারণে কোহলিদের কোচ হিসেবে একাধিক হেভিওয়েট নাম উঠে আসছে ৷ সেখানে অনিল কুম্বলের প্রত্যাবর্তনের জল্পনা যেমন উঠছে ৷ তেমনই শোনা যাচ্ছে, ভিভিএস লক্ষ্মণ, মাহেলা জয়বর্ধনের মতো ক্রিকেট ব্যক্তিত্বরাও নাকি কোচ হিসেবে বিসিসিআইয়ের ভাবনায় রয়েছেন ৷

এক্ষেত্রে কুম্বলের পাল্লা একটু ভারী ৷ সেটাই স্বাভাবিক ৷ অতীতে ভারতীয় দলের হেড কোচের পদে কাজ করেছেন এই লেগ স্পিন কিংবদন্তি ৷ অল্পদিন হলেও কোচ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ৷ এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, "ভারতীয় দলের কোচ হিসেবে কুম্বলের প্রথম পর্বটা যে দারুণ ছিল তাতে কোনও সন্দেহ নেই ৷ তবে দ্বিতীয়বার তিনি কোচ হওয়ার জন্য আবেদন করতে রাজি হবেন কি না সেটাই দেখার ৷" এতে একটা বিষয় স্পষ্ট যে একবার সায় দিলেই ভারতীয় দলের কোচ হিসেবে ফের দেখা যেতে পারে কুম্বলেকে ৷

কোচ-ক্যাপ্টেন বিবাদ

2016-17 সালে ভারতীয় দলের কোচ ছিলেন কুম্বলে ৷ সেই সময় সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন অ্যাডভাইসারি কমিটি শাস্ত্রীর পরিবর্তে অনিল কুম্বলেকে নিযুক্ত করেছিলেন ৷ তবে কুম্বলে কোচিং পদ্ধতি পছন্দ ছিল না অধিনায়ক বিরাট কোহলির ৷ কোচ-ক্যাপ্টেনের বিবাদের খবর চাপা থাকেনি ৷ 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কুম্বলে ইস্তফা দেন ৷ তবে চারবছর আগে কি হয়েছিল তা নিয়ে ভাবতে রাজি নয় বোর্ড ৷ ওই কর্তা বলেছেন, "চার বছর আগে কি হয়েছিল তা নিয়ে এখন আর কেউ মাথা ঘামাতে রাজি নয় ৷ অবশ্যই কুম্বলে একটা দারুণ অপশন ৷ দ্বিতীয়বার দায়িত্ব নিত তিনি রাজি হন কি না সেটাই দেখার ৷ তাই তাঁর 'হ্যাঁ' অবশ্যই জরুরি ৷"

আরও পড়ুন : Virat Kohli: 50 ওভারে বিরাটের অধিনায়কত্ব কী সুরক্ষিত? কোহলির ভবিষ্যৎ নিয়ে জল্পনা

বিরাটদের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ৷ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হয়ে ট্রফি জিতেছেন মাহেলা ৷ অনিল কুম্বলেও পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ একই সঙ্গে আইসিসি-র ক্রিকেট কাউন্সিল কমিটির প্রধান তিনি ৷ ভিভিএস লক্ষ্মণও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন ৷

আরও পড়ুন : Virat kohli : কোহলির নেতৃত্বে টি-20তে ভারতের 'বিরাট' সাফল্য, বিশ্বকাপ জিতলেই ষোলকলা পূর্ণ

Last Updated : Sep 18, 2021, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.